পদ্মনাভস্বামী মন্দিরে ১০ পুরোহিত করোনায় আক্রান্ত হওয়ায় ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে মন্দির


কেরলের বিখ্যাত তিরুঅনন্তপুরমের পদ্মনাভস্বামী মন্দিরে ১০ পুরোহিত ও ২ কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায়  আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।মন্দিরে যারা রোজ পুজো করেন তারা করোনা আক্রান্ত হওয়ায় মন্দিরের তন্ত্রি বিশেষ দিনে পুজো ছাড়াও প্রধান পুরোহিতের দায়িত্ব নিয়ে নিত্যদিনের পুজো করবেন, তবে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ একেবারেই নিষেধ বলে জানিয়েছেন পদ্মনাভস্বামী মন্দিরের এগজিকিউটিভ অফিসার রথীনশান আইএএস।

তিনি আরও জানিয়েছেন উপসর্গ ছিল না, কিন্তু করোনা  রিপোর্ট পজিটিভ আসে মন্দিরের প্রধান দুজন  পুরোহিত ছাড়াও আটজন  পুরোহিত এবং দু’জন রক্ষীর।তারপরেই ঠিক করা হয় মন্দির বন্ধ রাখা হবে। 
করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন পদ্মনাভস্বামী মন্দিরের দরজা বন্ধ থাকার পর গত ২৬ অগস্ট মন্দিরের দরজা খুলে যায়,করোনা সতর্কতায় একাধিক বিধি যেমন মাস্ক,  স্যানিটাইজারের ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি মেনে চলে এসব নির্দেশ মেনেই ভক্তরা প্রবেশ করছিল মন্দিরে ,এবার করোনার কারণে ফের বন্ধ হল মন্দির।


কেরলে বর্তমানে করোনা আক্রান্ত ২ লাখ ৫৮ হাজার।ভারতেও হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তবে সংক্রমণের হার যেভাবে বাড়ছে সুস্থতার হারও কিন্তু বাড়ছে প্রতিদিন।তবে সামনেই উৎসব, এই সময় সর্তকতা মেনে চলার বিশেষ প্রয়োজন। তাই বার বার সমস্ত নির্দেশিকা মেনে চলার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 


Recent Posts

link to বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, Birthday status for female friend in bangla

জীবনে অনেক সম্পর্ক থাকে, কিন্তু বন্ধুত্ব হলো সবচেয়ে নিঃস্বার্থ ও...