কারও উপকার বা হিতসাধন করে মানুষ কখনো ছোটো হয়ে যায় না, বরং প্রশংসার অধিকারী হয়। তাই জীবনে কখনও কারোর উপকার করার সুযোগ পেলে অবশ্যই এগিয়ে আসা উচিত। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” উপকার ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
উপকার নিয়ে ক্যাপশন, Upokar nie caption
- আমরা হয়তো সকলের উপকার করতে পারবো না, তবে যাদের উপকার করার সুযোগ পাওয়া যাবে তাদের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে পিছিয়ে যাওয়া ঠিক নয়।
- এই ভুবনে মানব জনমের উদ্দেশ্যই হল মানবজাতির সেবা করা, একে অপরের জন্য সহানুভূতি রাখা এবং মনে অন্যদেরকে যথা সম্ভব উপকার করার ইচ্ছে থাকা।
- কারও উপকার করা আমার কাছে পূণ্য লাভের সমান, এমন সব কাজ আমার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
- আজকাল কারও উপকার করার মত কৃতজ্ঞ মানুষের সত্যিই বড় অভাব দেখা দিয়েছে। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত।
- যখনই সুযোগ পান সময় না দেখে উপকার করে যান, কারণ উপকার করার কোনোও ধরা বাধা সময় নেই।
- অকৃতজ্ঞ মানুষেরা তোমার উপকারের দাম দেবেনা, বরং স্বার্থ শেষ হয়ে গেলে কিভাবে তোমায় অপদস্ত করা যায় তার চিন্তা ভাবনা করবে।
- কিছু মানুষ- যতই অন্যের উপকার করুক না কেনো তাদের মন ভরে না, আবার এমনও কিছু মানুষ আছে যাদের জন্য যতই উপকার করো না কেনো তাদের মন ভরে না।
উপকার নিয়ে স্ট্যাটাস, Best favour status in Bangla
- তুমি মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তী সময়ে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না কেউ।
- নিজের দুঃখগুলো বালিতে লিখে রাখুন, যাতে তা সহজেই ধুয়ে মুছে যায়; আর উপকারগুলো লিখে রাখুন পাথরের ওপর, যেন তা হাজার হাজার বছর পরেও সেখানে থেকে যায়।
- সৎ শিক্ষা ও সৎ পরামর্শের চেয়ে কোন উপকারেরই অধিক মূল্য হয় না৷
- কোনো কোনো ব্যক্তি উপকার পেয়েও উপকারিকে ভুলে যায়, তাদেরকে আমি স্বার্থপর বলে মনে করি।
- আমাদের দেহে যোগ ব্যায়ামের অভ্যাসের ফলে যে কত উপকার হয় তা হয়তো কাউকে বলে বোঝানো যায় না, তা শুধু নিজেই অনুভব করা যায়।
- উপকার কাওকে করে যদি কথার আঘাতই সহ্য করতে হয় তাহলে সেই উপকার না করাই ভালো।
শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
উপকার নিয়ে সুন্দর কিছু লাইন, Most wonderful lines about favour
- যদি কেউ না চাইতেও তোমার উপকার করে তবে তাকে কখনো ভুলে যেও না এবং সুযোগ পেলেও তার প্রতিদান দিও, কারণ আজকাল উপকার করার মানুষ চাইলেও পাওয়া যায় না।
- সময় বুঝে নিস্তব্ধ বা চুপ করে থাকার উপকার কতটা আপনি হয়তো তা অভিজ্ঞতা না থাকলে বুঝতে পারবেন না।
- এই দুনিয়াতে যে যত বেশি উপকার করতে চাইবে, সে তত বেশি প্রতারণা পাবে। এটাই হল দুনিয়ার কঠিন নিয়ম।
- যেকোনো রকম যুদ্ধ থেকে কোনও প্রকার উপকার যদি কেউ আশা করে থাকে তবে তা বোকামি ছাড়া আর কিছুই নয়।
- উপকার করে যাও, প্রতিদানের কথা ভেবে না।
- উপকার করার সুযোগ হয়তো সকলে পায় না, অথবা পেলেও এড়িয়ে যায়, কিন্তু আমি নিজের সাধ্য অনুযায়ী মানুষের উপকার করতে সর্বদাই প্রস্তুত।
- কারও উপকার করতে না পারলেও অন্তত অপকার করতে যেও না।
- সময়ে একে অপরের উপকার করার মধ্য দিয়েই আমরা নিজের মানসিকতার উন্নতি সাধন করতে পারি।
- পরের উপকার করা খুব ভাল, কিন্তু এমন উপকার করতে গিয়ে নিজেকে পথে বসিয়ে দেওয়া ঠিক নয়।
