১০০+ Missing Day বার্তা, মিস ইউ মেসেজ, স্টেটাস, বাণী – বাঙ্গালী Missing Day quotes, Miss You Quotes, Lines, Shayari


রিলেশনশিপ বা সম্পর্কের বাঁধনে মাঝে মাঝে গিঁট আলগা হতেই পারে, এই সময় গুলির জ্ঞানের আমরা নিয়ে এসে গেছি কিছু উক্তি ও শায়ারি নিয়ে যেগুলির মাধ্যমে আপনি আপনার দুঃখ কষ্ট গুলো ব্যক্ত করতে পারবেন.

Contents

 miss-u-gf-poem-bengali-bongquotes
Pin it

মিস ইউ বন্ধু এসএমএস, Miss You Quotes in Bengali

Missing Day 1
Pin it
Missing Day 2
Pin it
Missing Day 3
Pin it
Missing Day 4
Pin it
Missing Day 5
Pin it
  • জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
  • সবচেয়ে বাজে অনুভুতিটা তখনি হবে,যখনআপনি কাউকে খুব মিস করবেন,তারসাথে কথা বলতে চাইবেন,কিন্তুসেইমানুষটি আপনার কোন কথায় সাড়া দেবে না।
  • তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনো-ই পাই না।তুমি আমার সেই রাজকন্যা যাকে সপ্নে দেখেছি কখনো পাইনি খুঁজে।
  • আমাকে মিস করার মত সময়হয়তো তোর হবে না জানি ……কারণ, তোর পৃথিবীতে আমি ছাড়াওআরো অনেকে আছে …….কিন্তু আমার পৃথিবীতে তুইছাড়া আরকেও নেই তাইতো আজওতোকে অনেক মিসকরি ….
  • কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,যেখানে আছো যেভা আছো,ভালো থেকো তুমিমন চাইলে খবর নিও কেমন আছি আমি।
  • যখন তোমায় মনে পরে মনজে আমার কেমনকরে…..তকে মিস করচি ভীষন……।যত দিন এদেহে প্রান আছে তকে বুধহয় আমারভুলে থাকা সম্ভব নয়।
  • ভুলে গেলেযেতে পারো,বাঁধা দিবো না ..জোর করে কিছু,পাওয়া যায় না ..মন থেকে miss করি, মুখ থেকে নয় !জীবনের শেষ মুহূর্তে,যেন একবার দেখা হয় ……
  • ভালোবাসার মাঝে সুক আছে।ভালো থাকার মাঝে কষ্ট আছে।দূরে রাখার মাঝে টান আছে।মনে রাখার মাঝে প্রান আছে। তাইমনে রেখ আমায় চিরদিন।
  • মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই,কারন তোমাকে ভালোবাসি বলে ।নিরবে নিজে ও কষ্ট পাই,তোমাকে মিস করবো বলে ।তোমাকে যখন মিস করি,তখন পৃথিবীকে এড়িয়ে চলি ।কারন, তখন আমার সবঅনুভূতি জুড়ে শুধুই তুমি ..
  • শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধুতোমাকে খুঁজে বেড়াই. যদিও তুমি অনেকদুরে, তবুও রেখেছি তোমায় মন পাঁজরে.নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচতা তোমার কাছে আজও গোপন..!!
  • কতো দিন হাঁটা হয় নি হাঁতে রেখে হাঁত,কতো দিন একসাথে দেখা হয় নি চাঁদনী রাত ।কতো দিন বসা হয় নি পাশা – পাশি,কতো দিন দেখা হয় নি তোমার দুষ্ট মিষ্টি হাঁসি ।ভিষণ মিস করছি তোমাকে ।
  • রাখবে কি আমায় মনে?বলবে কি আমার কথা?বুঝবে কি আমার ব্যাথা?ভাববে কি আমায়?পড়বে কি মনে আমায়?,,যেই দিন থাকবো না এই পৃথীবীতে।
  • মানুষ জীবনে দুইবার বদলায়:প্রথমবার : যখন সে প্রেমে পড়েদ্বিতীয়বার : যখন সে তার মনেরমানুষকে হারায়……♡
  • চাই না ফুল , শুকিয়ে যাবেচাই না তাঁরা , লুকিয়ে যাবেচাই না মেঘ , ঝরে যাবেচাই না ভালোবাসা , হারিয়ে যাবেচাই একটা মনের মত বন্ধু ,,যে আমাকে সব সময় মিস করবে___
  • অনেক miss করছি ,মন পাখি তোরে ..কোথায় আছিস কেমন আছিস ,আমার চোখের আড়ালে …শুনতে ইচ্ছে করেতোর মিষ্টি সুর ,বলনা পাখি তুইকোথায় আছিস কতো দূর
  • এখন ও তোমায় খুঁজি হাজার লোকেরভিড়ে,
    এখন ও তোমার সেই আসন! আমার
    হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও
    আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে
    তোমায় খুঁজি….. ___আই মিসস ইউ
  • মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
  • আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না।
  • একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে।
  • আজ হারিয়েছি,কাল খুঁজবো আজ পাইনি,কাল পাবো আজ হেরেছি, কাল জিতবো।আমি আবার ফিরে আসবো,
  • ঠিক তোমার মনের মত।
  • গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে।,, I miss you.,,
  • মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে এতটা miss করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি।
  • মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষণ কাঁদায়। আনমনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।
  • যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না।কিন্ত এই ভেবে সান্ত্বনা পাই যে,দুজনে এক আকাশের নিচেই তো আছি
Missing Day 6
Pin it
Missing Day 7
Pin it
Missing Day 8
Pin it
bengali alone sad missing shayari
Pin it

