মোমবাতি ব্যবহারের নানান তাৎপর্য রয়েছে। প্রায়শই আমরা এটিকে ধর্মীয় এবং সাংস্কৃতিক উদ্দেশ্য হেতু ব্যবহার করে থাকি। তাছাড়া মোমবাতির নিজস্ব এক প্রতীক আছে, যা আমাদের মনে সান্ত্বনা এবং আশার সঞ্চার ঘটায়। আমরা আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করার জন্য, তাদের স্বাস্থ্য, সুরক্ষা এবং মঙ্গলকামনার্থে প্রার্থনা করার জন্য মোমবাতি প্রজ্জ্বলিত করে সেই স্থান আলোকিত করে থাকি।আকারে ক্ষুদ্র কিন্তু এর মাহাত্ম্য অপরিসীম
বিশ্বাস থেকে শুরু করে শান্তি এমনকি সমগ্র জীবনকেই তার আলোক রশ্মি দিয়ে আলোক মণ্ডিত করতে পারে একটি ছোট্ট মোমবাতি। ।
অন্ধকারে এর স্নিগ্ধ সৌন্দর্যটি কেবল আনন্দদায়কই নয়, এটি মনে করিয়ে দেয় যে আলোকের একটি ক্ষুদ্র শিখাও অন্ধকার প্রশমিত করতে পারে। নিম্নে উল্লেখিত হল মোমবাতি নিয়ে উক্তি ও ক্যাপশন।

মোমবাতি নিয়ে উক্তি, quotes on Candle in Bangla
- আমার আঁধার ঘরের বাতি
আজ গেছে নিভে
তুমি এসে জ্বেলে দাও
ভালোবাসার দ্বীপখানি
আলোকিত হোক আমার অন্ধকারের ভুবন । - একটি মোমবাতি থেকে হাজার হাজার বাতি আলোকিত হয়; এতে মোমবাতির আয়ু হ্রাস পায় না , এর মাহাত্ম্য বৃদ্ধি পায়। ঠিক তেমনি আনন্দ ও ভালোবাসা সবার সাথে ভাগ করলে কখনো কমে যায় না, তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় ।
- মোমবাতির প্রয়োজন হয় যখন থাকে অন্ধকার ,
মানুষের হৃদয় ও যেন হয় একটি বাতির মt
যা ঘোচাতে পারে সকল কালিমা
করতে পারে সকলের উপকার॥ - যদিও আমি মোমবাতি জ্বালাই
তার মানে এই নয় যে আমি তোমায় শুধুই আলো দিচ্ছি,
আমার অন্তরে প্রজ্জ্বলিত আলোকশিখা তোমায় প্রদর্শন করাচ্ছি ॥ - ভালোবাসার বাতিটি চির প্রজ্বলিত থাকে সেখানেই,
যেখানে একে অপরের সাথে বোঝাপড়া সঠিক থাকে । - ক্ষুদ্র একটি মোমবাতি যেমন অন্ধকারকে করতে পারে বর্ণনা, ঠিক তেমনিভাবে সেটি আঁধার নিবারণ করতে ও সক্ষম।
- পৃথিবীর সকল আলোকবাতি নিভে গেলেও ভয় কোরো না বন্ধু ;
নিজের মনের আলোক বাতি টি প্রজ্জ্বলিত করে এ পৃথিবীকে দেখো
দেখতে পাবে আসমুদ্রহিমাচল ; পাহাড় থেকে সিন্ধু। - বাতির দুদিক ই প্রজ্জ্বলিত করে দেখো
জীবন আরো অনেক বেশি গভীরভাবে অনুভব করতে পারবে । - যদি তোমার মধ্যে থাকে জ্ঞানের আলো,
তাহলে পৃথিবীকে সুযোগ করে দাও সেই আলোকে তাদের জ্ঞানের বাতি জ্বালাতে । - বুদ্ধিমত্তা বাতি দেখায় অভিজ্ঞতাকে
কিন্তু জীবন সংগ্রামে তোমাকে একাই ধরে থাকতে হবে সেই বাতি; একাই পার হতে হবে সেই দুর্গম পথ । - যখন সূর্য অস্তমিত হয় তখন একটি বাতিকেই সূর্য রূপে প্রতীত হয়।

জন্মভূমি নিয়ে উক্তি, Quotes on birthplace in Bengali
মোমবাতি নিয়ে স্ট্যাটাস, Mombati nie status
- ঈশ্বর অন্ধকার কেই নির্বাচন করে
সেই বিশেষ স্থানেই তাঁর প্রতিনিধি পাঠান,
ঠিক যেন একটি বাতির মতো যা
অন্ধকারকে ঘুচিয়ে করে আলোর বিচ্ছুরণ । - প্রত্যেক মোমবাতির আলো একটি ছায়ার জন্ম দেয় ।
- এক প্রকৃত শিক্ষক একটি জাজ্বল্যমান বাতির মতো; নিজের জ্ঞানের আলোক দ্বারা ছাত্রছাত্রীদের জীবন প্রজ্জ্বলিত করে।
- বিশ্বের সমস্ত অন্ধকার একটি একক মোমবাতির আলো নিভিয়ে ফেলতে পারে না।
- হাজার টাকার ঝাড়বাতি থেকে একটি মোমবাতির আলো অনেক বেশি উজ্জ্বল।
- একটা মোমবাতির আলো যেরকম হাজারটি আরও মোমবাতি প্রজ্বালিত করতে পারে, ঠিক তেমনই ভাবে একটি মহৎ হৃদয় হাজারটি আরও মানব জীবনকে তার ভালোবাসা দিয়ে আলোকিত করতে পারে।
- অন্ধকারকে দোষারোপ করার থেকে সেই স্থানে একটি বাতি জ্বালানো শ্রেয়।
- সূর্য যখন অস্তাচলে গমন করে
তখন কোনো বাতির আলোই সূর্যের স্থানটি নিতে পারে না । - একটি বাতির আলোর ঔজ্জ্বল্য শুধু তার সৌন্দর্য ই নয় যা একটি ঘরকে প্রজ্জ্বলিত করে তোলে।
- আকাশে প্রজ্জ্বলিত তারকামণ্ডলী থেকে হাতে ধরা একটি ছোট বাতির মাহাত্ম্য অনেক বেশি।

জওহরলাল নেহেরু – স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ~ Jawaharlal Nehru Biography in Bengali
মোমবাতি নিয়ে শায়েরি , Best Candle poems in Bengali
- আপনি যদি আপনার কাছে একটি মোমবাতি ধরে রাখেন তবে তার শিখা জ্বলে উঠবে ;এবং যদি আপনি এটিকে আপনার থেকে দূরে সরিয়ে রাখেন তবে এর শিখা সঙ্কুচিত হবে। একইভাবে আপনি যদি আপনার কাছে একটি মোমবাতি ধরে রাখেন তাহলে আপনার সমস্ত পরিকল্পনা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলিও আপনার কাছেই থাকবে।
- পথটি আলোকিত করার জন্য মানুষের হাতে মোমবাতি না দিয়ে পরিবর্তে কীভাবে আগুন তৈরি করা যায় তাঁর শিক্ষা দান করুন। এটাই জ্ঞানার্জনের একমাত্র অর্থ।
- যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি। - মোমবাতির মতন জ্বলেছি রোজ
ভালোবেসে আমি হয়েছি নিখোঁজ। - কাঁচেরই ঝাড়বাতি
নেভে সময় হলে,
প্রেম যে মোমের আলো
জ্বালায় শুধু জ্বলে। - জীবন তো নয় শুধু মোমবাতি
তবুও কেনো যায় নিভে
মনটা তো আয়না নয়
তবুও কেনো যায় ভেঙে! - মোমবাতি হওয়া নয় তো সহজ কাজ ; আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই হয় পুড়তে ।
- জ্বলন্ত মোমবাতির মতন আমি পুড়ে চলেছি দিনরাত ,
লোকে আমার আলোকছটা দেখে
গলে যাওয়া মোমের খবর কে রাখে?
কষ্ট আমারও হয় ;হাসিটাই সবাই দেখে
দুঃখটা কজন বুঝতে পারে ? - দাবানল হোয়ো না
লোকে পুড়ে ছারখার হয়ে যাবে
হতে পারলে হোয়ো একটি মোমবাতি
যা ঘরের একটি কোনায় থেকেও পুরো ঘরকে করে আলোকিত। - মোমবাতির আলোর হয় না কোনো তুলনা স্নিগ্ধতায় ভরা সেই আলো
মুছে দেয় সকল কালিমা। - সেদিন ছিল অমানিশা
বাতির আলোয় তোমার মুখটা করছিল জ্বলজ্বল
আমি তাকাতে পারিনি তোমার দিকে,
বাতির পাশে জেগে থাকা তোমার ছায়া দেখেই হয়েছিলাম আবেগে বিহ্বল ।

