বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত। পলাশের রঙে রাঙিয়ে আসে বসন্ত। বসন্তের আগমনে তাই পুলকিত বন-বনান্ত, কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠে চারদিক। আর এই আগুন লাগা ফাগুনেই মন হয়ে ওঠে আনমনা । প্রকৃতিতে লাগে প্রেমের পরশ আর রঙের ছোঁয়া । তাই সবার ভালোবাসা ও ভালো লাগার বসন্ত ঋতুর উদ্দেশ্যে নিম্নে উল্লিখিত হলো কিছু ভালোলাগা মাখানো এক গুচ্ছ বর্ণময় উক্তি সমূহ :

বসন্তের স্ট্যাটাস, ক্যাপশন | Bengali Photos, Quotes on Spring | বসন্ত নিয়ে কবিদের উক্তি




- ফুল ফোটার মধ্য দিয়েই আসে ঋতুরাজ বসন্ত, প্রেমের পরশ লেগে যেমন জন্ম নেয় আনন্দ ॥
- পলাশের আগুন ছেয়ে আছে বনে বনে বসন্ত যে জাগ্রত হৃদয়ের গভীর কোণে।
- ফুলে ফুলে ভরা বসন্ত রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে উচাটন মন আর কি ঘরে বাঁধা থাকে ?
- আকাশ খেলে হোলি, নিয়ে কৃষ্ণচূড়ার আবিব, প্রকৃতির এ খেলার সাথে আজ আমিও হয়েছি শামিল ।
- রঙের পরশ লেগেছে বনে প্রেমের পরশ জেগেছে মনে
- কোকিলের কুহুতানে আজ সুরেলা বসন্ত সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত।
কেউ বলে ফাল্গুন আবার কেউ তাকে বলে পলাশের মাস;
কিন্তু আমি বলি আমার সর্বনাশ। - পাখির কলতানে ,ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন , বসন্তই যে করেছে এই অপার আয়োজন ।
- দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ পাগলপারা ।
বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসেপ্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে ।
বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে,
রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে। - ফাগুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে,
সেজেছে বসন্ত আজ পলাশের রঙে । - শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত,
প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ ।
অপরূপা এ ফাগুনের রূপে ,
করি আমরা নিত্য অবগাহন । - বিশ্ববাসীর হৃদয় দ্বারে বসন্ত আবির্ভাবের বার্তা নিয়ে আসে বসন্ত সখা কোকিল ;
শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে,
নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ অনাবিল। - পাতা ঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা ,
আমগাছগুলো ভরে ওঠে আম্র মুকুলে;
ফুলের গন্ধ আকাশে ভেসে যায়,
বসন্তের দখিনা বাতাস মনে দোলা দিয়ে যায়।

বসন্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শীতের সকাল নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।



বসন্ত নিয়ে প্রেমের কবিতা | বসন্তের শুভেচ্ছা ছবি, Basanta nie Bangla Ukti | Bangla Spring Posts



- মন উদাস করা বসন্ত নবজীবনের প্রতীক , মৌমাছি ,প্রজাপতির দল ফুলে ফুলে ঘুরে ঘুরে করে মধু সঞ্চয় ,বছর ঘুরে আবার এসেছো তুমি ,ঋতুরাজ তোমার এই তো আসল পরিচয়।
- কৃষ্ণচূড়া ,রাধাচূড়া, শিমুল ও পলাশের রক্তিম আভায় দিগন্তের আকাশ হয়ে ওঠে লাল, প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা,মৌমাছি ও ভ্রমরের গুনগুন গানে বেজে ওঠে ‘বসন্ত বাহারে’র সুর অজানা।
- বসন্ত জানে ভালোবাসার মানে ;তাই সে নিজেকে রিক্ত করে ভরিয়ে দিয়েছে এ বিশ্ব ভুবন ।
- শিমুল , পলাশ , কৃষ্ণচূড়ায় আজ প্রকৃতি হয়েছে রক্তিম,কোকিল ও যে তাই গেয়ে ওঠে আজবসন্ত আজ শুধুই রঙিন।
- কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
- এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্তদক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা নব কলেবরে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত ।
- ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপিচুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
- প্রস্ফুটিত ফুল যেমন মনে জগায় আশাবসন্তের আগমন তেমনি প্রাণে জাগায় ভালোবাসা।
- আমার ইচ্ছে করে বসন্ত হয়ে পলাশের রং মাখতে ইচ্ছে করে ভোরবেলা হয় বকুলের কাছে থাকতে,কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন হয়ে সাজতেসবার রঙে রং মিশিয়ে নতুন করে বাঁচতে ।
- আজ আমি বড় একাযখন ছিলে তুমি আমার কাছেভাবতাম না কি আমার আছে না আছে তোমার ওই আঁখি দুটি সাথী করে বৈশাখে পেতাম বসন্তের দেখা ।
- শীতের প্রকোপ না থাকলে বসন্তের সৌন্দর্য এত মধুর লাগত না ।
- বসন্ত যদি পলাশ খোঁজে, খুঁজুক; তুমি শুধু খুঁজো আমায়।
বসন্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বাংলার ঋতুবৈচিত্র্য সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।



