বিশ্বাস হলো এক সুক্ষ্ম মানসিক প্রবৃত্তি যা অর্জন করা এবং সেটিকে বজায় রাখা একটি মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ওপর ও অন্যের ওপর, আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস রাখতে পারা একটি সফল মানুষের অন্যতম বড় গুণ। চোখ বন্ধ করে সবার ওপর ভরসা করা যেমন বোকামী, তেমনি সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানেরা যাচাই ও বাছাই করে বিশ্বাস করে থাকে। সফল মানুষরা প্রাথমিক দিকে অসফলতার পথ অতিক্রম করার পরও নিজের আদর্শ ও লক্ষ্যের প্রতি আস্থা রাখেন; আর সেই কারণেই তাঁরা যে কোনও পরিস্থিতিতে কাজ করে যেতে পারেন, এবং দিনের শেষে সফলতার আস্বাদন পান। নিম্নে উল্লেখিত হল বিশ্বাস নিয়ে কিছু উক্তি ও ক্যাপশন

বিশ্বাস নিয়ে ক্যাপশন, Thoughtful sayings about trust in Bengali
- আপনি যা বিশ্বাস করেন আপনি তা ই হয়ে ওঠেন।
- নিজের ওপর বিশ্বাস থাকলে তোমাকে কখনও আটকানো যাবে না।
- নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন কোনো বিশেষ কারণবশতই সেটি আপনাকে প্রদত্ত করা হয়েছে।
- শান্তিতে থাকুন; ঈশ্বর এবং নিজেকে বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন উনি তার থেকে ভাল করছেন।
- আপনি তখনই ব্যর্থ হন যখন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন ।
- ‘কেন আপনি পারবেন না’ – এই কথাটি ভুলে গিয়ে শুধু এটাই ভাবুন যে- যে ‘কেন আপনি পারবেন’ ?
- স্বপ্ন দেখো, বিশ্বাস কর, অর্জন কর.
- বিশ্বাস রাখুন যে আপনার এটি প্রাপ্য, এবং মহাবিশ্ব আপনাকে সেটি পরিবেশন করবে।
- বিশ্বাস রাখো যে তুমি পারবে আর তুমি তার অর্ধেক ইতিমধ্যে অর্জন করে নিয়েছো।
- কোনো জিনিস অর্জন করতে হলে নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। একবার যদি তুমি হার মেনে নাও তার মানে তুমি কখনোই সেটা চাওনি।
- ‘কী করে হবে? ‘এই প্রশ্নে ভুলে গিয়ে এই বিশ্বাসটি রাখুন যে “সেটি হবেই’!!
- কখনও চেষ্টা বন্ধ কোরো না। নিজের বিশ্বাস কে থামাতে দিও না আর কখনও হাল ছাড়ো না। তোমার দিন একদিন আসবে।
- নিজের ওপর বিশেষ রাখা হল সফল হওয়ায় প্রথম পদক্ষেপ।
- শরীর সেটাই বিশ্বাস করেন যেটা মন চায় ।
- যেটা বাস্তব সেটাই চির সত্য -তুমি বাস্তবকে অস্বীকার করলে সেটি মিথ্যে বলে প্রমাণিত হবে না ।
- নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আপনার আনন্দের অনুসরণ করুন ; মহাবিশ্ব আপনার জন্য দুয়ার খুলে দেবে যেখানে কেবল প্রাচীর ছিল।
- যে মানুষ বিশ্বাস করতে পারে ,সে অর্জনও করতে পারে ।
- একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া।
- যে মানুষ মুখে বলে যা আর কাজও করে তা সেই মানুষটিকে বিশ্বাস করতে নেই কোনো দ্বিধা।
- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
- কেউ বিশ্বাস করে কেউ করে না ,যে বিশ্বাস করে সে ও সত্য মিথ্যার যাচাই করে না ,আর যে অবিশ্বাস করে সে ও না ।বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটি নির্ভর করে মানুষের খুশির ওপর।
- বন্ধু বানাও বাছাই করে
বিশ্বাস করো যাচাই করে - মানুষের ওপর বিশ্বাস রাখতে বা করতে না পারলে জীবন অসম্ভব হয়ে উঠবে ।
- একজন নির্দোষ ব্যক্তির বিশ্বাস হল এক মিথ্যাবাদীর সবথেকে বড় সরঞ্জাম।
- ধারাবাহিকতাই হল বিশ্বাসের আসল ভিত্তি ।
- প্রেমের প্রকৃত অর্থ হল একটি পর্বত থেকে ঝাঁপিয়ে পড়া এবং বিশ্বাস করা যে নীচে আপনাকে ধরার জন্য আপনার প্রিয় মানুষ টি উপস্থিত থাকবে।

