কর্মী নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Workers in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা কর্মী নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

কর্মী নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

কর্মী নিয়ে সেরা উক্তি, Best quotes about workers

  • ভালো নেতা হতে হলে, কর্মীদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে হবে, কর্মীদের চাহিদা, তাদের জীবন এর গুরুত্ব সম্পর্কেও তোমাকে সবসময় খোঁজ খবর রাখতে হবে।
  • দিনের শেষে, প্রযুক্তি কর্মীরা রোবট নয়: তারাও ক্লান্তি অনুভব করে, তাদেরও মূল্যবোধ রয়েছে।
  • যেকোনো সমাজে কর্মীরাই হলো একটি সংগঠনের প্রাণ, এই প্রাণকে বাঁচিয়ে রাখলেই একটি সংগঠন স্বচ্চলভাবে বেঁচে থাকে। 
  • আমি একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে জীবন যাপন করতে চাই, নিজের কাজের ক্ষেত্রে কোনো রকম চুরি জোচ্চুরি করতে যাবো না কখনো।
  • একটা কোম্পানির প্রাণ হলো কর্মীরা, কারণ কর্মীদের শক্তিতে, আর কষ্টেই একটি কোম্পানি এগিয়ে যায়।
  • পৃথিবীটা দুই ভাগে বিভক্ত, একদল শোষিত আর একদল শাসক, আর আমি শোষিতদের পক্ষে আছি।
  • ব্যক্তি হিসাবে কর্মীদের কাজ বা চিন্তাধারা বিশেষ কিছু নয়, শ্রেণী হিসাবে শ্রমিকদের যে ঐতিহাসিক কর্তব্য করতে হবে তার উপর তাদের বিশিষ্টতা নির্ভর করছে। 
  • তোমার অধীনে থাকা কর্মীরা যদি ভাল হয়, তাহলে রাজনৈতিকভাবে তুমি শক্ত অবস্থানে থাকতে পারবে।
  • দক্ষ কর্মী, দক্ষ জনবল, একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
  • তুমি তোমার কর্মীদের আদর সোহাগ ভালোবাসা দিয়ে এগিয়ে নাও তাহলে দেখবে তারা তোমার জন্য প্রাণ দিতেও রাজি আছে।
  • কখনো কোনো সুস্বাদু খাবার খাওয়ার সময়, কৃষক এবং এই খাবার তৈরি করা অন্যান্য কর্মীদের কথা অবশ্যই মনে রাখবেন, কারণ তারাই এটি সম্ভব করেছেন!
  • কর্মীদের সাথে ছলনা করো না, কারণ কর্মীরাই তোমার সংগঠনের প্রাণ হিসেবে, আত্মার খাওয়ার হিসেবে কাজ করছে। 
  • প্রকৃত আদর্শবাদী বিরল; তারাই নিবেদিতপ্রাণ কর্মী, যারা প্রয়োজনে মৃত্যুবরণ করবে।
  • পৃথিবীতে উদ্যোক্তাদের অভাব নাই কিন্তু ভালো কর্মী দের অভাব। 
  • আপনি যদি আপনার কর্মীদের যত্ন নেন তারা আপনার ব্যবসার যত্ন নেবে। 
  • যত দ্রুত সম্ভব তুমি তোমার কর্মীদের বেতন দিয়ে দাও কারণ দিনশেষে তারাই তোমার খাবার জোগাড় করিয়ে দেয়।
  • সুখ দুঃখ ভালোবাসা- এটি মানুষকে যেভাবে আনন্দে রাখে ঠিক তেমনিভাবে একজন কর্মীকেও সঠিক মর্যাদা দিয়ে আনন্দ রাখতে হয়।
  • কোন সমাজই তার কর্মীদের ভুলে যাওয়ার অধিকার রাখে না, কারণ তারাই সমাজের আসল নায়ক!