মিস ইউ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি না বলা ভালোবাসার কিছু কথা সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

Missing Day 9
Pin it
Missing Day 10
Pin it

Missing Day বার্তা, Missing Day wishes in Bangla

Missing Day 11
Pin it
Missing Day 12
Pin it
Missing Day 13
Pin it
  • তোমার অভাবটা আজ যেন একটু বেশিই টের পাচ্ছি!” Miss you my love
  • “শূন্যতা কখনো এত ভারী লাগেনি, যতটা আজ লাগছে!” I really miss you
  •  “মন বলছে, যদি এখনই তোমার দেখা পেতাম!” I really miss you
  • “অপেক্ষা শুধু তোমার একটুখানি উপস্থিতির!”Miss you my love
  • “দূরত্ব শুধু জায়গার হয়, মনের নয়—তবু খুব মিস করছি!”
  • “তোমার সাথে কথা বলার ইচ্ছে যেন আজ আকাশ ছুঁয়েছে!” I really miss you
  • “মনে হচ্ছে সময়ের চাকা পেছনে ঘুরিয়ে নিয়ে যাই!”Miss you my love
  • “তোমার হাসিটা ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগছে!” I really miss you
  • “কিছু অনুভূতি ভাষায় বোঝানো যায় না, যেমন তোমার জন্য এই অভাব!”Miss you my love
  • “ভীষণ ইচ্ছে করছে, একবার যদি দেখতে পেতাম তোমায়!”খুব মিস করছি তোমায় 
  • “আজ যেন মনটা শুধুই তোমার কথা ভাবছে!”খুব মিস করছি তোমায় 
  • “সব কিছু আছে, শুধু তুমি নেই—তাই সবটাই ফাঁকা লাগছে!”Miss you my love
  • “তোমাকে ছাড়া হাসিটাও কেমন ফিকে লাগে!”খুব মিস করছি তোমায় 
  • “আকাশটা আজ একটু বেশিই ফাঁকা মনে হচ্ছে!”খুব মিস করছি তোমায় 
  • “তোমার কথা মনে পড়লেই হৃদয়ে একরকম ব্যথা বাজে!”Miss you my love
  • “কিছু অনুভূতি বোঝানোর জন্য শব্দ কম পড়ে যায়!”খুব মিস করছি তোমায় 
  • “মন চাইছে, সময়টা তাড়াতাড়ি কেটে যাক, যেন তোমার সাথে দেখা হয়!”Miss you my love
  • “এই দূরত্বটাকে যদি মুছে ফেলতে পারতাম!”খুব মিস করছি তোমায় 
  • “তোমার সান্নিধ্যই যে সত্যিকারের আনন্দ!”খুব মিস করছি তোমায় 
  • “তোমার জন্য অপেক্ষার প্রতিটা মুহূর্তই দীর্ঘতম!”Miss you my love
Missing Day 14
Pin it
Missing Day 15
Pin it
Missing Day 16
Pin it