- অন্য কারোর উপকার করতে হলে সাধারণত কোনো কারণের দরকার হয় না।
- উপকার করলে কেউ কোনোদিনও নিঃস্ব হয়ে যায় না, কারণ যে ভালো করে সে ভালো জিনিসই ফিরে পায়।
- আমি আজ অবধি কারও উপকার করতে পিছ পা হই নি, কারণ এর মধ্য দিয়ে আমি মনে অনেক শান্তি পাই।
- জীবনের সঠিক মানে তখনই পাওয়া যায় যখন আপনি অন্য কারোর উপকার করার মধ্য দিয়ে নিজের সুখ খুঁজে পাবেন।
- আমি কারও উপকার করে থাকলে তা নিয়ে সবার কাছে গেয়ে বেড়াই না, কারণ আমি উপকার মন থেকে করি, লোক দেখানোর জন্য নয়।
- বুড়ো হয়ে গেলে হয়তো আপনি অন্যের উপকার তেমন ভাবে করতে পারবেন না, তবে মনে প্রবল ইচ্ছে থাকলে উপকার করার জন্য বয়স কোনো বিষয় না।
- যে ব্যক্তি উপকারের প্রতিদান দিতে জানে, তাদের মধ্যেই মনুষ্যত্বের বিকাশ ঘটে। কিন্তু যারা সুবিধাবাদী তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানের অভাব থেকে যায়।
- মানুষের উপকার করার মাধ্যমে আমরা প্রতিদিনই নিজের মধ্যে এক নতুনত্ব অনুভব করাতে সক্ষম হতে পারি।
- আজ কাল কার দুনিয়াতে মানুষের উপকার করতে নেই, তুমি নিস্বার্থে উপকার করলেও, সে ভাববে নিশ্চই তুমি তোমার কোনো স্বার্থে তার উপকার করছো, এরপর উল্টে তোমার নামেই নিন্দা করবে।
- অন্যের উপকার করার মাঝেই আমাদের উপকারও নিহিত থাকে। আমরা কখনো যদি কাউকে উপকার করে থাকি তবে তা একটি বৃত্ত প্রদক্ষিণ করার মত আমাদের কাছেই একসময় ফিরে আসে।
মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali
উপকার নিয়ে বাণী ও ছন্দ, Thoughtful sayings on Favor in Bengali
- সেধে কারো উপকার করতে গিয়ে কৈফিয়তের সম্মুখীন হওয়ার চেয়ে চুপচাপ সুনসান নির্বাক থাকা শ্ৰেয়।
- আমাদের জীবনকাল খুব ছোট হয়, তাই যত বেশি পারা যায় অন্যের উপকার করুন, এর ফলস্বরূপ মৃত্যুর পরেও আপনি মানুষের হৃদয়ে জীবিত থাকতে পারবেন।
- লোক দেখানো উপকার করলে হয়তো তুমি অনেক নাম পাবে, কিন্তু মন থেকে কাউকে একবার সাহায্য করে দেখো আত্মা শান্তি পাবে।
- মাঝে মাঝে কারও উপকার করার পরও তাদের কু-মন্তব্য শুনতে হয়। এসব ব্যক্তি অতি সহজেই নিজের দুর্দিনে পাওয়া উপকারের কথা ভুলে যায়৷
- যারা আমার উপকার করে তাদেরকে আমি প্রাপ্য প্রতিদান দিতে সর্বদাই প্রস্তুত।
- উপকার করে যাও,চেওনা প্রতিদান, আল্লাহ দিবেন তোমায় সর্বোচ্চ মান।উপকার কর যত,মানব-দানব,জীন-ইনসান, নিঃস্বার্থ করে যাও,যত জীব-জানোয়ার,যত প্রাণ।
- দেখনা করিয়া কারো, কিছু উপকার, কতটাই শান্তি পায়, আত্মায় তোমার। যা কিছু করেছ নিজে,সৎ পথের আয়, বিলিয়ে কিছু টা তারে, দেখ অসহায়। অপরেরই দুঃখে যদি, কাঁদাও অন্তর, জানবে সে মানবতা, রয়েছে তোমার।
- মানুষ এমনই হয়, ‘প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামোদ ভাবে। সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে
- কি ভাবছেন ! মানুষের উপকার করলে, মহান হবেন ! ভুল ভাবছেন, বর্তমানের স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। এটাই বাস্তব সত্য।
- কারো উপকার না করে অপকার করো, উপকার করলে ভুলে যাবে, আর অপকার করলে সারাজীবন মনে রাখবে।
- উপকার করলে যে পিঠের ছাল থাকেনা, অর্জুন গাছটা তার সবচেয়ে বড় প্রমাণ!
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা :
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “উপকার” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।