সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ভার থাকবে সিবিআইয়ের হাতেই – রায় দিল দেশের শীর্ষ আদালত


অবশেষে বুধবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ঘোষণা করল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার থাকবে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছেই।

অবশেষে বুধবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট ঘোষণা করল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার থাকবে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের কাছেই।

বুধবার রায়দান করে সুপ্রিম কোর্ট জানায়, দীর্ঘদিন ধরে বিহার সরকার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের যে আর্জি জানায় তা বৈধ, উল্টোদিকে এর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের আর্জি একেবারেই যুক্তিহীন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের আর বদল হবে না, তাই মহারাষ্ট্র এর বিরুদ্ধে আবেদন জানাতে পারবে না, সিবিআইকে তদন্তের সমস্ত কাজে সহযোগিতা করতে বাধ্য থাকবে মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশকে।

সিবিআইয়ের হাতে অভিনেতা সুশান্ত সিংহের মৃত্যুর তদন্তে যাবতীয় রেকর্ড বিশদ বিবরণী দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকার ও পুলিশকে তিন দিনের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি জনতা।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ, Kaji Nazrul Islam sayings and quotes in Bengali

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ, Kaji Nazrul Islam sayings and quotes in Bengali

কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি , ঔপন্যাসিক, নাটককার , সংগীতজ্ঞ এবং...