গাধা ও সিংহের চামড়া – ঈশপ এর গল্প | The Donkey In Lion’s Skin Story in Bengali


একদিন এক গাধা বনের মধ্যে ঘুরছিলো। হঠাৎ সে দেখতে পেলো একটা সিংহের চামড়া পরে আছে। কোন শিকারী হয়তো ফেলে গেছে। গাধা তো মহা খুশি। সে সিংহের চামড়াটা গায়ে দিয়ে ভাণ করতে লাগলো সে পশুরাজ সিংহ। বনের সব পশুপাখী তাকে সিংহ ভেবে ভয় পেতে লাগলো।গাধা নিজেকে নিয়ে খুব গর্ব করতে থাকলো, সে নিজেকে সত্যিকার বনের রাজা ভাবতে লাগলো। খুশিতে সে যেই না নিজের মুখ খুলেছে, ওমনি মুখ থেকে বেরিয়ে এলো গাধার ডাক।

ঠিক সে সময় সেদিক দিয়ে যাচ্ছিল শেয়াল। গাধা শেয়ালকেও ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু শেয়াল হাসতে হাসতে বললো-‘বন্ধু তোমার গলার আওয়াজেই তোমাকে চিনতে পেরেছি, নইলে কখন ভয়ে পালাতাম!’

উপদেশঃ পরিচ্ছদ কারও আসল পরিচয় নয়।

Source of English story

The Donkey In Lion’s Skin Story in Bengali Video

Next Story
শেয়াল আর কাকের গল্প | The Fox and the Crow Story in Bengali

Previous Story
পিঁপড়ে ও ফড়িঙ – ঈশপ এর গল্প | Ant and Grasshopper Story in Bengali

Recent Posts