আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “তৃষ্ণা” নিয়ে উক্তি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

তৃষ্ণা নিয়ে ক্যাপশন, Trishna nie caption
- আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা ”
- উত্তপ্ত গ্রীষ্ম কাটিয়ে ধরিত্রীর বুকে বর্ষা নেমে এলে যেন সকল তৃষ্ণা মিটে যায়।
- আমি চা পান করতে পারবো অষ্টপ্রহর, তবুও হয়তো আমার চায়ের তৃষ্ণা কখনোই মিটবে না।
- আজ এই ঝড়ো বৃষ্টিতে ভিজলো গোটা শহর, পথ-ঘাট, মানুষ জন, তবুও কেন জানি তৃষ্ণার্ত রইল শুধু আমার এই রিক্ত মন।
- জল দেখলেই কেন জানি খুব তৃষ্ণার্ত বোধ হয়।
- হাজার বছর দাঁড়িয়ে আছি আমি এই উষ্ণ মরুভূমির বুকে, ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় গভীর তৃষ্ণা নিয়ে ; তবু একফোঁটা বৃষ্টি পাইনি ।
- এই প্রাণ আমার বড়ই তৃষ্ণা কাতর, তুমি আসার সময় একটু ছায়া আর পিপাসার জল নিয়ে এসো।
- আমার চোখে শুধুই তোমার এক ঝলকের তৃষ্ণা, রোজ দেখি তাও যেন এই তৃষ্ণা মেটেনা।
- আমাদের যেমন বাসস্থান দরকার তেমনি বস্ত্রেরও প্রয়োজন, একইভাবে আমাদের মধ্যে ক্ষুধা এবং তৃষ্ণা – উভয়েরই উপস্থিতি প্রয়োজন, তা যা কিছু নিয়েই হোক না কেনো।
- আমি এমন কাউকে খুঁজছি যে অনন্তকালের জন্য আমার তৃষ্ণা মিটিয়ে দিতে পারবে।
- বইয়ের প্রতি আপনার তৃষ্ণা ত্যাগ করুন, যাতে আপনি ক্ষিপ্ত হয়ে মারা না যান।
- এক বুক তৃষ্ণা নিয়ে তোমার কাছে এসেছিলাম, ভাবিনি এইভাবে ফিরিয়ে দেবে আমায়।
- তৃষ্ণার্তকে জল পান করাও, এতে নাকি পূণ্য লাভ হয়।
- ক্ষুধা এবং তৃষ্ণার মধ্যে, তৃষ্ণা সবচেয়ে বড় অপরিহার্য।
তৃষ্ণা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি গর্ব এবং অহংকার নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

তৃষ্ণা নিয়ে স্টেটাস, Best bengali status on thirst
- চায়ের তৃষ্ণা যেমন গরম জলে মেটেনা, তেমনই প্রেমের তৃষ্ণা এক ঝলকের দেখায় মিটে যায় না।
- তোর ভালোবাসার দিকে তাকিয়ে থাকি, মনটা ঠিক যেন তৃষ্ণার্ত মাটি।
- আমি যাকে ভেবেছিলাম সুখ সাগর, সেতো ছিল এক সমুদ্র নোনাজল, এই জলেতে কি করে প্রাণের তৃষ্ণা মিটাই বলো!
- আজকাল সকলেই শরীরের তৃষ্ণা মেটাতে ব্যস্ত থাকে, মনের তৃষ্ণার খোঁজ তো আর কেউ রাখে না।
- আমার এই তৃষ্ণার্ত মনের শুধু তুমিই একমাত্র চাওয়া।
- তৃষ্ণা নিয়ে বসে থাকলে কখনো তা মিটবে না, বরং যা নিয়ে তৃষ্ণা তার সন্ধান করো, এবং তৃষ্ণা মেটানোর উপায় খুঁজে নাও।
- মিটিয়ে যাও তোমার প্রেমের বর্ষা দিয়ে আমার মনের তৃষ্ণা, এটাই তোমার কাছে আমার প্রার্থনা, এটাই আমার মনের একমাত্র কামনা।
- নদী,পুকুরে উপচানো জল, তবু তৃষ্ণার্ত চোখ কেনো জানি আকাশের দিকেই চেয়ে থাকে।
- আমি বোধ হয় তোমাকে দেখতে চাওয়ার তীব্র তৃষ্ণা নিয়েই একদিন মরে যাবো।
- আজ আমি এই বিষন্ন পূর্ণিমাতে, চেয়ে আছি চাঁদের পাণে নির্নিমেষে তবু তৃষ্ণা মিটলো না আমার !

তৃষ্ণা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ক্ষুধা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
তৃষ্ণা নিয়ে সেরা উক্তি, Best quotes about thirst
- তৃষ্ণা মেটাতে হবে, তা প্রেমের হোক কিংবা জ্ঞানের।
- আমার জ্ঞানের তৃষ্ণা হয়তো কখনও মিটবে না, আমি আরো শিখতে চাই, কারণ শিক্ষার যে কোনো শেষ নেই।
- আমার তৃষ্ণা আর কিছু নিয়ে নয়, আমার তৃষ্ণা যে শুধু তোমার প্রেম চায়।
- কখনো রাস্তায় ক্লান্ত পথিক দেখলে তাকে জল পান করাও, পথিকেরা যে পথ চলতে চলতে তৃষ্ণার্ত হয়ে পড়ে। তোমার পান করানো জল তাদেরকে পথ চলার শক্তি জোগাবে।
- সম্পদ সমুদ্রের জলের মতো; আমরা যত বেশি পান করি, ততই তৃষ্ণার্ত হয়ে উঠি।
- বুকে প্রেমের অসীম তৃষ্ণা নিয়ে এসেছি তোমার কাছে, বারিধারার মত ভিজিয়ে দাও এই মনের প্রতি কোণ, আমার মনের তৃষ্ণা যে তোমার ভালোবাসা পেতে ব্যগ্র হয়ে আছে।
- বসন্তকাল হল তৃষ্ণার্ত শীতের পর পাওয়া প্রেমের ফোয়ারার মত।
- পৃথিবীর অনেক মানুষ তৃষ্ণায় মারা যাচ্ছে, আবার অনেকে বৃষ্টি থেকে দূরে শুকনো জীবনের জন্য ছুটছে।
- সঙ্গীত আমাদের মনকে শিথিল করে, ঠিক যেমন জল আমাদের তৃষ্ণা মেটায়।

