হাগ ডে বা আলিঙ্গন দিবস হল প্রেমের সপ্তাহের একটি বিশেষ দিন। এই দিনটি ভ্যালেন্টাইন সপ্তাহের ষষ্ঠ দিন। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে দিনটি পালন করা হয়। এই দিনটিকে নিজের ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার দিন হিসেবে চিহ্নিত করা হয়।
এই দিনে সকলে নিজের প্রিয়জনদের ভালোবাসা ভরা আলিঙ্গন উপহার দিয়ে প্রেম নিবেদন করেন। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “হাগ ডে বা আলিঙ্গন দিবস” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
হাগ ডে শুভেচ্ছা, Best Hug Day wishes in Bengali
- তোমার জন্য জমিয়ে রেখেছি সুপ্ত ভালবাসা, একটি তৃপ্ত আলিঙ্গন। শুভ আলিঙ্গন দিবস।
- আলিঙ্গন যেন এক শব্দহীন আলাপচারিতার মত, এর সাথে জড়িয়ে থাকে বহু অনুভূতি কিন্তু সেই মনের ভাব প্রকাশের জন্য মুখে কিছু বলতে হয় না। শুভ আলিঙ্গন দিবস।
- মায়ের আলিঙ্গন, পিতার আলিঙ্গন বা কোনো বন্ধুর আলিঙ্গন, এগুলি সম্পূর্ণ আলাদা অনুভুতি; কারণ তাদের অর্থও আলাদা হয়। তবে তুমি তো আমার জীবনের বিশেষ মানুষ, তাই আজ তোমার থেকেও একটা আলিঙ্গন চাই। হ্যাপী হাগ ডে।
- তুমি কত দূরে আছো তা জেনেও আজ মন চায় তোমার কাছে ছুটে গিয়ে আমার দুই বাহু দিয়ে তোমায় জড়িয়ে ধরতে। আলিঙ্গন দিবসের মত কাছে থাকার দিনেও কেনো যে এই দূরত্ব !
- তোমার আলিঙ্গন হ’ল আমার জন্য এমন এক জ্বালানীর মত যা আমার প্রতিদিন অবিশ্রান্ত কাজ করার জন্য প্রয়োজনীয়। আমি তোমায় খুব ভালোবাসি। শুভ আলিঙ্গন দিবস!
- আজকের এই বিশেষ দিনে আমাকে শক্ত করে আলিঙ্গন করে আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে কখনও ছেড়ে যাবে না। সুখের হোক আমাদের আলিঙ্গন দিবস!
- আজ তুমি আবার ফিরে এসো আমার কাছে, আর জড়িয়ে ধরো আমাকে তোমার দুই বাহুতে, তোমার পথ চেয়ে আমি যে অপেক্ষা করে আছি হে প্রিয়।
- আমি তোমাকে সারা জীবন ধরে নিজের বুকে জড়িয়ে ধরে রাখতে চাই, শুভ আলিঙ্গন দিবস প্রিয়তমা।
হাগ ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভ্যালেন্টাইন্স ডে বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হাগ ডে স্টেটাস, Best Hug Day status in Bangla
- আমার হৃদয় এবং আত্মা যে তোমার ভালবাসার জন্যই আকুল হয়ে থাকে। প্রেমের সপ্তাহের এই বিশেষ দিনে আমাকে শক্ত করে তোমার বুকে জড়িয়ে ধরো।
- যে ব্যক্তি আলিঙ্গন দিবসের সৃষ্টি করেছে তাকে আমি জানাতে চাই ধন্যবাদ, কারণ এই বিশেষ দিনটি আমাকে আজ প্রথমবার তোমায় জড়িয়ে ধরার সুযোগ করে দিয়েছে। আমার প্রথম প্রেম কে জানাই শুভ আলিঙ্গন দিবস।
- সবচেয়ে ভাল অনুভূতি সেটাই হতো যদি আলিঙ্গন দিবসের এই বিশেষ দিনে তোমাকে আমি সারাদিন ধরে দুই বাহুতে জড়িয়ে রাখতে পারতাম।
- আমি তোমার সাথে সময় কাটাতে এলে, যাবার বেলা যখন তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তখন যে আর যেতে ইচ্ছে হয়না। তাই আজ এই আলিঙ্গণ দিবসে তোমায় আমি প্রাণ ভরে আলিঙ্গন করতে চাই, জানতে চাই যে তোমায় কতটা ভালোবাসি, তোমার বাহুতে থেকে কতটা সুরক্ষিত বোধ করি।
- তোমাকে আমি আমার বাহুতে ধরে রাখতে খুব ভালোবাসি, আর চিরকাল তোমাকে আমার বাহুতেই ধরে রেখে দিতে চাই।
- আজ আমরা সাথে আছি বলেই প্রাণ ভরে আলিঙ্গন করতে চাই তোমায়, কিন্তু তুমি যখন আমার সাথে থাকবে না তখন এই জড়িয়ে ধরার স্মৃতিই থাকবে আমাদের কাছে। এটিই আমাদের মুখে হাসি নিয়ে আসবে।
- আমি তোমাকে সবসময় এবং চিরকালের জন্যই আমার কাছে চাই কারণ আমি তোমাকে অনেক ভালবাসি, শুভ আলিঙ্গন দিবস প্রিয়তমা!
