রাজ্যে করোনা আক্রান্তের তুলনায় বাড়ছে সুস্থতার হার



দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও রাজ্যে উৎসবের মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছিল প্রতিনিয়ত, তব গত দুদিন ধরে রাজ্যে আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি।দুর্গাপুজোর সময় যে আক্রান্তের সংখ্যা বাড়বে তা আগে থেকেই আন্দাজ করা হয়েছিল, সেই আন্দাজ মিলে যায় এবং দশমীর আগে পর্যন্ত রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছিল চার হাজার। তবে শনিবার রাজ্যের করোনা গ্রাফ কিছুটা শান্তি দিচ্ছে। শনিবার রাজ্যে মোট আক্রান্তের থেকে বেড়েছে সুস্থতার হার।

শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪০৪৯ জন, অপরদিকে আক্রান্ত হয়েছেন ৩৯৯৩ জন। 
বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার কমেছে অনেকটাই, তবে পশ্চিমবঙ্গে লাগাতার যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে চিন্তা বাড়ছিল স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৩ জন,অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৯ হাজার ৯৩৭ জন। রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ রোগীর  সংখ্যা  ৩৬ হাজার ৮৮৬ জন।

সংক্রমণের নিরিখে প্রথমেই আছে কলকাতা, তারপর উত্তর চব্বিশ পরগণা, উভয় জেলাতেই গত ২৪ ঘন্টায় সুস্থতার হার বেড়েছে। শনিবার এই দুই জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০০ র বেশি। ৯০০ র কাছাকাছি মানুষ সুস্থও হয়েছেন গত ২৪ ঘন্টায়। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে আছে দক্ষিণ চব্বিশ পরগণা এবং হাওড়া। উভয় স্থানেই একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫০। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, মালদা প্রভৃতি স্থানে একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০।

Recent Posts