ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখছেন পার্থ সামথান, প্রথম সিনেমাতে জুটি বাঁধবেন আলিয়া ভাটের সঙ্গে



বড় পর্দায় নতুন জুটি হিসেবে দেখা যাবে আলিয়া ভাট এবং পার্থ সমথানকে। ছোট পর্দার জনপ্রিয় শো ‘কসৌটি জ়িন্দেগি কি’ তে বর্তমানে দেখা যাচ্ছে পার্থ সমথানকে।
সিনেমার কারণেই নাকি তিনি এই ধারাবাহিকের নির্মাতাদের জানিয়ে দিয়েছেন অক্টোবরের পর তিনি কাজ করবেন না।
ছোট পর্দায় তার ভক্তদের জন্য এটা খারাপ খবর হলেও
খুব শীঘ্রই তাকে দেখা যাবে
রেসুল পুকুট্টির প্রযোজনায়
আলিয়া ভাটের সঙ্গে ‘পিহারবা’ সিনেমায়।
এই ছবিতে আলিয়ার সাথে প্রথমে কাজ করার কথা ছিল সুশান্ত সিংহ রাজপুতের, এখন সেই জায়গায় কাজ করবেন পার্থ।

এই ছবির গল্প ভারত-চিন যুদ্ধের ব্যাকড্রপ, যেখানে ক্যাপ্টেন হরভজন সিংহের
চরিত্রে থাকবে পার্থ, এর আগেও হরভজন সিংহ কে নিয়ে একটি শর্ট ফিল্ম হয়েছিল যার নাম ছিল ‘প্লাস মাইনাস’ ।

ছবির শুটিং শুরু কবে থেকে হবে তা যদিও জানা যায়নি, কারণ আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির শুটিং এখনও সম্পূর্ণ হয়নি।

তবে পার্থের ‘কসৌটি জ়িন্দেগি কি ’ছেড়ে দেওয়ার কথা জানাজানি হতেই চর্চা শুরু হয় তাঁর বলিউড ডেবিউ নিয়ে, জানা গেছে
কসৌটি জ়িন্দেগি কি র কেন্দ্রীয় চরিত্র পার্থের পিহারবা’র লুক টেস্ট হয়ে গিয়েছিল জুন মাসে করোনায় আক্রান্ত হওয়ার আগেই।

কেন্দ্রীয় চরিত্র ধারাবাহিক থেকে চলে যাওয়ায় মনে করা হচ্ছে তাড়াতাড়ি জনপ্রিয় ধারাবাহিকটিও অফ এয়ার হতে পারে।

ছোটপর্দা থেকে বড়পর্দায় পার্থ সামথানকে দর্শক কতটা পছন্দ করবে, পার্থ-আলিয়ার রোম্যান্স, তাদের জুটি কতটা সাফল্য, সড়ক টু এর মতো এই সিনেমাও কি বয়কট হবে তা সময় বলে দেবে। আপাতত পার্থের অনুরাগীরা ভীষণ খুশি তাঁর বলিউড ডেবিউ এর খবরে।

Recent Posts