ব্যর্থ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Quotes on Sad love in Bengali  


 প্রেমে ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ নয়, কারও জন্যই জীবন আটকে থাকেনা কখনও; কারণ শুধুমাত্র একজন ব্যক্তির উপস্থিতির উপর ভিত্তি করে আমাদের জীবন নির্ধারিত হয় না। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ব্যর্থ প্রেম” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

ব্যর্থ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

ব্যর্থ প্রেম নিয়ে ক্যাপশন, Painful sad love captions in Bangla

  • আমাদের প্রেম তখনই ব্যর্থ হয়, যখন আমরা একে অপরকে ভালোবাসতে ব্যর্থ হয়ে পড়ি।
  •  প্রেমের ব্যর্থ হওয়ার পরও যা থেকে যায় তা হল একজনের বুক ভরা ফিরে যাওয়ার আশা আর অন্যজনের সারা শরীর জুড়ে অহংকার।
  • সে তো আমায় ছেড়ে চলে যাওয়ার সময় আমার একটুকরো হৃদয় নিয়ে চলে গেছে। লোকে বলে আমার প্রেম নাকি ব্যর্থ হয়ে গেছে, তবে আমি বলি যে সে-ই ব্যর্থ।
  • আমার এই জীবনে সবচেয়ে দুঃখের বিষয় টি হলো এই যে আমি তোমাকে ভালোবাসি, কেন না আমি তো জানি তুমি আমাকে আমার ভালোবাসার বিনিময়ে ভালোবাসতে পারবে না।
  • আমি নিজের মনটাকে নিয়ে খুব গর্বিত কারণ এটা হাজার বার ভেঙে যাওয়ার পরও কিভাবে যেন এখনো ঠিক ভাবে কাজ করছে।
  • একদিন তুমিও আমাকে নিজের চোখে হারাবে, যেমনটা আজ আমি তোমায় হারাচ্ছি।
  • ভুল কোনো ব্যক্তির সাথে থাকার চেয়ে একাই থাকাই শ্রেয়।
  • প্রেম বাঁচিয়ে রাখতে কখনও অন্যকে খুশি করতে গিয়ে নিজের সম্মান পরিত্যাগ কোরো না।
  • অপরিচিত থেকে প্রেমিক প্রেমিকা হয়ে আবার এখন ব্যর্থ প্রেম নিয়ে একে ওপরের অজানায় পরিণত হলাম।
  • কত ব্যর্থ প্রেমের গল্প লেখা থাকে উপন্যাসের পাতায়, পরিণতি বেদনার হলেও, প্রেমের শহরে ব্যর্থ প্রেম জনপ্রিয়র তালিকায়।
ব্যর্থ প্রেম নিয়ে ক্যাপশন

ক্রিকেট নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Beautiful quotes and captions about cricket in bengali 

ব্যর্থ প্রেম নিয়ে স্ট্যাটাস, Thoughtful lines about failure in love

  • আমরা নিজেদের যতটাই পূর্ণবয়স্ক মানসিকতা সম্পন্ন হিসেবে দেখানোর চেষ্টা করি না কেন, আমাদের প্রেম ব্যর্থ হওয়ার পর আমরা সবাই কেমন যেনো বাচ্চা হয়ে যাই।
  • প্রেম স্বর্গের মতো অনুভূত হয়, কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা যেন নরকের চাইতেও বেশি পীড়া দেয়।
  •  প্রেম কাউকে কখনো আঘাত করে না, তবে প্রেমিকা বা প্রেমিক যদি ভুল ব্যক্তি হয় তবে অনেক আঘাত পেতে হয়।
  • কিছু কিছু মানুষ শুধু একে অপরকে ভালোবাসার জন্যই তৈরি হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে এক সাথে থাকার জন্য সহজে তৈরি হতে পারেনা।
  • আমার ব্যর্থ প্রেম নীরবে কাঁদে বিরহের জ্বালা বুকে বেঁধে, দুখের সাগরে ডুবে ভেসে উঠি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে, মুচকি হাসে নিন্দুকের দল কানাঘুষো করে হাজার কথা নিয়ে, বিদ্রুপের হাসি কুরে কুরে খায় আমার অতৃপ্ত আত্মাকে, এলোপাথারি ভাবনা বিধস্ত করে প্রতিনিয়ত আমাকে, আর প্রতিটি কোষে, প্রতিটি শিরায়, বহে আমার ব্যর্থ প্রেমের যন্ত্রণা।
  • আমি হেসে হেসে সকল ব্যাথা সয়ে নিয়েছি, ব্যর্থ প্রেমের কবিতার মঞ্চ গড়েছি । এই আমিটা তোমার তরে করেছি সব শেষ, বিরহী মনের ছন্দ নিয়ে এইতো আছি বেশ।
  • ব্যর্থ প্রেমের কবি আজই ছন্দমিলেই কাটাই দিন, প্রেমে ভরা হৃদয় আমার মরুপ্রান্তর জনহীন!
  • কষ্ট দিয়ে কিসের এত সুখ পেলে ,একাকিত্ব কি ভাল আমার চেয়ে ।আজ আমার সময় কাটে বিষন্নতায় ,প্রতিটি মূহুর্ত থাকে অমানিশার আঁধারে ডুবে ।না ভাল লাগে গান , না ভাল লাগে কবিতা, তোমার শুন্যতা কি দিয়ে পাবে পরিপূর্ণতা ।
ব্যর্থ প্রেম নিয়ে স্ট্যাটাস

কল্পনা নিয়ে  উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ, Imagination and Fantasy Quotes, Status, Captions, Poems in Bengali 

ব্যর্থ প্রেম নিয়ে কবিতা ও ছন্দ, Shayeri and poems on Sad Love

  • বাহিরে অবিরত পানি বর্ষণ ছিল, পেরিয়েছে বর্ষাকাল, মনে পড়ে কি সেই শীত নীরব রাতে, দুটি পাখি গায়ে একটা শাল । আমিই যে তোমার প্রথম ভালবাসা তুমি কিভাবে ভুলে গেলে । সেই দিনটা যেন বর্ষার হয় তুমি আমি ভেজা থাকি বৃষ্টিতে।
  • প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়, আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি, দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়,আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে ,এক অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই।
  • আমার না হয় এভাবেই কেটে যাবে নির্ঘুম, রাতগুলো, তোমার চোখে তবু ঘুম থাকুক পূর্ণ।বিশ্বাসের ঘরে আগুনের লীলা খেলায় ঠকালে ,না হয় সব কষ্ট আমিই নিলাম, তুমি থাক সুখে ।
  • তোমাকে একদিন না দেখার আশায় নির্জনতার আঙিনায় যেন ধড়পড় করে আমার বুক।তুমি আমার পাশে থাকলে আমি চাই দুপুরের পড়ন্ত রোদে ইলশেগুড়ি বৃষ্টি নামুক।
  • ব্যর্থ প্রেমের কবিতা জুড়ে অপেক্ষারত শব্দের মিছিল; ভারাক্রান্ত মন ছন্দ খোঁজে আনকোরা স্মৃতির ভিড়ে; বৃষ্টিভেজা চোখের পাতায় মন্দবাসার জমাট ক্ষত; মাঝ রাতের আত্মকথায় ছদ্মনামই দীর্ঘশ্বাস!
  • প্রেমের শীতে একলা ঘরে ঘনিয়ে এলো ঝড়, মনের ভেতর মন থাকে না, আর ঘরের ভিতর ঘর, দুজনের ব্যর্থ প্রেমের এক যুগ হলো পার, কলম সৈনিক হাঁফিয়ে গেছে, কবিতাও নেই আর। কষ্ট আছে বুকের ভেতর, খানিকটা ভাগ তার প্রেমের সন্ধ্যে নামার আগেই মুখোমুখি আবার।।
  • কত ব্যর্থপ্রেম রোজ শহরজুড়ে ভিড় জমায়, কত ব্যর্থগল্প নতুন করে বাঁচতে শেখায়। বন্ধুত্ব নাম নিয়ে কত ভালোবাসার সম্পর্ক রোজ এই শহরে হারায়, কত ব্যর্থ প্রেমের কবিতা আমার পোড়া হৃদয়ে নতুন করে আগুন লাগায়।
  • অন্ধকারে অজানা একটা চিৎকার ছিল; একটা শরীর ছিল ঘাসে। ব্যর্থ প্রেমিকের দাবী প্রেম খুঁজেছিল, জীবন্ত এক লাশে ৷
  • আমি হেসে হেসে সকল ব্যাথা সয়ে নিয়েছি, ব্যর্থ প্রেমের কবিতার মঞ্চ গড়েছি । এই আমিটা তোমার তরে করেছি সব শেষ, বিরহী মনের ছন্দ নিয়ে এইতো আছি বেশ।
  • কত ব্যর্থ কাব্যে, আজও প্রেমিক নায়ক সাজে – কত ব্যর্থ অভ্যাসে, অপ্রেমিকা আজও ভরসা খোঁজে।