https://bongquotes.com/best-quotes-captions-on-democracy-in-bengali/

কর্মী নিয়ে সেরা উক্তি

কর্মী নিয়ে ক্যাপশন, Kormi niye caption

  • তুমি কেমন নেতা সেটা নির্ভর করে তোমার সাথে তোমার অধীনে থাকা কর্মীদের ব্যবহারে।
  • সুখ শান্তির মধ্য মানুষের আনন্দ নিহিত থাকে না আনন্দ নিহিত থাকে শ্রমিকের হাসির মধ্যে।
  • হে সরকারি কর্মকর্তা-কর্মচারী, তোমাদের বেতন আসে কিন্তু ওই শ্রমিকের ঘাম ঝড়ানো থেকে, তাই তাদেরকে তোমরা সম্মান দিয়ে কথা বলো।
  • কর্মীদের উপর ঐ পরিমাণ কাজের দায়িত্ব চাপাবে যা তারা সুচারুরূপে সুসম্পন্ন করতে পারে এবং তাদের শক্তি অনুসারে কাজ করতে দেবে— যাতে তাদের ঐরূপ কাজ করতে না হয় যা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। 
  • দূরদৃষ্টি সম্পন্ন মানুষেরা কখনো কাউকে কষ্ট দেয় না।
  • পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে সবগুলোর প্রতিষ্ঠাতা মানুষ কিন্তু তার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো কর্মচারীরা।
  • লাল কালো হলুদ সাদা এগুলো কর্মচারীদের কাছে কোন বিষয় না কারণ তারা নেতার জন্য কাজ করে। 
  • মানবিক দিকটা বিবেচনা করে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া শ্রেয়, কারণ এক মানুষের তরে আরেক মানুষের জীবন। 
  • পৃথিবীতে কোন উদ্যোক্তা বা মালিক নেই, সবাই আমরা কর্মী।
  • দিনশেষে তারাই উত্তম যারা শ্রমিকের জন্য সঠিক সময় মজুরিটা দিয়ে দেয়।
  • পৃথিবীর বুকে তারাই শাসক যারা শ্রমিকদের বেতন দেয় না।
  • তুমি ও তোমার সন্তান অনেক ভালো থেকো, একথা কর্মীদের বলতে হয়।
  • তুমি যত দূরেই থাকো না কেন, কখনই নিজের অস্তিত্ব বিলীন করে দিও না, কারণ আমরা সবাই শ্রমিক, কোনো না কোনো সংগঠনের কর্মী।
  • কর্ম করে এই পৃথিবীতে তারাই টিকে থাকে যারা প্রকৃত বুদ্ধিমান।
  • কর্মীবান্ধব নেতা না হলে সে নেতা জীবনে কখনো উজ্জ্বল করতে পারে না।

