প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবস নিয়ে ক্যাপশন, বার্তা, বাণী ও স্ট্যাটাস, Best Wishes and captions for your love on Promise Day in Bengali


ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ, চকোলেট ও টেডি-ডে পেরিয়ে এসে হাজির হয় প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস। বেশ কিছু উপহার দেওয়া-নেওয়ার দিন কাটানোর পর এবার প্রিয় মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা। ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিনটি। তবে এই দিনে অনেকেই ভেবে পান না যে ভালোবাসার মানুষকে কি প্রতিশ্রুতি দেবেন, তাই আপনার এই সমস্যা সমাধান করতে আমরা আপনাদের জন্য বেশ কিছু সমাধান নিয়ে হাজির হয়েছি।

প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবস

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” প্রমিস ডে বা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিবস ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

প্রমিস ডে শুভেচ্ছা বার্তা, Best Messages on Promise Day in Bengali

  • আজ এই প্রমিস ডে তে তোমার সুখ-দুঃখ, আনন্দ-বিপদ, সবসময় তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। হ্যাপী প্রমিস ডে।
  • আজ নাকি প্রমিস ডে ! তবে আমি তোমার থেকে আমার হাত কখনও না ছাড়ার প্রতিশ্রুতি চাই। দেবে তো ?
  • প্রতিজ্ঞা দিবসে কি আর প্রতিজ্ঞা দেবো তোমায় ! আগেই তো বলেছিলাম, যা কিছুই হয়ে যাক, কখনও ছেড়ে যাবো না তোমায়। হ্যাপী প্রমিস ডে।
  • প্রমিস ডে তে আমার এইটাই প্রতিজ্ঞা রইলো যে, কখনো নিজেকে তোমার চোখের জলের কারণ হতে দেবো না।
  • প্রমিস ডে তে কি প্রতিশ্রুতি দেবো বুঝতে পারছি না, তাই আজ এটাই তোমার কাছে আমার প্রতিজ্ঞা রইলো যে আমি তোমাকে কখনও কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। হ্যাপী প্রমিস ডে।
  • হয়তো আমি রাজা নই, অঢেল টাকা পয়সাও নেই, তাই তোমায় সেইভাবে রানীর মত রাখতে পারবো না, কিন্তু আমার কাছে ধন দৌলোতের অভাব হলেও তোমার জন্য ভালোবাসার কোনো অভাব নেই, প্রতিশ্রুতি দিলাম যে তোমায় মনের রানী বানিয়ে মাথায় তুলে রাখবো, হ্যাপী প্রমিস ডে।
  • আমি হয়তো তোমার সকল সমস্যার সমাধান করতে পারব না, তবে আজকে প্রমিস ডে এর দিনে কথা দিচ্ছি, সকল সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে তোমার পাশে থাকব। হ্যাপী প্রমিস ডে।
  • আজ অবধি নিজের সকল প্রতিশ্রুতি সঠিক ভাবে রেখেছি আমি, তাই আজ প্রমিস ডে তে এই প্রতিশ্রুতি রইলো যে তোমার সব আবদার মেনে নিয়ে তোমায় সবসময় খুশি রাখবো আমি। হ্যাপী প্রমিস ডে।
প্রমিস ডে শুভেচ্ছা বার্তা

ধর্মীয় বাণী বা ধর্ম নিয়ে উক্তি, Valuable quotes on religion and religious belief in Bengali

প্রমিস ডে ক্যাপশন, Promise Day Caption

  • তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা জানি না তবে তোমার খুশির কোনো অভাব হতে দেবো না। হ্যাপী প্রমিস ডে।
  • আমি নিজের চোখের সামনে অনেকজনকেই নিজের ভালোবাসার মানুষটিকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে দেখেছি। কিন্তু আমি তা কখনও করবো না, এটাই আমার প্রতিজ্ঞা। হ্যাপী প্রমিস ডে।
  • কথা তো সবাই দিতে পারে, কিন্তু রাখতে কজন পারে! তাই কথা দিয়ে কথা রাখুন। হ্যাপী প্রমিস ডে।
  • কথায় আছে, প্রতিশ্রুতি ভাঙ্গার জন্যই হয়, এমনটাই তো বলে মানুষ সব সময়, কিন্তু আমি যদি আমার প্রতিশ্রুতি রাখতে চাই ? তুমি বিশ্বাস করবে তো আমার !! হ্যাপী প্রমিস ডে।
  • প্রতিশ্রুতি নাকি পৃথিবীর মধুরতম মিথ্যা, কিন্তু আমি এমন মিথ্যে কখনও বলতে চাইনা। হ্যাপী প্রমিস ডে।
  • যতদিন বেঁচে আছি তোমাকেই ভালাবাসব, কাছে যদি থাকো তবে সকল দায়িত্ব পালন করে তোমার যত্ন নেব। এমনটাই প্রতিজ্ঞা করছি আজ আমি। হ্যাপী প্রমিস ডে।
  • আজ প্রতিশ্রুতি দিবসে আবারও মনে পড়ে গেলো তোমার সেই মিথ্যে প্রতিশ্রুতিগুলো, যদি সেগুলো না রাখারই ছিল তবে কেনোই বা দাও ! তুমি তো জানতে তুমি এই প্রতিশ্রুতিগুলো রাখতে পারবে না, তবে কেনো জেনে বুঝে ভেঙেছিলে আমার মন!
প্রমিস ডে ক্যাপশন