  • কিছুতেই তুই বুঝলি না,অবশেষে আমি ও তাই চুপ করে রইলাম,জানি তুই আর বুঝবি না, আগের মতো হয়ে ফিরবি না, সময়টা যে পাল্টে গেছে, নতুনের কাছে পুরোনো ভালোবাসা যে ব্যর্থ হয়ে গেছে, তাই আর অন্ধমায়ার বাহির বাঁধনে জড়িয়ে থাকতে চাইলাম না।
  • অনুভূতিরাও আর জানায় না আবেদন, প্রেমিকার অচল ঘড়ির কাছে, সেও হয়েছে মত্ত…. সংরক্ষণের ব্যভিচারে নষ্ট সেলফোনের ছাঁচে।
  • চোখে চোখ রেখে, অপলক দৃষ্টিতে, চেয়ে আছো নিস্তব্ধে…. পেরিয়ে গেছে কত বছর, খ্রীষ্ট পূর্ব থেকে খ্রিষ্টাব্দে আজ ব্যস্ত তুমি; আমিও নেই প্রেম নিবেদনে রত । হারিয়ে গেছে দায়িত্ব,  সেলফোনের ব্যাটারির মত।
  • ভাগ্যের পরিহাসে ব্যার্থ আমি, অসম্পূর্ণ মোর ভালোবাসাও, চেষ্টাদের ভীড়ে বন্দি তুমি খোঁজো মুক্তির স্বাদ। রাখবো না আর আটক করে মুক্তি দেব আজি, দূরত্ব সামলেও দেখবো তোমায়, দেখবো তাতেই খুঁজবো সুখটা ঠিকই।
  • আজও রোজ রাতে বৃষ্টি হয়ে কষ্ট আমার ঝরে, তুমি ফিরবে বলে দাঁড়িয়ে থাকি বৃষ্টি ভেজা রাতে। অনুভবের সাত রঙে আজও তোমায় আঁকি, বুকের মাঝে তোমায় আমি বৃথাই আগলে রাখি।।
  • চাপা ঠোঁটে মৃদু হাসির আড়ালে, হাজার হাজার ব্যর্থ প্রেমিকার অভিশাপ, আসল প্রেমিকা তো সেই, সম্পর্কের শেষ সীমাতেও করে দিতে পারে যে মাফ।
  • আমি কেবল তোমাতে হয়েছি হারা, দুপুর গুলো আবেগ পাতায় মোড়া ৷ এপথ ভুলে তুমি গেছো ফিরে, বিকেলে যত অভিমান ধরে ঘিরে ৷ আমি আজো তোমায় বুকে নিয়ে, রাত গুলোকে দিয়েছো নোনাজলে ধুয়ে ৷
  • ব্যর্থ প্রেমের দিব্যি, আমি লেখিকা হতে চাইনি, আমি শুধুই ভালোবাসা চেয়েছিলাম, যা কোনোদিনও পাইনি।
  • যে থাকার সে অকারণেই থেকে যাবে, যে না থাকার সে হাজারো না থাকার কারণ দিয়ে চলে যাবে ৷
  • কত ব্যর্থ জীবন, ব্যর্থতার কারণ খোঁজে, কত ব্যর্থ স্বপ্ন, নতুন করে স্বপ্ন দেখে। কত ব্যর্থ প্রেম, নতুন প্রেমের ছোঁয়া খোঁজে। হারিয়ে যাওয়ার পরই কেনো তার মর্ম বুঝে!
  • কত ব্যর্থ প্রেমের গল্প, সাফল্যের খোঁজে আজ দাঁড়িয়ে আছে সমাপ্তির কিনারায়। কত ব্যৰ্থ লেখক, আজ কলম ছেড়ে অন্ধকার এক নির্জনতার ভিড়ে হারায়।
  • ব্যর্থ প্ৰেম! কি অদ্ভুত না দুটো শব্দ এতেই সবাই আবার হয়ে বসে আছে জব্দ। প্রেম কি কখনো ব্যর্থ হতে পারে? ভালোবাসা কোনো খেলা নয়, তার না আছে জয়, না আছে কোনো পরাজয়।
ব্যর্থ প্রেম নিয়ে কবিতা ও ছন্দ

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ব্যর্থ প্রেম” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...