ভারতের স্বাধীনতা দিবস নিয়ে শুভেচ্ছাবাণী ~ Bengali Wishes on Independence Day of India
মোমবাতি নিয়ে কিছু কথা, Sayings on candle
- সারারাত জ্বলেও তোমার হয় না কোনো আস্ফালন !
গরম মোম পড়ছে তোমার পায়ের তলায় পুড়ছো তুমি !
মানুষ তবুও কেন পায় না শিক্ষা দেখে তোমার উদাহরণ ? - যতই হোক না প্রযুক্তির উন্নতি
এখন ও হলে হঠাৎ লোডশেডিং
ভয়ে থতমত খেয়ে, জ্বালাই মোমের বাতি। - জন্মদিনের কেকের পাশে
একটা মোমবাতি
যেন জীবনপ্রদীপ সম
জ্বলছে দিবা রাতি। - কারো জীবনপ্রদীপ নিভে গেলে
জ্বালাই মোমের বাতি
প্রাণহীন তবু আত্মা অমর
যেমন অমর আলোর জ্যোতি। - প্রেম শুধু এক মোমবাতি
আলোর নাচনে ঝড়ের কাঁপনে
যখন তখন মাতামাতি
জীবনের রং বদলে যায় রাতারাতি। - আত্মদহনে আলোকিত করেছো অন্যের ঘর ,
দেহে তুমি হয়েছো নিঃশেষ ; অন্তরে জ্বলছে শিখা অবিনশ্বর । - শরীর গলে; হৃদয় জ্বালিয়ে নিজেকে করেছো নিঃশেষ;
দিনরাত শুধু পোড়ো সারা দিন
হয় না কি মনে বিন্দুমাত্র ক্লেশ? - মোমের আলোর মতোই স্নিগ্ধ তুমি
শুধু আলো আছে; নেই যে জ্বলন
আলোকিত করেছো মোদের অন্তর
মাগো ধরি তোমার রাঙ্গা চরণ । - নিজের বাতিটি ধর
তার আলোক শিখায় পৃথিবীকে প্রজ্জ্বলিত করো ।
- হেলেন কেলারের উক্তি ও বিখ্যাত বাণী সমূহ, Best quotes and sayings of Helen Keller in Bengali
- বোকা বা নির্বোধ নিয়ে উক্তি, ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes, captions on foolish in Bengali
- আব্রাহাম লিংকনের উক্তি ও বাণী সমূহ, Best quotes and sayings of Abraham Lincoln Bengali
- বাংলা সাহিত্যের কবি ও লেখকদের বিখ্যাত বানী ও উক্তি, Best quotes of eminent writers in Bengali
- বিল গেটস এর উক্তি ও বাণী, Bill Gates best quotes, sayings in Bengali

অন্ধকারের উৎস থেকে যে আলোক ছটা উৎসারিত হয় তাই হল করুণাময় ঈশ্বরের আলো । অন্ধকারে নিমজ্জিত মানুষের একমাত্র ভরসা ঈশ্বরের সহায় এবং আশীর্বাদ , ঠিক কেমন মোমবাতির একচিলতে আলোকশিখা সারা ঘরকে আলোকময় করে তোলে ,মনকে করে তোলে উৎফুল্ল। অন্ধকারেই যেমন আমরা আলোর গুরুত্ব বুঝি ঠিক তেমনি সেই অন্ধকারে আমাদের একমাত্র সহায় এই ‘মোমবাতি’।
অন্ধকারের কড়াল ছায়া যখন গ্রাস করে এ পৃথিবীকে তখন বাহ্যিক আলোর অভাবে আমরা সকলে একপ্রকার দৃষ্টিহীন হয়ে পড়ি বলা যেতে পারে । আর মোমবাতির আলোই আমাদের আলোর আভাস দিয়ে দৃষ্টি দান করে ;আমাদের আলোর পথের দিশারি হয়ে আমাদের সঠিক রাস্তা চেনাতে সাহায্য করে। তাই একটি মোমবাতি আকারে ক্ষুদ্র হলেও এটি গুণাবলীতে সর্বোৎকৃষ্ট।
