মেলায় এমন একটি জায়গা যে স্থানটিতে সকল পর্যায়ের জিনিস একত্রিত করে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে একসাথে প্রদর্শিত করা হয় এবং উৎসবের মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করা হয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মেলা নিয়ে লেখা কিছু উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মেলা নিয়ে সেরা উক্তি, Best Bengali quotes on Fair
- মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। অনেকেই আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান, তাইতো মেলাগুলোতে ভিড় জমে।
- মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্য কে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে।
- সাধারণত মেলা বৃহৎ কোন স্থানে অনুষ্ঠিত হয় যেখানে লোকসমাগম বেশি এবং সাধারণ মানুষের চলাফেরা বেশি।
- ছোটবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরী হাতি-ঘোড়া, লাল নীল চুরি আর কদমা-বাতাসার সমাহার। সেই ছবিটাই মনের মধ্যে গেঁথে আছে। তাই আজও মেলায় গিয়ে ছেলেবেলার সেই অনুভুতিগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করি।
- মেলায় একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়।
- একটু লক্ষ্য করলেই চোখে পড়বে যে, মেলাগুলোতে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রিত হয়, সেখানে কারোর প্রবেশের জন্য কোনও রকম বাধা থাকে না, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করতে পারে।
- মেঘের বুঝি করলো হঠাৎ মন খারাপ, সবটুকু ময়ূরপঙ্খীতে, দিল মরণ কুপে ঝাঁপ, দুঃখগুলো গোল গোল ঘুরলো নাগরদোলায়, মনের ভাঙ্গা মেলায়।
- বছর ঘুরে এলো আরেক প্রভাতী
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে, মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেঁটে যায় - দেশ বিদেশে বিভিন্ন সময়ে নানা ধরনের মেলা অনুষ্ঠিত হয় যে মেলাগুলোতে বিষয়ভিত্তিক হয় এবং সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়।
https://bongquotes.com/fidel-castro-best-quotes-and-sayings-in-bengali/
মেলা নিয়ে ক্যাপশন, Mela niye caption
- এক আলি ইলিশের দাম ৪০ হাজার টাকা। গ্রামের মৃৎশিল্পীর পণ্য, বাঁশ ও বেতশিল্পীর কাজ, বিন্নি ধানের খই, সাজ-বাতাসার ব্যবসায়ীদের কী হবে? নিজেকে গ্রাম্য ও রক্ষণশীল পরিচয় দিতে আমার লজ্জা নেই। বৈশাখী মেলায় ঘুরে কেনাকাটার যে আনন্দ ‘হোম ডেলিভারি’তে কি তার চেয়ে বেশি সুখ? ”
- আহারে মেলা! বহুদিন হয়ে গেলো মেলায় যাওয়া হয় না।
- আমার শৈশব দেখা মেলা ,আজকে বহুবছর পর ঘুরে আসলাম ।
- আমার তো মেলার নাম শুনলেই যেতে ইচ্ছে করে, বিশেষ করে মুড়কী আর তেলেভাজা খাবারের জিনিসগুলির লোভে।
- মেলা কিন্তু সত্যি চমৎকার । কত ধরণের জিনিস পাওয়া যায় তার ইয়াত্তা নেই ।
- আজ মেঘলা দিনে মেলা থেকে ঘুরে আসলাম, রোদে তো মন মত করে ঘোরা যায় না।
- নাগরিক কোলাহল এবং ব্যাস্ততার জন্য গ্রাম্য মেলায় যাওয়া হয় না।
- কতদিন হয়ে গেছে, মামা-কাকুদের হাত ধরে মেলায় যাওয়া হয় না !! সেই ছোটবেলায় তাদের সাথে গিয়ে কত খেলনা আবদার করে নিয়ে আসতাম বাড়িতে, আর মায়ের বকুনি খেতে হতো।
- বহুবার মেলায় যাবার সৌভাগ্য হয়েছে কিন্ত কখনো একঘেয়ে লাগে নি । মাটির জিনিস, বাঁশের বাঁশির আওয়াজ, কাঠের জিনিস, খেলনাপাতি, বায়োস্কোপ, রং বেরংয়ের খাবার, আরো কত কিছু থাকে। মন টা ভরে যায়।
- মাঝে মাঝে মেলায় যাওয়া উচিত, কারণ মেলায় গেলে অনেক সময় বহু পুরনো মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের সঙ্গে সচরাচর কথাই হয়নি বহুদিন।
- মেলায় অনেক বৈচিত্র্য মানুষের সমাগম দেখে , নানা প্রকারের জিনিসপাতি মুগ্ধ চোখে দেখতে দেখতে সময় কেটে যায়, কখনো একঘেয়ে লাগে না।
