বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা আর সবথেকে বেশি সমালোচনা করা হচ্ছে অধিনায়ক বিরাটকে নিয়ে। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর এই ম্যাচের পর বিরাট-অনুষ্কাকে নিয়ে এমন এক কটূক্তি করেন যা নিয়ে সমালোচনার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল সেঞ্চুরি করায় পাঞ্জাবের জয় অনেকটাই সোজা হয়ে যায় আর কোহলি দুবার কে এল রাহুলের ক্যাচ মিস করায়, এছাড়াও ব্যাটিং এও এদিন কোহলি সফল না হওয়ায় বিরাটের দলের হারের জন্য বিরাটকে দায়ি করে মন্তব্য করছেন সকলে। গাভাসকর এই প্রসঙ্গে বিরাটকে উদ্দেশ্য করে মন্তব্য করেন- লকডাউনে বিরাট শুধুই অনুষ্কার বলে প্র্যাকটিস করেছেন।
গাভাসকরের এমন মন্তব্যের পর সকলেই সমালোচনা করছেন তার এমন অশালীন মন্তব্যের জন্য।বিরাটের ব্যর্থতার সমালোচনায় আইপিএলের কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কাকে যুক্ত করে এমন মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।অপরদিকে অনুষ্কা এই মন্তব্যের জবাবে বলেন ওনার মন্তব্য খুবই কুরুচিকর, একজন ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য তার স্ত্রী’য়ের প্রসঙ্গ টেনে আনার কারণ জানতে চেয়েছেন অনুষ্কা।
তারপর সুনীল গাভাস্কার নিজের সমর্থনে জানিয়েছেন তিনি কোনো সেক্সিস্ট কমেন্ট করেননি। তার কথাকে টুইস্ট করে অন্য রকম মানে তুলে আনা হচ্ছে৷তিনি বলেন লকডাউনে বিরাটের শেয়ার করা ভিডিওতে অনুষ্কাকে টেনিস বল নিয়ে বোলিং করতে দেখা গেছিল যেখানে ব্যাটিং করছিলেন বিরাট। সেই সূত্রেই কথাটা বলেছিলেন তিনি কিন্তু তার মন্তব্যকে টুইস্ট করে অন্য মানে খোঁজা হচ্ছে ।তবে নেটিজেনরা ইতিমধ্যেই গাভাস্কারের এমন মন্তব্যের পর আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে তাকে অপসারণের দাবি তুলেছেন।