মিস ইউ শায়েরী, Missing Shayari in Bengali Font

Missing Day 17
Pin it
  • এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন। আমার হৃদয় জুড়ে,হৃদয় জুড়ে অস্থিরতা
  • এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি।
  • মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
  • আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋণ,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না……
  • প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃস্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।
  • জানিনা কিভাবে তোমার দেখা পাবো জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায়।
  • একটু খানি শোন একটু আমায় জানো.. একটু খবর নিয়ো,, একটু যখন একা, একটু দিয়ো দেখা,, একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ।
  • প্রেমে পরলে এই দোয়া পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দোয়া পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দোয়া পরতে হয় “I MISS YOU”
tor jonne byakul ami quotes
Pin it

মিস ইউ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি ও ছবি সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

Missing Day 18
Pin it

মিস ইউ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, Bangla Miss You Whatsapp status and captions in Bengali

Missing Day 19
Pin it
  • তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u
  • তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss U_______
  • টিপ টিপ বৃষ্টি পরছে অঝোরে আজ সারা দিন ধরে____ বিষণ্ণ ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পরে____
  • মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন। তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও Miss করব তোমায় জীবনভর….
  • মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন। তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও Miss করব তোমায় জীবনভর….
  • কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
  • নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
  • কেমন আছ জানতে চাই,, মোখের কথাও শুনতে চাই। আমি আচি খুবভাল,, তুমি কেমন? তাই বল….I miss you..?
  • বাতাসের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ। আমি আছি অনেক দূরে সঙ্গে অনেক কাজ। বাতাস তুই একটি কথা বলে দিস তাকে, আমি তাকে মিস করছি হাজার কাজের ফাঁকে।
  • আজ অনেক বৃষ্টি ঝরছে তোমায় খুব মনে পড়ছে,বৃষ্টি তে আজ ভিজব না সুখে দের আর কুজব না,বৃষ্টি মিস করছে আমায় আমি মিস করছি তোমায়… I Miss You Very Much….??
  • প্রেমে পরলে এই দুআ পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় I HATE YOU তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয়”I MISS YOU”?
  • রাতের বুকে চাঁদের আলো,আমি তো নেই ভাল।তুমি আমার কত আপন,তোমার জন্য কাঁদে এ মন।তাই জানতে চাই আছো কেমন??
  • প্রতিক্ষণে পড়ে মনেতোমার কথা,তোমার জন্যআমার এতো ব্যাকুলতা।হারিয়ে যাইভাবনার সাগরেতোমায় ভেবে।মনের ঘরেস্বপ্ন সাজাইতোমায় নিয়ে।কেনো থাকোআমায় ছেঁড়েদূরে দূরে,আমিতো পারিনাএক মুহূর্তথাকতে তোমায় ভুলে।তুমি হীনানিঃশ্ব লাগে নিজেকে।শুন্যতাআসে নেমেএই হৃদয় জুড়ে?
  • আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাইহায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াইমনে কি পরে না স্মৃতির ফুল তোলাসোনালী সুতোয় বোনা হারানো সে দিনমনে কি পরে না রোদেলা সুখেদুজনে ছিলাম কত কাছাকাছিমনে কি পরে না,মনে কি পরে না……?
  • মানুষের জীবনেচাওয়ার শেষ নেইস্বপ্নের সমাপ্তি নেইআকুলতার অন্তি নেইআমার চাওয়া তুমিস্বপ্ন তুমিআমার সব আকুলতাশুধু তোমার মাঝেআমার জীবনশুধু তোমাকে ঘিরে॥?
  • আমার ভাবনা বলে “I miss you” , আমার মন বলে “I feel you”, আমার চোখ বলে “I see you”, আমার হৃদয় বলে “I like you”, আমার এসএমএস বলে “How Are You” ?
  • সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-তারে ; দিকভ্রান্ত, বিভ্রান্ত আমি মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি। আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি ?
  • কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ, না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ, যেখানে আছো যেভা আছো ভালো থেকো মন চাইলে খবর নিও কেমন আছি আমি। ?
  • এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন!! এক পাশে নীল আর এক পাশে কাশবন এক পাশে সমুদ্র আর এক পাশে পাহার এক পাশে 2মি আর এক পাশে আমি বলনা জানুপাখী কেমন আছো তুমি ?
  • তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss u?
  • মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা miss করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি….?
  • মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষন কাঁদায়। আনমনে ভাবতে থাকি,, কোথায় যেন হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।
  • যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….?
  • জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।?
  • নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”।
দুঃখের মিস ইউ স্টেটাস
Pin it