তৃষ্ণা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Food Quotes for Instagram সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
তৃষ্ণা নিয়ে কবিতা, Best thirst poems in Bengali
- শুকনো ঠোঁট, অসার আঙ্গুল, তৃষ্ণা আমার বুক জুড়ে,
বিষ ঢেলেছে কেউ রোদের আলোয় রক্ত মাংস যায় পুড়ে। - হে আমার তৃষ্ণার্ত প্রেম।
বার বার করো না অভিনয়।
সেই অভিনয় দেখে।
মনে জাগে গভীর ভয়। - প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥ - চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে।
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে - আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে।
- দুর্বাঘাস তৃপ্ত তৃষ্ণার্তবুকে শিশির স্পর্শে প্রাণপায় ফিরে,
ঘুমন্ত স্বপ্ন, প্রাণের তৃষা, সুপ্ত প্রতিভা জাগায় অন্তরে।
নিবিড় অরণ্যে স্তব্ধ পাখির মতো, তীব্র প্রেমের আশায়,
স্বর্গীয় ভালোবাসা চাহনিতে প্রণয়সুর মিলনের অপেক্ষায়। - কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। - এক জনমের তৃষ্ণা আমার- আগুন হয়ে জ্বলে, তৃষ্ণা কাতর চোখের মণি- ভিজে উঠে জলে! তৃষ্ণাবন্দী হাতের মুঠোয় হারায় তোমার মুখ, শূন্য হাতে চেয়ে থাকে পোড়া দুটি চোখ!
- রৌদ্রদগ্ধ দুপুরে ছায়াহীন পথে হেঁটে চলা পথিকের মত, বড়ো তৃষ্ণার্ত আমি ; তৃষ্ণার্ত এ হৃদয় আমার চায় একটু ভালবাসার তরল ছোঁয়া । তুমি যদি সে তরলে সিক্ত করতে মোর উষ্ণ হৃদয় , তবে আমি তোমার জন্যে এই নিঝুম রাত্রি ভেঙ্গে এনে দিতাম শেষ বিকেলের হাওয়া, সে হাওয়ায় মিশিয়ে নিতাম আমরা দুজন; দুজনার সব চাওয়া-পাওয়া।
- হৃদয় দাহনে অতৃপ্ত স্বপ্ন পূরণে শৃঙ্খল লাগাম ছিঁড়ে,
অমোঘ নিয়ম নিয়তির বুক চিরে যাব তোমার নিড়ে।
ভালোবাসার বিষাক্ত জলের চুমুকে পেয়েছি অমৃত স্বাদ, বিষাদের তৃষ্ণায় সুখের বাসনায় ভেঙেছে হৃদয়ের বাঁধ। তোমাকে ভালোবাসি বলে আকাশ পরেছে নক্ষত্রমালা, সাগরের নীলজল তটের বালুঝলমল ওরা করছে খেলা। মিটাবো সহস্র বছরের তৃষ্ণা অগ্নিজলে কন্ঠনালী ভিজিয়ে, জ্যোৎস্নাস্নাত রাতে মন বনমল্লিকাকুঞ্জ রেখেছি সাজিয়ে। - বিধাতা আমার! শুদ্ধতার লোনাজলে বিলীন করো কাঠিন্যের গোলকধাঁধা, কোন অজানা অবগাহনে মিটবে বলো এই আতীব্র তৃষ্ণা? সহসা চেয়ে দেখি অনুতপ্ত ফরিয়াদ, এনেছে বয়ে হৃদয়ের বিগলিত স্রোতোধারা, বিনম্র অশ্রুমালায় ধুয়ে যাচ্ছে যত পুঞ্জীভূত পঙ্কিলতা। কখনো কখনো হৃদয়ের একাগ্র সাধনায় মিটে যায় অবগাহনের বিশুদ্ধ তৃষ্ণা।
- বারেবারে মন চায় দেই ঝিলেতে ঝাঁপ
কুল কাজ ফেলে দিয়ে দেই বিলেতে লাফ।
ডুবুরী হয়ে ডুবাতে থাকি ঐ পয়োধরে
তেষ্টা যত মিটুক আজ পড়ুক ঝরে
পাইপ যোগে নদীর জল শুষিয়া ফেলি
সমস্ত পয়োধরটাকে গো গ্রাসে গিলি
ঝর্ণারে আজ তুলে আনি মুখেতে পুড়ি
রহমতের ঐ বারি ধারা গলেতে ছুড়ি
এন্টার্কটিকার শিলা আনি যে কুড়ে
তেষ্টা মিটে না কেন দেখি গলেতে পুড়ে।
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “তৃষ্ণা” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।