স্বার্থ নিয়ে উক্তি ও স্বার্থপরতা নিয়ে কিছু কথা, Quotes on self-interest and selfishness in Bengali
বিশ্বাস নিয়ে স্ট্যাটাস, Beautiful captions about belief and trust in Bangla
- মানুষ কল্পনা করে, এবং মানুষ বিশ্বাস ও করে; এবং এটি সেই দৃঢ় বিশ্বাস যা ঘটনাগুলিকে বাস্তবে রূপ দেয়।
- বিশ্বাস করতে ও করাতে অধ্যাবসায়ের প্রয়োজন হয় ।
- ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখলে তিনি অবশ্যই সঠিক মার্গ দর্শন করান।
- বিশ্বাস অর্জন করতে হলে নিজেকেও বিশ্বস্ত হতে হবে।
- কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকে গেলে বিশ্বাসের ওপর ভরসাটাই চলে যায়।
- যেদিন পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে সেদিন পৃথিবী ও একটি ধ্বংসস্তূপে পরিণত হবে।
- যারা একবার বিশ্বাস ভঙ্গ করে, তাদের সুযোগ দিলে বার বার বিশ্বাস ভঙ্গ করবে।মানুষ অতীত ভোলে না।
- অভিভাবক হিসেবে প্রত্যেক বাবা মারই তাঁদের সন্তান সন্ততিদের ওপর বিশ্বাস রাখা উচিত । বাবা মায়ের বিশ্বাস ছেলেমেয়েদের অনুপ্রেরণা জোগায় এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে।
- একজন মানুষ তাঁর বুদ্ধিমত্তা দিয়ে অনুধাবন করতে পারে যে সে কাকে বিশ্বাস করবে ও বন্ধু বানাবে।
- প্রকৃত বিশ্বাস গড়ে ওঠে সময় নিয়ে, ধীরে ধীরে।
- পৃথিবীর অন্যতম কঠিন কাজ হল কারোর বিশ্বাস অর্জন করা ।
- নিজের ওপর বিশ্বাস রাখা অর্থাৎ আত্মবিশ্বাস ই হল সফলতার অন্যতম সিঁড়ি ।
- আত্মবিশ্বাসী সেই জন , যার নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।
- বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি সংঘবদ্ধ দল আর তার সুফল সুদূর প্রসারী। পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস একটি দলের অন্তর্ভুক্ত সব সদস্যদের মন প্রাণ সহকারে কাজ করতে উৎসাহ প্রদান করে ।
- বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টবাদী হওয়া প্রয়োজন যা মানুষ সহজেই বুঝে নিতে পারে।
- নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে গেলে প্রাথমিক ভাবে ভীতি আসে। তবে সেই ভয় কাটিয়ে নিজেকে বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি।
- একজন বিশ্বাসী মানুষ অন্যদের থেকে বেশি সুখী হয় ।
- বিশ্বাস অর্জন করা অবশ্যই এক কঠিন কাজ তবে সেই অর্জিত বিশ্বাস যদি ভেঙে যায় তবে সেটিকে পুনরায় অর্জন করা অধিকতর কঠিন কাজ।
- অন্য মানুষের থেকে নিজেকেই বেশি বিশ্বাস করা উচিত । একটি মানুষের কি করা উচিৎ, সেটি তার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।
- মুখে বলা কথা কাজে করে দেখাতে হবে,তবেই মানুষের বিশ্বাসভাজন হতে পারবে ।
- বিশ্বাসী হতে পারা এবং সঠিক মানুষের ওপর বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি ।
- বিশ্বাস মানুষের জীবনকে গতিময়তা দান করে ।

রবিবারের শুভেচ্ছাবাণী, Sunday quotes in Bengali language
বিশ্বাস নিয়ে বাণী, Biswas nie bani
- নিজের হৃদয়ের কথা শুনুন ,কারণ হৃদয় কখনও বিশ্বাসঘাতকতা করে না।
- যে বিজ্ঞানকে সঠিক রূপে জানে না সে নাস্তিক , আর যে ভালো ভাবে বিজ্ঞানকে বুঝবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।
বিশ্বাস অর্জনও তৈরি করতে সময় লাগে সারা জীবন, অথচ সেটি ভাঙতে একটি মুহূর্ত ও লাগে না। - নিজের ওপর , অন্যের ওপর, সর্বোপরি নিজের আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস করতে পারা একজন সফল মানুষের অন্যতম গুণ হিসেবে ধার্য করা হয়।
- যে দলের মধ্যে বিশ্বাসের মজবুত বন্ধন থাকে সেই দল সফলতা লাভ করে অবশেষে জয়ী হয়।
- বিশ্বাস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে থাকে।
- অন্যকে বিশ্বাস করার প্রথম ধাপ হল সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করা।
- একটি সুখী দাম্পত্য জীবন পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে ।
- যখন মানুষ ওপরে উঠার সিঁড়ি দেখতে পায়না; তখন বিশ্বাসই হচ্ছে প্রথম ধাপ।
- নিজের প্রতি বিশ্বাসের অভাবই মানুষকে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে দেয় না ।
- প্রত্যেক মানুষকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কোনো মানুষকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক।
- নিজের কাজকে মনে প্রাণে ভালোবাসতে পারলে ,নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে ও মনের মধ্যে বিশ্বাস রাখলে, আপনি অবশ্যই সফল হবেন।
- বিশ্বাস ই জন্ম দেয় নতুন শক্তিও নতুন দৃষ্টিভঙ্গির।
দৃঢ় বিশ্বাস ও অনবরত প্রচেষ্ঠা মানুষের জীবনযুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার । - জীবন মাঝে মাঝে ইট দিয়ে মাথায় আঘাত হানলেও জীবনের প্রতি বিশ্বাস হারানো উচিত না।
- যারা একজন মানুষকেও বিশ্বাস করতে পারেনা অথবা নির্ভর করার মতো একজন মানুষও তার জীবনে অবশিষ্ট থাকেনা সে তখন আত্মহত্যার পথ বেছে নেয়।

জানালা নিয়ে ক্যাপশন, Quotes about window in Bengali language
বিশ্বাস নিয়ে কিছু কবিতা ও শায়েরি, Poems about trust and belief
- নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
‘ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে,
কহে, ‘যাহা কিছু সুখ সকলি ওপারে।’ - মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো তুমি।। - একদিন সূর্যের ভোর
একদিন স্বপ্নের ভোর
একদিন সত্যের ভোর
আসবেই…
এই মনে আছে বিশ্বাস
আমরা করি বিশ্বাস
সত্যের ভোর আসবে
একদিন। - আশাবাদীতা হল এক ধরণের বিশ্বাস যা মানুষকে সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।
- বিশ্বাস শব্দটিকে হৃদয়েই রেখো,
আমি নির্বোধ হতে পারি,
এমনকি কখনও কখনও স্বার্থপরও,
কিন্তু তা অবিশ্বাস থেকে নয়,
মনের খেলায় হেরে যাই বলেই-
আমি নির্বোধ বা স্বার্থপর হই,
অথচ তোমার প্রতি আমার বিশ্বাস-
আমার প্রতিটি হৃদস্পন্দনেই মিশে আছে।
- স্বাধীনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Independence in Bengali
- জ্ঞান নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Knowledge in Bengali
- মাটি নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on earth in Bengali
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ, Kaji Nazrul Islam sayings and quotes in Bengali
- ওয়াল্ট ডিজনির জীবনী, The Best Biography of Walt Disney in Bengali

বিশ্বাস হল সফলতার অন্যতম শর্ত। নিজে বিশ্বাসী হতে পারা এবং সঠিক মানুষের ওপর বিশ্বাস রাখতে পারা তাই খুবই গুরুত্বপূর্ণ।ভালোবাসা বা প্রেম তখনই পূর্ণাঙ্গ রূপে সফল হয় যখন সেখানে বিশ্বাসের অলিখিত অঙ্গীকার থাকে। তাই পরিশেষে বলা যায় যে বিশ্বাস ই হল সমগ্র মানবজাতির চালিকাশক্তি।আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের মনোগ্রাহী হয়েছে; যদি আপনাদের এটি ভাল লেগে থাকে তবে অবশ্যই নিজের বন্ধুমহলে ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না।