https://bongquotes.com/best-philosophical-quotes-of-socrates-in-bengali/

কর্মী নিয়ে ক্যাপশন

কর্মী নিয়ে স্টেটাস, Best bangla status on workers

  • ভালোবাসা কখনো কম রাখতে নেই, কারণ কর্মীদের যদি ভালো না রাখা যায় তাহলে কর্মীরাই কখনো মালিকের মনের আশা পূর্ণ করতে পারে না।
  • কর্মীরা হল একটি দেশ দল এবং জাতির কর্ণধর।
  • কর্মীদেরকে সম্মান করো তাহলে তুমি দেখবে তোমার উদ্দেশ্য সুন্দরভাবে পূর্ণ হয়ে গিয়েছে।
  • কর্মীরাই আন্দোলনের যুগপৎ সৃষ্টি করতে পারে।
  • তুমি যদি তোমার উদ্দেশ্য সফল করতে চাও তাহলে তুমি তোমার কর্মীদেরকে সম্মান এবং শ্রদ্ধা করো।
  • তুমি দিনমজুরি আর শ্রমিকদের সম্মান যত বেশি করবে তোমার কোম্পানির ততো বেশি এগিয়ে যাবে।
  • তরুণদের সবসময়ের জন্য কর্মীবান্ধব হওয়া চাই, আর বয়স্কদের সাধারণত নেতৃত্ববান হওয়া চাই।
  • তোমরা কর্মীদেরকে ভালোভাবে টিকিয়ে রাখো দেখবে তোমার কোম্পানি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে।
  • রাজনীতিতে কর্মীদেরকে ভালবাসতে হলে তাদেরকে সমর্থন করতে হবে।
  • জীবনে তুমি যদি মহৎ উদ্দেশ্য রাখতে চাও তাহলে তোমাকে কর্মীবান্ধব হতে হবে।
  • কর্মীরা সবসময় ত্যাগী হয়, যদি তাদের নেতৃত্ব ঠিক থাকে।
  • যদি তুমি নিজের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে চাও তাহলে তোমার কর্মীদেরকে অবশ্যই তুমি সাহায্য সহযোগিতা করবে, কারণ তাদের সহায়তায় তুমি সহজে এগিয়ে যেতে পারবে।
  • যুগ যুগ ধরে শ্রমিকদের একটি কথা, শ্রমের মজুরি দাও এবং কর্মীদেরকে ভালোভাবে মানসিক সমর্থন দাও।
  • যুগের শ্রেষ্ঠ সম্পর্ক তারাই তৈরি করতে পারে যারা নেতা হতে চায় এবং কর্মীদেরকে শ্রদ্ধা করে।
  • মানুষ যদি শুধু জীবিকার জন্য কাজ করতো তাহলে তাকে এতটা পরিশ্রান্ত হতে হত না, আর কর্মীদের ক্ষেত্রে পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য আসে না।

https://bongquotes.com/best-quotes-on-lotus-in-bengali/

কর্মী নিয়ে স্টেটাস

কর্মী নিয়ে কবিতা, Best Bangla poems on Worker

  • শক্তি মায়ের ভৃত্য মোরা- নিত্য খাটি নিত্য খাই, শক্ত বাহু, শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই। ক্ষুদ্র হউক, তুচ্ছ হউক, সর্ব সরম-শঙ্কাহীন— কর্ম মোদের ধর্ম বলি কর্ম করি রাত্রি দিন। চৌদ্দ পুরুষ নিঃস্ব মোদের – বিন্দু তাহে লজ্জা নাই, কর্ম মোদের রক্ষা করে অর্ঘ্য সঁপি কর্মে তাই। সাধ্য যেমন – শক্তি যেমন – তেমনি অটল চেষ্টাতে– – দুঃখে-সুখে হাস্যমুখে কর্ম করি নিষ্ঠাতে। কর্মে ক্ষুধার অন্ন যোগায়, কর্মে দেহে স্বাস্থ্য পাই ; দুর্ভাবনায় শান্তি আনে – নির্ভাবনায় নিদ্রা যাই।
  • কর্মই মোরে স্বাধীনতা দিলো
    করিল স্বাবলম্বী-স্বচ্ছল,
    আত্ম চেতনায় অগ্রসর করিল
    বুকে এনে দিল ভরসার বল।
    অলসতা থেকে মুক্তি দিল সে
    করিল মোরে আত্ম-নির্ভরশীল,
    কাটিল মোর ব্যর্থতার ভীষণ গ্লাণি
    খুলিয়া দিল উন্নতির উচ্চ সিঁড়ির খিল।
    সে যে করিল মোরে প্রকৃত সুখী
    ঘরে এনে দিল আনন্দ হাসির ঝলমল,
    মুছে দিল মোর করুণার গ্লাণি
    জীবন করিল উজ্জ্বল-প্রোজ্জ্বল।
  • কর্ম হলো শক্তি মোদের
    কর্ম করে শান্তি পাই,
    নিঃস্ব হলেও স্বস্তি আছে
    অকর্মাদের নেইকো ঠাঁই।
    শক্ত হাতে দাঁড়টা ধরি
    শক্ত হাতে হালটা বাই,
    কাছে পিঠে যেটাই থাকুক
    বেঁচে থাকার গানটা গাই।
    ক্ষুদ্র হউক, তুচ্ছ হউক
    কর্ম করে নিত্তি খাই,
    খেটে খাওয়ার মাঝেই তো সুখ
    বিন্দু তাতে লজ্জা নাই।
কর্মী নিয়ে কবিতা

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা কর্মী নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts