প্রতিশোধ শব্দটি শুনলেই কেমন যেন একটু ভয়ের সঞ্চার হয় মনের ভিতর। প্রতিশোধ হয়তো কখনোই তেমন লাভ জনক কিছু ফল নিয়ে আসেন, তবে কিছু এর দ্বারা ব্যক্তি আনন্দ লাভ করে, আবার কেউ কেউ পরবর্তীতে অনুশোচনা বোধ করে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “প্রতিশোধ” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।
প্রতিশোধ নিয়ে সেরা উক্তি, Best sayings on Revenge in Bengali
- প্রতিশোধকে সর্বদা তুলনা করা হয় আগুনের সাথে। তবে এটি এমন এক ধরনের আগুন যা অগ্নিসংযোগকারীকেও গ্রাস করে ফেলতে পারে।
- পুরো পৃথিবীই একসময় শূন্য হয়ে পড়বে যদি চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জীবনের বদলে জীবন, এই ভাবে প্রতিশোধের এই ধারা যদি চলতে থাকে।
- আপনার সাফল্য আপনার পিছনে হওয়া সমালোচনার সবচেয়ে সমুচিত জবাব হবে, কারণ সাফল্য যখন আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, তখন আর অন্য কোনোভাবে আপনাকে প্রতিশোধ নিতে হবে না।
- প্রতিশোধ নেয়ার অর্থই হলো দু’টো গর্ত খনন করা৷ একটা আপনার প্রতিপক্ষের জন্য আর অপরটি আপনার অজান্তেই আপনি নিজের জন্য খনন করেন।
- কখনও যদি প্রতিপক্ষের সাথে প্রতিশোধ নিতে চান, তবে তাকে প্রথমে ক্ষমা করে দিন এবং তারপর তার প্রতি সহৃদয় হতে শুরু করুন, এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না।
- সবচেয়ে বড় প্রতিশোধ হবে প্রতিশোধ না নেয়া৷ প্রেম হবে এই প্রতিশোধের পদ্ধতির ভিত্তি।
- আপনি যদি একটা লড়াইয়ে পরাজিত হোন, তবে সেটি আপনাকে ঠিক সেই মুহূর্ত থেকেই বেদনা দেবে এবং ততক্ষণ পর্যন্ত দেবে, যতক্ষণ না আপনি তার প্রতিশোধ নিতে পারেন।
- প্রতিশোধ একটি ঘূর্ণায়মান পাথরের মতো, আজ আপনি কারোর সাথে কোনো কারণে প্রতিশোধ নিলে, কাল ফের সে আপনার সাথে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে পারে।
- আপনি যদি আপনার আত্মাকে বড় আর মহৎ করার স্বপ্ন দেখে থাকেন, তবে আপনার উচিত হবে প্রতিশোধ নেয়ার চিন্তাকে ত্যাগ করা এবং কীভাবে ক্ষমা করা যায় সেই শিক্ষা রপ্ত করা।
- “কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে কয়েকদিন; কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়।”
প্রতিশোধ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ঘৃণা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
প্রতিশোধ নিয়ে স্টেটাস, Protisodh nie status
- আমার বিশ্বাস যে নারী জাতি দুই ভাবে তাদের অপমানের প্রতিশোধ নিতে পারে। এক হল সফলতা দেখিয়ে আর দুই হল অপমানকে হেসে উড়িয়ে দিয়ে।
- শাস্তি কোনোও প্রতিশোধ নেয়ার উপায় হতে পারেনা, বরং শাস্তি এজন্য দেওয়া হয় যাতে একই অপরাধের পুনরাবৃত্তি না ঘটে এবং শাস্তির ভয়ে বাকিরা এরূপ অপরাধ করা থেকে বিরত থাকে।
- সফলতাই হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ।
- প্রতিশোধ বিভিন্ন ভাবে নেওয়া যায়। এইতো যেমন কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করে থাকবে যে কবে তার রক্তের দরকার হবে এবং সেই রক্ত তুমি নিজে তাকে যোগাড় করে দেবে। এটাই হবে তোমার সেরা প্রতিশোধ।
- তোমার ইচ্ছা প্রকাশ করেছো নিতেও চলেছে প্রতিশোধ ভাবছোও তুমি প্রতিশোধ নিলে হয়ে যাবে সব শোধবোধ
- প্রতিশোধ নেবে অকারণে নয় জানিয়ে দিচ্ছ সদর্ভে পারবে বাঁচতে এই কাজ করে আজকের মতো গর্বে!
- প্রতিশোধ মানে শাস্তির পথ, শাস্তি দিতেই চাইছো, শাস্তির আছে নানাবিধ রূপ, কোন রূপ বেছে নিয়েছো !
- প্রতিশোধ নিয়ে তার ক্ষতি করে তারই মতো তুমি হবে যে অন্যায় সে করেছে প্রথমে তুমিও কি তাই করবে!
- প্রতিশোধ নিলে তোমারি তো ক্ষতি
ভেবে দেখলেই জানবে
আর এ জানার মধ্যেই
তুমি অবসর খুঁজে পাবে। - প্রতিশোধের তীব্র স্পর্শে
মনের বিষাক্ততা জড়িয়ে
বিবেকের ধৃষ্টতার পরিচয়ে
মনোভাবের নজর স্পষ্ট করে
মস্তিষ্কের নিখুত অত্যাচারে
চক্রান্ত্রের কঠিন অধিশ্রয়ে
পেছনের নষ্টের সমাপ্তিতে
অদৃষ্ট তোমার শিকারে
আমি এগিয়ে চলে যাই
প্রতিশোধ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি যুদ্ধ নয় শান্তি চাই নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
প্রতিশোধ নিয়ে কবিতা, Best Bengali poems on Revenge
- প্রতিশোধ কোনো সমাধান নয়
সময়ে করো না কেন উচিত প্রতিবাদ
একবার নয়, বার-বার
কেন দাও সুযোগকে সংবাদ । - দুনিয়াতে সব চাইতে বড় প্রতিশোধ হইতেছে,”কথা বলা বন্ধ করে দেয়া”
- এই কথা মানে ‘হাই,হ্যালো কিংবা কেমন আছো না’ এই কথা মানে যেভাবে কথা হত সেখান থেকে দূরে সরে যাওয়া,অকৃত্রিমতা থেকে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে কথা বলা!
- প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে
ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে
কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে। - তোমার প্রতিটা অন্যায়ের আমি প্রতিশোধ নিব।
তুমি জানো আমি তোমাকে ঘৃনা করি,
এই ঘৃনাই আমার বড় প্রতিশোধ।
প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে
ছড়িয়ে দিব আমি প্রতিশোধ। - ভুল না হয় আমারই ছিলো বেশি
করো নি ক্ষমা করেছো দোষী
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারাজীবন অপরাধী
প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেবো না
একবার বলে যাও কেন আমার হলে না! - আমার কি অপরাধ
তুমি বলে দাও চাইনি তবু কেনো
তুমি কাছে এলে মিথ্যে অভিনয়ে
স্বপ্ন সাজালে কোন প্রতিশোধ নিতে
দিলে অপবাদ
ও চাঁদ…… আমার কি অপরাধ! - কিছু ভুল রঙ্গের ফুল, ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রঙ আমাদের হৃদয়ে।
এখনো এখানে নীরবে দাড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল
শুনে ঝোড়ো সময়ের গান
এখানেই শুরু হোক রোজকথা রূপকথা - এসো আমার শহরে
না বলা গল্পের অহেতুক ভীড়ে
জানি কোনোদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনোদিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক
প্রতিশোধ গুলো জমা পড়ে থাক - জানিনা কোন কারনে
তুই এ প্রতিশোধ নিলি ।
ভুলে গেলি এ হৃদয়ে
তুই কত আপন ছিলি ।
তোর ছলনায় পইড়া আমার
মনটা পুইড়া ছাই ।
আমি এখন আমার ভেতর
কষ্ট যে কুড়াই । - রক্ত আমার এখন পথে মুছে যায় নি
জনতার স্রোত মন্থর হয়ে থেমে থাকেনি
রক্ত আমার জ্বলছে বিষের আগুনে
চারিদিক আজ প্রতিহিংসার আগুনে
আমি প্রতিশোধ নেব এবার।
ও গো মা তুমি কেঁদো না
মিলনের রক্তে আমি
হটিয়েছি স্বৈরাচারী
উড়িয়েছি স্বাধীনতার পতাকা - আপোষ না প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ
রক্তের প্রতিশোধ রক্তেই
জাগো ওঠো দুর্বার, ভাঙ্গো করো চুরমার
লাথি মারো জালেমের তখতে,
জালেমের হুজুমত টলবেই।। - আদিখ্যেতার প্রশ্ন নেই,
কান্না চাইছিনা মোটেই
চোয়াল শক্ত থাকুক চোখে ঘনাক মেঘ,
এটা শিক্ষার প্রতিশোধ,
দুটো ভিন্ন মূল্যবোধ
মুখে বালিশ চেপে খুন হলো আবেগ ।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “প্রতিশোধ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “প্রতিশোধ” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসইটে।