আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মুহূর্ত নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মুহূর্ত নিয়ে সেরা উক্তি, Best sayings on Moments in Bengali
- তোমার সাথে কাটানো সকল মুহূর্তই আমার কাছে খুব প্রিয়।
- জীবন খুবই সংক্ষিপ্ত। আমাদের প্রত্যেকের উচিত, জীবনের ছোট ছোট প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা।
- জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথেই কাটাতে চাই, থাকবে কি সর্বদা আমার পাশে ?
- ভালোবাসা পৃথিবীর অনিন্দ্য সুন্দর বিষয় গুলোর মধ্যে একটি। ভালোবাসা বিহীন মুহূর্ত যেন মরু হাহাকারের ন্যায়।
- জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেটা আনন্দের হোক কিংবা কষ্টের, কষ্টের মুহূর্তগুলো না থাকলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না, ঠিক তেমনি সুখের মুহূর্তগুলো না থাকলে শুধু কষ্ট নিয়ে আমরা বাঁচতে পারতাম না।
- তবও নিষ্ঠুরের লেহান আওগাইয়া
কয় দণ্ড মুহূর্ত কিছুটা সময়-ওক্তো আমরা
‘পীরিতের খেলা-পীরিতের খেলা’ খেলি । - প্রতিটি মুহূর্ত আমাদের নতুন কিছু শিখিয়ে দেয়, নতুন অভিজ্ঞতা দেয়, অনেক সময় আমরা ঐ সময়ে সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু পরে কোনো এক সময় ঠিকই বুঝতে পারি।
- জীবন সুন্দর মুহূর্তগুলোর সমষ্টি, কারণ আমরা কেউ খারাপ মুহূর্তগুলো মনে রাখতে চাই না, সুন্দর মুহূর্তের স্মৃতি নিয়েই বাঁচতে চাই।
- একটি সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন।
- “আজ একটি সুন্দর দিন। সবার সাথে একটি সুন্দর মুহূর্ত কাটানো যাক।”
- জীবনে আমরা এক নতুন দিনের সাথে সাথে সুন্দর মুহূর্তগুলো অতিক্রম করছি। সুন্দর মুহূর্ত আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যা আমাদের জীবনে নির্দিষ্ট লক্ষ্যে নিয়মিত দেখতে হয়।
- “সুন্দর মুহূর্ত হলো জীবনের সুখের একটি অংশ।”
- “জীবনে সুন্দর মুহূর্তগুলো বেশি সংখ্যাতে থাকলে জীবন আরো সুন্দর হয়।”
- “জীবনের কথা বলার আগে সুন্দর মুহূর্ত সম্পর্কে চিন্তা করুন।”
- “সুন্দর মুহূর্ত পাওয়া যাক যাতে ভরপুর আনন্দ এবং সুখ থাকে।”
- জীবন একটি গল্প, যেখানে সুন্দর মুহূর্ত গুলো সুখের কথা বলে।
মুহূর্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দুঃসময় নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মুহূর্ত নিয়ে ক্যাপশন, Muhurto niye caption
- সুন্দর মুহূর্ত নিয়ে নতুন কথা শুনে হাসতে হাসতে বেঁচে থাকো, একটি পরিপূর্ণ জীবন তৈরি করে, সেই সুন্দর মুহূর্ত গুলোকে জীবনে সাজিয়ে রেখে যাও।
- জীবন সুন্দর হলে সেই সুখ হল নিরাপদ, জীবনে সেই সুন্দর মুহূর্ত বেশি থাকলে সেই হল জীবনে বেঁচে থাকার সম্পদ।
- বসে থেকে না, বের হও, নতুন কিছু অন্বেষণ করো, নতুন অভিজ্ঞতার সাথে নতুন একটি মুহূর্ত উপভোগ করো। নতুন স্মৃতি তৈরি করো।
- আমরা বুঝতেও পারি না, কিন্তু ক্রমে এক একটি মুহূর্ত পেরিয়ে যাচ্ছে জীবন থেকে, তাই বসে না থেকে তা উপভোগ করো, স্মৃতির পাতায় নতুন কোনো স্মরণীয় ঘটনা তৈরি কোরো।
- আমি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই, পরে যেন কোনো আপসোস না করতে হয়।
- আমি দুঃখকে ভয় করি, তাই আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটাতে চাই।
- পরমপিতার কাছে আমার এই প্রার্থনা, আমার পিতা মাতার জীবন থেকে যেন সকল দুঃখপূর্ণ মুহূর্তগুলো মুছে যায়, আর তাদের জীবন যেন সর্বদা সুখে ভরা থাকে।
