বন্ধুহীন জীবন ঠিক যেন নুন ছাড়া তরকারির মত হয়। সহজ কথায় বা সহজ ভাষায় বন্ধু বা বন্ধুত্বের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন না বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতি প্রবণ সম্পর্ক। বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে তাদের নিজস্ব অনুভূতি সম্পর্কিত বেশ কিছু সুন্দর কথা, উক্তি বাণী বলে গেছেন।
বন্ধুদের সাথে কাটানো স্মৃতি যখন মনে ভেসে আসে তখন আমরা যেন ফিরে যাই পুরোনো দিনগুলিতে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” বন্ধুদের স্মৃতি ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন।
আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
বন্ধুদের স্মৃতি নিয়ে ক্যাপশন, Best caption about memories of friends
- বন্ধুদের নিয়ে আমাদের জীবনে বহু স্মৃতি থাকে, যা বার বার মনে করেও পুরোনো হয়ে যায় না, বরং সেই পুরোনো বন্ধুত্ব স্মৃতির সাথে আরো গভীর হয়ে ওঠে।
- একজন সত্যিকারেরই বন্ধুই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু এগিয়ে গিয়ে কখনও সেই বন্ধু কে ভুলে যাওয়া উচিত না। বন্ধুদের স্মৃতি আমাদের চলার পথের পাথেয়।
- আমার কাছে এই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল বন্ধুত্ব, আর সবচেয়ে প্রিয় স্মৃতি হল বন্ধুত্বের স্মৃতি।
- অন্ধকার রাস্তায় একজন বন্ধুর সঙ্গে হাঁটার বিষয়টা আলোকিত রাস্তায় একা হাঁটার চেয়ে উত্তম হয়।
- আমাদের সকল রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প ,বিজ্ঞান এবং বন্ধুত্ব। আর এইসব ব্যাপার আমরা স্কুল জীবনে পেয়ে থাকি, আর সেখানেই আমরা বন্ধুদের সাথে শিল্প ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষা গ্রহণের স্মৃতি গড়ে তুলি।
- বন্ধুত্ব হল একমাত্র এমন সিমেন্ট যা পৃথিবীর সকল ব্যক্তিকে সবসময় একত্র করে রাখতে পারবে, যেমন আমাদের স্কুল জীবন শেষে বেশিরভাগ বন্ধুরাই উচ্চশিক্ষার জন্য আলাদা স্থানে চলে যায়, কিন্তু বন্ধুত্বের টান এবং একসাথে সময় কাটানোর স্মৃতিই তাদেরকে একে অপরের মনের কাছে রাখে।
- বন্ধুদের সাথে কাটানো সময় যখন স্মৃতি হয়ে যায়, তখন আবার যেন মনে হয় পুরোনো দিনে ফিরে যেতে এবং সেই বন্ধুদের সাথেই নতুন স্মৃতি তৈরি করতে।
মূল্যায়ন নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, The Best quote, caption on Evaluation in Bengali
বন্ধুদের স্মৃতি নিয়ে স্টেটাস, Bondhuder smriti nie status
- একটি ভালো বই একশোটি বন্ধুর সমান হয়, কিন্তু একজন ভালো বন্ধু সম্পূর্ণ এক লাইব্রেরির সমান হয়, যে লাইব্রেরির সাথে আমাদের বহু স্মৃতি জড়িয়ে থাকে।
- আমরা বন্ধুর কাছ থেকে মমতা পাই , সমবেদনা পাই , সাহায্য পাই এবং সেই জন্যই জীবনে বন্ধু চাই। এসব থেকেই আমরা বন্ধুদের সাথে বহু স্মৃতি তৈরি করি, যার দিকে পরবর্তী সময়ে ফিরে তাকালে আমাদের মন জুড়িয়ে যায়।
- গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। যারা আমাদের থেকে দূরে চলে গেলেও মিষ্টি সুবাসের মত স্মৃতিতে থেকে যায়।
- দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই, আর সৌভাগ্যবান তারাই হয় যাদের বন্ধু কাছে না থাকলেও স্মৃতিতে জড়িয়ে থেকে যায়।
- প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। একসাথে কাটানো সময়গুলো স্মৃতি হয়ে গিয়েও বন্ধুত্বকে বাঁচিয়ে রাখে।
- দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব। তাই তো দূরে চলে গেলেও স্মৃতির পাতা উল্টে দেখলে সেই দুরত্ব আর যেন অনুভব হয় না।
- আমার ভালো বন্ধুদের কথা, তাদের সাথে কাটানো সময়ের ব্যাপারে মনে করতে গিয়ে আমি যতটা আনন্দ বোধ করতে পারি ,অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না।
- বন্ধুদের মধ্যে বেশিরভাগ বিষয়েই একতা থাকে, তাই তো বন্ধুদের সাথে কাটানো ছোটো মুহূর্তের স্মৃতিও মধুর হয়।
- জীবনে পেরিয়ে আসা সময় একদিন স্মৃতি হয়ে যায়, এর মাঝে ভালো খারাপ মিশে থাকে, কিন্তু বন্ধুদের নিয়ে আড্ডা আনন্দের স্মৃতি সর্বদা মধুর বলে মনে হয়।
বন্ধুদের স্মৃতি নিয়ে সুন্দর কিছু লাইন, Wonderful sayings on memories of friends in Bangla
- কারও সাথে বন্ধুত্ব গড়তে ধীরগতিতে চলা উচিত। কিন্তু একবার বন্ধুত্ব হয়ে গেলে তা প্রতিনিয়তই পরিচর্যা করো। কোনো এক সময় এইগুলোই স্মৃতির পাতায় সেজে ওঠে তোমার মন কে উৎফুল্ল করে তুলবে।
- বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা। আর এই ভালোবাসার স্মৃতিগুলো কখনোই আমাদের মনে ব্যথা দেয় না, বরং আনন্দ দেয়।
- প্রেম হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু সত্যিকারে বন্ধুত্ব কখনই হারায় না, তা স্মৃতির চাদরে মোড়া থাকে।
- ভালোবাসা হল ফুলের মত, আর বন্ধুত্ব হল সুতো, এই সুতোর সাহায্যে যে কোনও ফুলকে মালার সৌন্দ্যর্যে বেঁধে রাখা সম্ভব, কারণ অনেক ক্ষেত্রে ভালোবাসার মধ্যে তিক্ততা এসে যায়, কিন্তু যে সম্পর্ক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠে সেখানে সহজে তিক্ততা আসে না। তাই বন্ধুদের স্মৃতিও হয় মধুর।
- আমাদের জীবনে যে কোনো সম্পর্কের মাঝেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্বের উর্ধ্বে আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। আর কোনো সম্পর্কও বন্ধুত্বপূর্ণ হলে সেই সম্পর্কের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোও মনে এক আলাদা স্থান দখল করে রাখে।
- যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর।
- আমি মনে করি বন্ধুত্ব আলাদাভাবে কোনো সম্পর্ক নয়, বরং সব সম্পর্কের উন্নত অবস্থার নাম হল বন্ধুত্ব, যার প্রভাবে একসাথে কাটানো সময় ভবিষ্যতের জন্য এক মধুর স্মৃতি গঠন করে।
- বন্ধুত্ব হল পুরোনো তেঁতুলের মত, যত পুরোনো হয় তার আয়ুর্বেদিক ক্ষমতা ততই বাড়তে থাকে। বন্ধুদের স্মৃতি কখনও ভোলার নয়।
- ছোটবেলার প্রথম বন্ধুটি যদি শেষ জীবন অবধি আপনার বন্ধু হয়েই থেকে যায়, তবে জীবনের চলার পথে আপনি আরো অনেক বন্ধুই পেয়ে যান না কেনো, তারপরও সেই সবচেয়ে পুরনো বন্ধুর স্মৃতিই আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দের বলে মনে হবে।
বিশ্বের সেরা উক্তি, ক্যাপশন, বাণী, World famous quotes, captions in Bengali
বন্ধুদের স্মৃতি নিয়ে কাব্য, Best poetry about memories of friends
- কোন কোন বন্ধু ছিল আমার, আদায়কারী তাদের কাছে আমি ছিলাম শুধু দরকারি । কোন কোন বন্ধু কথায় কথায় দিত গালি, অনেকের কাছে হয়তো আমি ছিলাম চোখের বালি । তবুও ভালোবাসা ছিল না একটুকু কম, আমাদের বন্ধুত্বের মাঝে ছিল অনেকটা দম।
- যদি মন কাঁদে আমি আসবো বৰ্ষা হয়ে। যদি মন হাসে, আমি আসবো রোদ্দুর হয়। যদি মন ওড়ে, আমি আসবো পাখি হয়ে। যদি মন খোঁজে, আমি আসবো বন্ধু হয়ে।
- আমার কিছু বন্ধু আছে। ভালো মন্দ পাঁচমিশালী, নানারকম খামখেয়ালী, রোগা মোটা অসীমবলী, আমার কিছু বন্ধু আছে। তাদের মনে ছন্দ আছে, ভালবাসার গন্ধ আছে, রোজনামচার ধন্ধ আছে, আমার কিছু বন্ধু আছে।
- আজ আমাদের জীবনের বন্ধুত্বটাও ঠিক এমন জায়গাতে এসে থমকে গেছে। বন্ধুরা নামেই রয়ে গেছে, কিন্তু, বন্ধুত্বটাই হারিয়ে গেছে।
- অনেকের কপালে হয়তো জোটে স্বার্থপর মিত্র . মোর জীবনে এসেছিল এক বন্ধু, ফুলের মত পবিত্র । আমার মনের না বলা কথাগুলোর যন্ত্রনা, সে বুঝতে পেরে, দিত আমায় মিথ্যে সান্তনা ।
- বন্ধু মানে ছেলেবেলায় খুনসুটি আর খেলা, খুনসুটিতে কাটিয়ে দিয়ে বেলা। কৈশোরে বন্ধু মানে মনের কথা ভাগ করা, মাঝে মাঝে দুজনে মান অভিমান করা। যৌবনে বন্ধু মানে বিচ্ছেদের পালা, তখন তাদের নিজেদের গোছাতে, আবছা হয়ে যায় বন্ধুত্ব আর কথা বলা।বৃদ্ধ বয়সে বন্ধু মানে দুজনে আবার কাছে আসা, আবার ফিরে পায় দুজনের ভালোবাসা।বন্ধুত্ব সবার মধ্যে বজায় আছে আদি অনন্তকাল ধরে, এর মর্ম তারাই বোঝে প্রকৃত বন্ধু যারা চিরতরে।
- রামদেবের অমূল্য বাণী ও অনুপ্রেরণামূলক উক্তি, Inspirational quotes of Baba Ramdev in Bengali
- শ্রী শ্রী পরমহংস যোগানন্দ এবং তার অনুপ্রেরণামূলক উক্তি, Sri Sri Paramahamsa Yogananda and his inspirational quotes in Bangla
- শ্রী শ্রী রবি শংকরের অনুপ্রেরণামূলক বাণী এবং উক্তি, Shri Shri Ravishankar motivational quotes and teachings in Bangla
- নাগপঞ্চমী কি? নাগ পঞ্চমী পালনের পটভূমি, ইতিহাস, আচার-আচরণ ও গুরুত্ব | Details on Naga Panchami in Bengali
- দয়ানন্দ সরস্বতীর জীবন ও বিখ্যাত উক্তি, Life and famous quotes of Dayanand Saraswati in Bengali
শেষ কথা :
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ” বন্ধুদের স্মৃতি ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।