কিংবদন্তী সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম আর নেই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। গায়ক ছাড়াও তিনি ছিলেন অভিনেতা, প্রযোজক এবং ভয়েস অ্যাক্টর।গতকাল এমজিএম হেলথকেয়ারের তরফে জানানো হয়েছিল তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে।ম্যাক্সিমাম লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক শুনে থেকে আজ সকালে বহু তারকা তাঁকে দেখতে হাসপাতালে যান।
কয়েকদিন আগে একটি ভিডিওতে এসপি বালাসুব্রহ্মণ্যমের পুত্র জানিয়েছিলেন, তাঁর বাবা শারীরিক দিক থেকে অনেকটাই স্থিতিশীল। সংক্রমণ আর না থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। ফিজিও করা হচ্ছে এবং অল্প কিছু সময় তিনি একটানা বসতেও পারছেন। গত ১৯ তারিখ ভিডিওতে আপডেট দেওয়ার তিনদিন পর থেকে জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা আরও অবনতি হতে শুরু করে।
গত ৫ অগাস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এসপি বালাসুব্রহ্মণ্যম। সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিও বার্তায় জানিয়েছিলেন করোনায় আক্রান্ত তিনি,তবে ভালো আছেন এবং দুদিনের মধ্যেই হয়তো তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সংক্রমণ কমে গেলেও আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না কিংবদন্তী সঙ্গীতশিল্পীর। তাঁকে আইসিইউ-তে রাখা ইসিএমও এবং ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল।
এসপি বালাসুব্রহ্মণ্যম ৪০ হাজারের বেশি গান করেছেন প্রায় ১৫টির বেশি ভাষায় গান গেয়েছেন তিনি । তিনি জাতীয় পুরষ্কার পেয়েছেন ৬ টি। একাধিক প্রবাদপ্রতিম সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি, পদ্মশ্রী এবং পদ্ম বিভূষণ সম্মানপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও সমান জনপ্রিয় ছিলেন ।