- মেলা থেকে কাঁচের চুড়ি কেনার বিষয়টি অন্যরকম।
- মেলা মেলা মেলা….!! মেলা মানেই আনন্দ। তবে ছোট বেলায় মা যেতে বারণ করতেন, এখন বুঝি কেন।
https://bongquotes.com/selected-quotes-and-sayings-of-karl-marx/
মেলা নিয়ে স্টেটাস, Best status about Fair in Bangla
- মেলায় যারাই অংশগ্রহণ করে, সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেয়, কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পায়, আবার কেউ নানা রকম জিনিস কিনতে আনন্দ পায়, কেউ কেউ দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেই মত্ত থাকেন, অন্যদিকে কেউ কেউ এমনও আছেন যারা নাগরদোলা চড়ার জন্যই মেলায় আসেন। মেলায় গিয়ে কে কি করছেন সেটা মূল বিষয় নয়, সবাই যে কিছু না কিছুতে আনন্দ খুঁজে পেয়েছেন সেটাই বড় কথা।
- বাড়ির কাছে বসল মেলা- হাজার লোকের ভিড়;
আমি গেলাম সেই মেলাতে-সবে যখন অস্থির।
মেলার মাঝে মুরতি বড়ো- দেখি ‘গণেশ জননী’;
মেলার মাঝে ছোট্ট মেয়ের- বিলাপ কান্না থামেনি।
সবাই দেখি ব্যস্ত ভীষণ- হেথায় হোথায় ছোটে,
এ মিলন মেলা শূন্য হয় সবাই এবার ওঠে।
মেলার ভিড়ের কত ছবি- থাকবে আমার মনে;
আবার আমি আসব জানি- এই মেলার প্রাঙ্গণে। - সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ছিপছিপিয়ে। শুকনো যে খাল, হয়তো তাতেও একগলা জল দাঁড়িয়ে গেছে। মেলায় তবু প্রচণ্ড ভিড়,
- পিছল পথে যায় না হাঁটা, হাজার দোকান, অজস্র লোক, খুব জমেছে বিক্রিবাটা। তার ভিতরেই বন্বনাবন্ নাগরদোলা ঘুরছে ভীষণ, তার ভিতরেই আর-এক-কোণে যুদ্ধ চলছে রাম-রাবণে।
- মেলায় যাবি, ফুচকা খাবি, চড়বি নাগরদোলাতে।
সঠিক চিনে বেলুন কিনে পারবি তো ঠিক ফোলাতে ?
কিনবি চুড়ি, টিপের ঝুড়ি, ব্যাগ বন্দুক, গানের বই,
হাসির খেলায় মিলবি মেলায় খোঁজ , হারানো বন্ধু কই ! - মেলা শেষ। খেলা শেষ নয়।
কত বন্ধু’র কাঁধে রাখা হাত
কত অছিলায় প্রিয় সাক্ষাৎ
বই দিয়ে ঢাকা চোখই ভাল জানে,
এ কোনও ছদ্মবেশ নয়…
মেলা শেষ। খেলা শেষ নয়।
প্রতি সংখ্যায় নতুনের ডাক –
আমাদের মাটি আমাদেরই থাক।
কেউ কাঁটাতার বসাতে পারবে,
বই তো এমন দেশ নয়। - মেলা এসেছে খুশি এনেছে নিজের সঙ্গে,
বেরোও সবাই ঘর থেকে বসে আছো কেন ঘরে?
মেলার দিনে সবাই থাকে আনন্দে ভরা,
রাস্তার পাশে বাজারের আলো মনে হয় যেন এক বড় আলোর তারা। - কেনাকাটা করতে এসেছে সবাই এক বস্তা নিয়ে, মেলায় এত রাইড আছে মাথা ঘুরে যায় তা দেখে। অনেক রকমের মেলা আছে সেটা জানে না এখনো কেউ, আর এমন ধরনের মেলা আছে সেটা দেখে কান্না আর ভয়ে বুক করে দুরু দুরু।
- মেলায় এত মজা আছে এমন যে সবার মুখে হাসি ফুটে ওঠে, গরিবের সঙ্গে ভাগাভাগি করলে সেই মজা সেই কেবল জানে। মেলা মানে প্রচন্ড মজা সেটা গরিব হোক বা ধনী হোক সবার একই, তাইতো বলি ধনী-গরীব আমরা সবাই হাত ধরে মেলায় ঘোরাঘুরি করি।
- উষ্ণ মরুর অভিশাপ লয়ে
ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে,
কণ্ঠ আমার দীর্ঘনিশ্বাসে
ভুল সুরে গান গায়
তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায়।। - রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই
মেলায় যাবো রিক্সা চড়ে বসবি পাশে তুই
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হবো দুজন মিলে এক
তবু স্বপ্নেরা মুখ তোলে না, মন বোঝে না। - গাঁয়ের মাঠে বসেছে আজ
রথযাত্রার মেলা,
ম্যাজিক শো, পুতুল নাচ ও
সার্কাসের খেলা।
ছোট বড় দোকান কত
বসেছে সারি সারি,
হরেক মাল পাঁচ সিকে,
ডাকছে গলা ছাড়ি।
তেলেভাজা, ফুলুরি আর,
সন্দেশের দোকান,
মাইকের বিকট চিৎকারে
ঝালাপালা কান।
পাঁচ আনায় কেনা পুতুল,
তিন আনায় বাঁশি,
তার চাইতেও বেশি দামী
শিশুর মুখের হাসি।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা মেলা নিয়ে লেখা কিছু উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।