খুন হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত – কুপার হাসপাতালের প্রত্যক্ষদর্শী স্বাস্থ্যকর্মীর দাবিতে চাঞ্চল্য



সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিন দিন আরও জটিল হচ্ছে। প্রতিদিন আসছে নতুন নতুন তথ্য, তার সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন, আড়াই মাস হয়ে গেলেও অপরাধী সামনে আসেনি,মুম্বাই পুলিশ দীর্ঘদিন তদন্তের পর জানিয়েছিল, সুশান্তের মৃত্যু আত্মহত্যাই, কিন্তু সুশান্তের পরিবার ও ভক্ত, বলিউডের কিছু ব্যক্তিত্ব ও রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব,বিহার পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে ছিল নারাজ,

এরপর সকলের দাবিকে সম্মতি জানিয়ে সুপ্রিম কোর্ট ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এর কাছে মামলার তদন্তের দায়ভার দেয়, তারপরেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। সম্প্রতি জানা গেছে সুশান্তের মৃত্যুর পর তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন , সুশান্তের শরীরে ছিল সুই ফোটানোর চিহ্ন, খুন হয়েছে সুশান্ত দাবি ওই ব্যক্তির।

খুন হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত - হাসপাতালের স্বাস্থ্যকর্মীর দাবি

তিনি জানান অভিনেতা সুশান্তের গলায় ১৫ থেকে ২০টা সুই ফোটানোর চিহ্ন ছিল এবং গলায় এক জায়গায় ছিল সেলোটেপ লাগানো, শুধু তাই নয় অভিনেতার পা ছিল ভাঙা
কুপার হাসপাতালে এই স্বাস্থ্যকর্মী এক সাক্ষাৎকারে নিজের পরিচয় গোপন করে জানান এইসব তথ্য, তার পরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

হাসপাতালের ওই কর্মী সুশান্তের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত লাশের সাথেই ছিলেন । তিনি পরিষ্কার জানান এটা আত্মহত্যা নয়, খুন। তিনি আরও বলেন মর্গে চিকিৎসকেরা আলোচনা করছিলেন সুশান্ত খুন হয়েছে। সুশান্ত সিং রাজপুতের বডি দেখেই তিনি বুঝেছিলেন এটা আত্মহত্যা।
আর তাই ময়নাতদন্তের রিপোর্ট দেখে অবাক হয়েছিলেন তিনি। তিনি হাসপাতালে রিয়া চক্রবর্তীকে সুশান্তের কাছে ক্ষমা চাইতেও দেখেন।

হাসপাতাল কর্মীর সাক্ষাৎকারের ভিডিও টুইটারে শেয়ার করে সুশান্তের বোন শ্বেতা লিখেছেন, ‘এমন খবর জেনে বারবার হৃদয় ভেঙে যাচ্ছে, তাঁর ভাইয়ের সাথে ওরা কী করেছিল তিনি জানেন না কিন্তু দোষীদের গ্রেপ্তার করা হোক আর্জি তার।

Recent Posts