সুপারস্টার দেব ও পড়ান বন্দ্যোপাধ্যায় এর নতুন গ্রীষ্মের ছবি টনিকের পোস্টার রিলিজ হয়েছিল কয়েকদিন আগে. কাল রিলিজ হয়ে গেলো সিনেমার পোস্টারটি. শিবপ্রসাদ ও নন্দিতা এর ঘোরার ছবি বলে মনে হলো কিছুটা যদিও বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে এরম এডভেঞ্চার ভর্তি সিনেমা আগে হয়নি বাংলায়. দেখে নিন টিসারটি নিচে –
এক বৃদ্ধ মানুষের জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়েই এই ছবি. কিভাবে এক একলা বৃদ্ধ ও তার একাকিত্বের সাথে যুদ্ধ করার জন্যে এক যুবক এসে তার জীবন বদলে দেয় সেই নিয়েই কাহানি.