প্রাক্তন কে নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, Best quotes, captions, messages about your ex in Bengali

প্রমিস ডে মেসেজ, Promise Day sayings for someone you love

  • জীবনের প্রতিটা মোড়ে তোমার পাশে থাকার, তোমার সাথে চলার প্রতিশ্রুতি রইল। প্রমিস ডে-র শুভেচ্ছা। 
  • জানি তার সব প্রতিশ্রুতি মিথ্যে ছিল, তাও এ মন ফের তাকেই কাছে পেতে চায়, ওই মিথ্যে কথাগুলোই যেন আনন্দ খুঁজে পায়। 
  • তোমার সেই প্রতিশ্রুতিগুলো আজ গুমড়ে গুমড়ে কাঁদে আমার মনের গভীরে, ভালোবাসার নামে কত ছলনা যে করেছো আমার সাথে, হয়তো কখনো ক্ষমা করতে পারবো না তোমায়।
  • চলার পথে আসা সকল বাধা বিঘ্নকে একসঙ্গে অতিক্রম করে এগিয়ে চলার প্রতিজ্ঞা করি। প্রমিস ডে-র শুভেচ্ছা।
  • কাছে থাকি কিংবা দূরে, যখনই পাশে চাইবে আমাকে সাথে পাবে, এটাই আজ আমার প্রতিজ্ঞা। প্রমিস ডে-র শুভেচ্ছা।
  • তোমার মিথ্যে প্রতিশ্রুতিগুলো নিয়ে আর কখনো ফিরে এসো না আমার কাছে। আমার মনের দরজা তোমার জন্য আর খুলে দেবো না কোনোদিন।
  • তুমি ভালোবেসে আমার জীবনকে এক নতুন অর্থ দিয়েছ। প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বাকি জীবনটা তোমাকে ভালোবেসে কাটিয়ে দেবো। প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • প্রতিশ্রুতি এমনই দাও যা না ভেঙে বরং পূরণ করতে পারবে। আমার কাছে মিথ্যে প্রতিশ্রুতির কোনো জায়গা নেই।
  • চলার পথে রাস্তা দুর্গম হোক কিংবা গভীর অন্ধকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি পুরোটা পথ আমরা একসঙ্গেই হাতে হাত রেখে হাঁটব। প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • হৃদয়ের গাঁথা মালা দিয়েছো যাহারে, প্রিয় তব আপনার বুঝে নিও তারে। প্রতিশ্রুতি দাও নিজ সাধ্য অনুসার, দিনে দিনে বাড়ে প্রেম হৃদয় মাঝার।
  • আমার হাজারটা ইচ্ছে নেই, শুধু একটাই ইচ্ছে আছে, তোমার হাতে হাত রেখে সারা জীবন এগিয়ে চলার, আজ প্রতিশ্রুতি দিবসে আমার এই ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দেবে কি আমায় ? ভালোবাসার মানুষকে জানাই প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
প্রমিস ডে মেসেজ

সমাজ নিয়ে  উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, The Best captions, quotes on Society in Bengali

প্রমিস ডে কবিতা, Wonderful Promise Day poems in Bangla

  • “প্রমিস দিবস” আজি করহ পালন, প্রিয়জনে দাও কিনে যাহা প্রয়োজন।প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • যদি আমার চেয়ে কেউ ভালো রাখতে পারে,সঁপে দিলাম আমি তোমায় তারই কাছে।কথা দিলাম ফিরে তাকাবো না আর কোনো দিন, কিন্তু শেষ বার মন থেকে বলছি আমি তোমাকে এখনও ভালোবাসি।
  • তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেবো আরো, তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না আর কারো। তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড়। ভালোবাসার মানুষকে জানাই প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • ঠিক এমন এভাবে, তুই থেকে যা স্বভাবে।আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • ভালোবাসতে পারি আমি, ভালোবাসতে হবে তোমাকেও, ভালোবাসবো কারণ ছাড়াই, কথা দাও।বেঁচে থাকতে জানি আমি, বেঁচে থাকতে হবে যে তোমাকেও, বেঁচে থাকবো সবাই মিলে, এই কথা দাও। প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা।
  • কতো রাত জাগা প্রতিশ্রুতি সব কি মিথ্যে বলেছিলে তুমি ? হয়ে গেছি খুব একা আমি। তোমায় কি ভুল চিনেছি আমি ?
প্রমিস ডে কবিতা

শেষ কথা :

প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি হলো একটি অলিখিত অঙ্গীকার যা কোনো মানুষকে দিলে তার মর্যাদা রাখতে হয় এবং তা পালন করা ও পূরণ করা একান্ত বাঞ্ছনীয়। যে প্রতিশ্রুতি দিয়েও রাখা সম্ভব না তা না দেওয়ায় শ্রেয়, কারণ এর ফলস্বরূপ হয়তো আপনি নিজের কাছের মানুষের মনে দুঃখ এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারেন।

আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি  ” প্রমিস ডে বা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিবস ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Viral Telegram Channel 🔥

Recent Posts