মিস ইউ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ৫০০+ বাংলা প্রেমের উক্তি সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মিস ইউ এসএমএস বান্ধবীকে, Bangla miss u SMS for girlfriend

Missing Day 20
Pin it
  • একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে ।
  • মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর।
  • টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে আজ সারা দিন ধরে_ বিষন্ন ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পড়ে _
  • তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না “আই মিস ইউ”।
  • আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সীমাহীন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
  • গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে “আই মিস ইউ” ।
  • মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা মিস করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি…. “আই মিস ইউ” ।
  • মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা মিস করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি…. “আই মিস ইউ” ।
  • যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….
  • এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন, আমার হৃদয় জুড়ে । হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি ___আই মিসস ইউ ।
  • জানিনা কিভাবে তোমার দেখা পাবো, জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
  • প্রেমে পরলে এই দুআ পড়তে হয় আই লাভ ইউ , প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় আই হেট ইউ , তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয় “আই মিস ইউ”।
  • ফুল তো বাগানের তবে হাতে কেনো? চাঁদ তো আকাশে তবে জ্বলে কেনো? জল তো সাগরে, তবে চোখে কেনো? মন তো আমার তবে বার বার তোমাকে মনে পরে কেনো??
  • য়তো বাকি ছিল অনেকটা পথ পাড়ি দেবার তবু ইচ্ছে ঘুড়ি আজ বাধন হারা….. কাছে না পাবার। হবেনা দেখা তোরে আর আমার এই আকাশে…! তাই আর আর নেবোনা কোনো ঘুড়ি-লাটাই হাতে। দুর হতে তাকিয়ে থেকে… বাধন হারা ঘুড়ি…. মিলিয়ে গেলে দুর অজানায়……. তবেই ফিরবো বাড়ি……… কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষণিকের হয়। কিছু ব্যথা কিছু সৃষ্টি, ভুলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিস ইউ”।
  • তুমিও আমাকে এক দিন ভালোবাসবে, যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম।তুমি ও একদিন মনে করবে ,যেভাবে আমি তোমাকে মিস করি।
  • জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
  • প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।
  • বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি, একবার তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।

মিস ইউ সম্পর্কিত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রেম/প্রীতি/ভালোবাসার উক্তি সম্পর্কিত আপনাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

মিস ইউ সম্পর্কিত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।


Recent Posts