বুধবার থেকে রাজ্যে চালু লোকাল ট্রেন পরিষেবা



দীর্ঘ প্রতীক্ষার পর, আন্দোলন বিক্ষোভ, মিছিলের পর অবশেষে চালু হচ্ছে লোকাল ট্রেন। আগামী বুধবার থেকে চালু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা। সোমবার নবান্ন বৈঠক হবে রেল ও রাজ্যের। যেখানে নতুন বিধি এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বুধবার হাওড়া এবং শিয়ালদায় মোট ট্রেন চলবে ৩৬২, যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে। 


পুরনো সময়সূচি অনুযায়ী চলবে ট্রেন, সব স্টেশনে দাঁড়াবে না ট্রেন। বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী গ্যালপিং ট্রেন চালানো হবে। আপাতত হাওড়া ডিভিশনে চলবে ১০১ টি  ট্রেন, শিয়ালদহতে ২২৮ এবং খড়গপুরে ৩৩ টি। দীর্ঘদিন ধরেই রেল ও রাজ্যের বৈঠক হচ্ছে , যাতে বিভিন্ন মতভেদ দেখা যাচ্ছিল। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি অনেক দিন আগে থেকেই প্রটোকল মেনে লোকাল ট্রেন চালুর কথা জানাচ্ছিলেন।

 আগের বৈঠকে জানানো হয়েছিল ট্রেনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে, ১২০০ র জায়গায় ৬০০ যাত্রী নিয়ে চলবে ট্রেন। মাস্ক,  স্যানিটাইজার এর ব্যবহার করতে হবে। মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর সমস্ত বিধি মেনে পরিষেবা চালানো সম্ভব হয়েছে।  ভিড়ও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার পর সমস্ত বিধিনিষেধ মেনে কতটা লোকাল ট্রেন পরিষেবা  চালানো যাবে তা নিয়ে সংশয় থাকছেই।

নিউ নর্মালে সমস্ত পরিষেবা মোটামুটি চালু হওয়ার পরও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বহু নিত্যযাত্রী সমস্যায় পড়েন, কাজে যাওয়ার ক্ষেত্রে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অনেকেরই অনেক বেশি টাকা ব্যায় হচ্ছিল গাড়িভাড়ায়। প্রায়দিনই রেল স্টেশন অবরোধ, বিক্ষোভ চলছিল। অবশেষে লোকাল ট্রেন পরিষেবা চালুর খবরে আনন্দিত সাধারণ মানুষ।

Viral Telegram Channel 🔥

Recent Posts