নতুন পার্লামেন্ট তৈরীর প্রকল্পে জয়ী টাটা



সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এর তরফে বিভিন্ন সংস্থা থেকে দরপত্র আহ্বান করার পর সেই তালিকায় দেখা যায় নতুন সংসদ ভবন নির্মাণের বরাতে এগিয়ে আছে টাটা।প্রাথমিক পর্যায়ে আগ্রহ দেখিয়েছিল সাতটি সংস্থা। যার মধ্যে টেকনিকাল রাউন্ডে তিনটি সংস্থা উত্তীর্ণ হওয়ার পর আর্থিক বিড প্রক্রিয়ায়  এল অ্যান্ড টি , টাটা প্রোজেক্টস লিমিটেড অংশ নেয় । শাপুরজি পালুনজি চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করেনি। 


কম দর চাওয়ায় খুব সম্ভবত  বরাত দেওয়া টাটা প্রোজেক্টস লিমিটেডকেই। লার্সেন অ্যান্ড টুব্রো সংসদ ভবন তৈরির জন্য ৮৬৫ কোটি চায় যেখানে  টাটা প্রজেক্টস লিমিটেড জানিয়েছিল ৮৬১ কোটি ৯০ লক্ষ টাকায় তারা নির্মান করতে পারবে সংসদ ভবন। 


বর্তমান সংসদ ভবনের কাছে তৈরী এই সংসদ ভবনটি তৈরী করতে সময় লাগবে এক বছর ,ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনটি গড়ে উঠবে  পার্লামেন্ট হাউস এস্টেটের ১১৮ নম্বর প্লটে।  ১৯২১ সালে থেকে টানা ৬ বছর ধরে গড়ে ওঠা ব্রিটিশদের আমলের ভারতের উল্লেখযোগ্য ভবন সংসদ ভবনটি আকারে গোলাকৃতি। এই ভবনটি মেরামত করে অন্য কাজ করা হবে বলে জানা গেছে।


২০২০ র শুরুতে সরকারের তরফে জানানো হয় বর্তমান সংসদ ভবনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে খারাপ হয়ে গেছে, খুব বেশি সংখ্যক সাংসদের বসার স্থানও নেই। ২০২২ এ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার পূর্বেই নতুন সংসদ ভবন তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

Recent Posts