বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন খোঁজ নিলেন বিগ বি


বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো আছেন এখন। স্নায়বিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তা থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন অভিনেতা । 
শনিবার থেকে সোমবার পর্যন্ত  শারীরিক অবস্থার কোনও  অবনতি দেখা অভিনেতার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে কোভিড আইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে।  হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, আগের থেকে সুস্থবোধ ও করছেন। মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে তাকে।  

 ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগে থেকেই সিওপিডি র সমস্যা ছিল, এখন তিনি করোনামুক্ত কিন্তু তাও স্নায়বিক সমস্যার জন্য স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ার প্রভাবে কাশতে পারছেন না তিনি, এমনটাই জানিয়েছেন  হাসপাতালের ১৬ সদস্যের যে মেডিক্যাল বোর্ডের প্রধান  চিকিৎসক ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর।  


সৌমিত্রবাবু কেমন আছেন জানতে চেয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। বেসরকারি হাসপাতালের  নানাবতী হাসপাতালে চেকআপের জন্য যাওয়ার পর অমিতাভ বচ্চন জানতে চান সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন।চোখ খোলার পর থেকেই কথা শুনছেন এবং বুঝতে পারছেন তিনি। কথাও বলছেন সামান্য। রাতে ভালো ভাবে ঘুমাতে পারেন। মিউজিক থেরাপি চলছে তার। 

অভিনেতার পছন্দ অনুযায়ী রবীন্দ্রসঙ্গীত, এছাড়াও তাঁর সিনেমার গান শুনছেন তিনি, সাড়াও দিচ্ছেন । 
এখনও কিছু পরীক্ষা বাকি যা আগামী ২-৩ দিনের মধ্যেই করা হবে।কয়েকদিনের মধ্যেই অভিনেতা আরও সুস্থ হয়ে উঠবেন আশাবাদী চিকিত্‍‌সকরা।

Viral Telegram Channel 🔥

Recent Posts