বসন্ত নিয়ে পোস্ট | Bangla Picture Posts on Spring, Basanta bani | বসন্ত নিয়ে বাণী
- বসন্ত এসেছে।কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ বসন্ত সোনালি রোদে ভরে দিয়েছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করেছে,শীতের জরাজীর্ণ ও মৃতপ্রায় প্রকৃতিতে। শিমুল-পলাশ-অশোকের শাখা প্রশাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে; প্রকৃতিতে লেগেছে প্রাণের হিল্লোল।নব রঙে সজ্জিত হয়ে এসেছে রঙিন দোল।
- আহা আজি এই বসন্তে,এতো ফুল ফোঁটে,এতো বাঁশি বাজে এতো পাখি গায়।
- ‘বসন্ত আজ আসলো ধরায়,ফুল ফুটেছে বনে বনে,শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে।
- বসন্ত এলো এলো এলোরে,পঞ্চম স্বরে কোকিল কুহুরে
- মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
- আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥
- বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,বুকের ‘পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা ॥আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
- বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।বইল প্রাণে দখিন হাওয়া আগুন-জ্বালা॥


বসন্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বর্ষাকাল নিয়ে প্রবন্ধ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বসন্ত নিয়ে কবিতার লাইন ~ Spring Shayeri in Bengali | বসন্তের বিকেল কবিতা




- বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে।
শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল।
মরমে বহই বসন্তসমীরণ - ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে । - বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।
- বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশাকারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে মধুর অমৃতবানী বেলা গেল
সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে - ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
- আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতোবসন্তের ফুল যতযাব মোরা দুজনে কুড়াতে।তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারম্বার,তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে।
- রঙে রঙে রঙিল আকাশ,গানে গানে নিখিল উদাস।যেন চল-চঞ্চল নব পল্লব দল,যেন চল-চঞ্চল নব পল্লব দল,মর্মরে মোর মনে মনে।ফাগুন লেগেছে বনে বনে,ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।
- ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
- তোমার অশোকে কিংশুকেঅলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,তোমার ঝাউয়ের দোলেমর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গানফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান॥
- নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলোবসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
- সারা গগনতলে তুমুল রঙের কোলাহলেমাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণযেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন॥
বসন্ত মানেই একরাশ আনন্দ , একঝাঁক ঔজ্জ্বল্য আর উৎসাহ । ‘পারুলের হিল্লোল’ আর ‘শিরীষের হিন্দোল’ বিশ্বপ্রকৃতিকে আকুল করে তোলে। অশোক আর পলাশ আকাশে বাতাসে রাশিরাশি ‘রাঙা হাসি’ ছড়ায়। ‘কোকিলের কলগীতি’ বসন্তকে ভাষা দেয় ।প্রকৃতি পায় পূর্ণতা।



ঋতুরাজ বসন্ত বিদায় নেওয়ার আগে নিজেকে রিক্ত ,নিঃস্ব করে প্রকৃতিতে ফুল ফলে রঙে রসে ভরিয়ে তোলে। বসন্তের রূপ তাই বর্ণনা করে শেষ করা যায় না। তারুণ্য ও যৌবনের চঞ্চলতায় পরিপূর্ণ রঙিন বসন্তের অপেক্ষায় আমরা তাই সারা বছর ধরে অপেক্ষা করে থাকি।


- অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali
- বাইশে শ্রাবণ- স্মৃতিচারণা ও রবীন্দ্রনাথের উক্তি, Baishe Shravan,Tagore quotes in Bangla
- কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সংক্ষিপ্ত জীবনী, বাণী, কবিতা, Death anniversary of Kazi Nazrul Islam in Bangla
- বন্ধুকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন, Friend status caption in Bengali
- শেষ বিকেলের সূর্য নিয়ে ক্যাপশন, Caption about the late afternoon sun in Bangla


পরিশেষে, Conclusion
আশা নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।