আবহাওয়া বিদরা আগেই জানিয়েছিলেন সপ্তাহের শুরুতেই শীতের দাপট শুরু হয়ে যাবে, সোমবার সকাল থেকেই সেই অনুমান মিলে গেছে। গত ৪৮ ঘন্টায় যেখানে ৭ ডিগ্রি কমেছে শহরে তাপমাত্রা সেখানে সোমবার সকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ১৫.৫ ডিগ্রি।দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও কমেছে৷ আগামী ২-৩ দিন শীত বজায় থাকবে৷
রবিবার থেকেই শীতের আমেজ শুরু হয়ে গেছে কলকাতায়৷ সোমবার আকাশে মেঘ থাকবে না৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৫ ডিগ্রি, আজ তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যেই থাকবে৷ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ২৭.৮ ডিগ্রি ছিল। জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।
শনিবার কলকাতার তাপমাত্রা নেমেছিল ২২ ডিগ্রি।তবে কলকাতার তুলনায় জেলায় পারদ আরও নামবে। তবে ২-৩ দিন পর তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ২৩থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা যে অনেকটাই নামবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। গত সপ্তাহে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টি দেখা গেছে। তবে সোমবার থেকে তাপমাত্রার পারদ নামবে হু হু করে, পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে উত্তর-পশ্চিম ভারতে।
আগামী ৪৮ ঘন্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাত দেখা যেতে পারে। এছাড়া আরবসাগর ও বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণিঝড় সোমালিয়ায় আছড়ে পড়তে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় তামিলনাডু উপকূলের দিকে যাবে এবং ধীরে ধীরে তা শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলে বুধবার নাগাদ আছড়ে পড়তে পারে। বুধবার প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে তামিলনাড়ু উপকূলে।