বেশ কয়েকদিন ধরেই ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একজনকে ভীষণ ভাবে দেখা যাচ্ছে, অনেকেই শেয়ার করছেন মাথায় টুপি, হাতে ঝুড়ি নিয়ে সাদা চুল, লম্বা কান, বৃহৎ নাক বিশিষ্ট মিষ্টি এই বামনাকৃতি বৃদ্ধার ছবি ,যার নাম ‘এলফ অফ লাক’। অনেক সিরিজে, যেমন হ্যারি পটার যারা পড়েছেন বা দেখেছেন তারা এলফ এর সম্পর্কে অবগত।
ফেসবুকে শুধু যে তাঁর ছবি শেয়ার হচ্ছে তাই নয় তার সাথে আছে একটি ক্যাপশন, যেখানে বলা হচ্ছে কেউ যেন এড়িয়ে না যায়, এই ছবি শেয়ার করলে ২৪ ঘন্টার মধ্যে ভালো খবর মিলবে। যারা এসবে বিশ্বাস করেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করছেন এই ভাগ্যদেবীর ছবি। অনেকেই ভাবছেন কে ইনি।এলফ হল সরু কান বিশিষ্ট ক্ষুদ্রাকায় জীব যার আছে ম্যাজিক্যাল পাওয়ার। এলফ অফ লাকের মানে হল যিনি ভাগ্য পরিবর্তন করতে পারেন।এলফ দুধরনের হয়ে থেকে, সাদা এলফ এবং কালো এলফ, সাদা এলফ ভাগ্য ফেরাতে পারে আর কালো এলফের প্রভাবে জীবনে মন্দ প্রভাব পড়তে পারে।
ফেসবুকে অনেকেই এই ছবি শেয়ার করছেন যাতে তাদের ভাগ্য ফেরে। তবে অনেকে কিন্তু উলটোটাই বলছেন যে এই ছবি শেয়ার করলে ভালো নয় বরং নেতিবাচক ঘটনা ঘটতে পারে। তবে বর্তমান সময়ে ফেসবুকে নানা গুজব ছড়িয়ে যায় যা মানুষ বিশ্বাসও করে নেয় নিমেষে, কারণ এখনও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে পারেন নি অনেক মানুষ। এই ছবিটি এখনও পর্যন্ত শেয়ার করছেন কয়েক মিলিয়ন মানুষ।
বিশ্বজুড়ে করোনার দাপটে মানুষের জীবনের অনেক সমস্যা নেমে এসেছে, নানা যন্ত্রণা, আতঙ্ক, সবকিছুতে মানুষ ভেঙে পড়েছে, এই অবস্থায় এই ছবি দেখে আবার সমস্ত কিছু আগের মতো ভালো হওয়ার আশা য়, করোনামুক্ত পৃথিবীর আশায় বহু মানুষ এই ছবি শেয়ার করছেন৷তবে ভাগ্য ফেরানোর জন্য পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরী। কারণ ভগবানও তাদেরই সাহায্য করে যারা নিজেদের প্রতি বিশ্বাস রাখে।