- প্রতিটি মুহূর্তের নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু কিছু মুহূর্ত এতোটাই বিশেষ, সম্মোহনী আর এতোটা ভাবায় যে তার মাঝে কত শত মুহূর্ত পেরিয়ে গেলো তার হিসাব থাকে না ।
- তোমার জীবনের প্রতিটা মুহূর্ত তোমার নিজেরই উপভোগ করতে জানতে হবে, কেউ সেটা তোমায় উপভোগ করিয়ে দেবে না।
- এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে। এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে।
- প্রতিটা মুহূর্ত, যাকে আমরা বর্তমান বলি তার সবটাই আসলে পলক ফেলার আগেই ‘অতীত হয়ে যায় ৷
মুহূর্ত নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সময় নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মুহূর্ত নিয়ে স্টেটাস, Best Bangla status on Moments
- ফেলে আসা অতীতের মুহূর্তগুলোতে একদিন ধূলো জমে ঠিকই, কিন্তু সেই অনুভূতিগুলো হৃদয় থেকে মুছে যায় না কখনো।
- জীবনে সব সময় ভালো থাকা সম্ভব নয়, কিছু মুহূর্ত বেঁচে থাকার অভিজ্ঞতাও শেখায়।
- রঙিন লাল ঐ অরুণে
দূর আসমানে, নীল ইচ্ছেদের সাথে
গহীন সবুজে-সবুজে কাল খুঁজে যাই।
অরুণোদয়ে ছোট-ছোট দেহে
বড় অবুঝ ঐ মন।
আশা আর বাস্তব এ দুই দেখে
বিষে নীল দেহ-মন।
যা চাই
তাই করি,স্বস্বপ্নের স্বপ্নচুরি
ফলাতে সবুজায়ন।
শেষ…
চাওয়া-পাওয়া’র হিসেব খুঁজে
চলে যায় কতো জন।
কিছু মুহূর্ত,কিছু মানুষ সুন্দর হয়ই বা কখন? - অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়
করে ফেলে বুঝছি সময়
যদিও অনন্ত, তবু প্রেম যেন অনন্ত নিয়ে নয়।
তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয় । - এমন মুহূর্ত এসেছিল একদিন আমার জীবনে/ যে মহূর্তে মনে হয়েছিল সার্থক ভুবনে/ বেঁচে থাকা কালের আরণ্য পদপাত ঘটেছিল আমার গুহায়।/ জরাগ্রস্ত শীতের পাতারা উড়ে এসেছিল কোথা থেকে,/ সব কিছু মিশে একাকার কাল-বোশেখীর পদার্পণে/ সেদিন হাওয়ায় জমেছিল অদ্ভুত রোমাঞ্চ দিকে দিকে;/ আকাশের চোখে আশীর্বাদ, চুক্তি ছিল আমৃত্যু জীবনে।/ সে সব মুহূর্তগুলো আজো প্রাণের অস্পষ্ট প্রশাখায়/ ফোটায় সবুজ ফুল, উড়ে আসে কাব্যের মৌমাছি।
- মাঝে মাঝে মনে হয়,
যে মুহূর্তটি এইমাত্র চলে গেল,
সেটিই ছিল সবচেয়ে স্মৃতিময়।
সেটিকেই আরও ভালো করে দেখা,
সেটিকে আরও আঁকড়ে ধরে থাকা
উচিত ছিল, খুব উচিত ছিল!
সেটি আমায় কী দিয়ে গেল,
আর কীই বা আমা থেকে নিয়ে গেল,
তা আরও নিবিড়ভাবে দেখা
উচিত ছিল, খুবই উচিত ছিল!
প্রতিটি মুহূর্তই কিছু মায়া রেখে যায়,
যদি সেটিকে নিবিড়ভাবে দেখা যায়। - সময়-শাশ্বত, স্থির। শুধু এই খঞ্জন চপল
গতিমান মুহূর্তেরা খর স্রোতে উদ্দাম, অধীর
মৌসুমী পাখীর মতো দেখে এসে সমুদ্রের তীর,
সফেদ, জরদ, নীল বর্ণালিতে ভরে পৃথ্বীতল।
সন্ধ্যাগোধূলির রঙে জান্নাতের এই পাখী দল
জীবনের তপ্ত শ্বাসে, হৃদয়ের সান্নিধ্যে নিবিড়,
অচেনা আকাশ ছেড়ে পৃথিবীতে করে আসে ভীড়;
গেয়ে যায় মুক্তকণ্ঠে মৃত্যুহীন সঙ্গীত উচ্ছ্বল।
মুহূর্তের এ কবিতা, মুহূর্তের এই কলতান
হয়তো পাবে না কণ্ঠে পরিপূর্ণ সে সুর সম্ভার,
হয়তো পাবে না খুঁজে সাফল্যের, পথের সন্ধান,-
সামান্য সঞ্চয় নিয়ে যে চেয়েছে সমুদ্রের পার;
তবু মনে রেখো তুমি নগণ্য এ ক্ষণিকের গান
মিনারের দম্ভ ছেড়ে মূল্য চায় ধূলিকণিকার॥
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা ‘মুহূর্ত’ নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।