- তুমি হয়তো একটি বাক্সের মধ্যে ভালবাসা ভরে রাখতে পারবে না, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অবশ্যই নিজের বাহুতে জড়িয়ে রাখতে পারবে। তাই আলিঙ্গন দিবসের দিনটিতে একটি উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে মধুর প্রেমের অনুভূতি নেওয়া জরুরী।
- আলিঙ্গন দিবসের বিশেষ দিনে তোমার আমার মাঝখানের সমস্ত পার্থক্য ভুলে যেতে চাই, তোমায় ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে শুরু করতে চাই একটি নতুন জীবন। শুভ আলিঙ্গন দিবস।
হাগ ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রমিস ডে বা প্রতিজ্ঞা দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হাগ ডে মেসেজ, Happy Hug Day messages
- আমার একটি আলিঙ্গন হয়তো তোমার মনের সমস্ত সংশয় দূর করতে পারে এবং প্রদর্শন করতে পারে তোমার প্রতি আমার ভালবাসা এবং প্রেমের অনুভূতি।
- আমরা একে অপর থেকে যতই দূরে থাকি না কেন,
- মনে মনে আমি জানি যে আমি সর্বদাই তোমার কাছে ফিরে আসব এবং তোমাকেই জড়িয়ে ধরবো। ভালোবাসার মানুষটিকে জানাই শুভ আলিঙ্গন দিবস।
- মনের মানুষ যদি না বলতেও তোমায় ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরে, সেটা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতিগুলোর মধ্যে একটি। হ্যাপী হাগ ডে।
- তুমি আমার জীবনের বিশেষ একজন মানুষ, তোমার সাথে এই আলিঙ্গনের দিবসটিকে ভাগ করে নেওয়ার চেয়ে ভাল হয়তো আর কিছু হবে না! আমার দিনটি সুন্দর করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ আলিঙ্গন দিবস।
- আমি যখনই হতাশ ও দুঃখিত বোধ করি, তখন তোমার একটি আলিঙ্গন আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। তাই আমার প্রাণপ্রিয়কে জানাই শুভ আলিঙ্গন দিবসের শুভেচ্ছা।
- আমার হৃদয় এবং আত্মা তোমার ভালবাসা সিক্ত, তোমায় সারাজীবন শক্ত করে জড়িয়ে ধরে রাখার বাসনা থাকে সর্বদা আমার মনে, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। শুভ আলিঙ্গন দিবস।
- আমার কাছে তোমার ঐ উষ্ণ এবং প্রেমময় আলিঙ্গনের চেয়ে বিশেষ কিছু এই পৃথিবীতে নেই। তোমার সাথেই যে আমার বার বার প্রেমে পড়া। শুভ আলিঙ্গন দিবস প্রিয়।
- আজকের এই আলিঙ্গন দিবসটি তোমার জড়িয়ে ধরার অনুভূতি ছাড়া যে শূন্য, তাই তোমার থেকে আমার একটি আলিঙ্গন উপহার চাই, হ্যাঁ আমিও তোমায় সেই একই উপহার ফিরিয়ে দেবো।
হাগ ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Kiss Day বা চুম্বন দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হাগ ডে ছবি ও এসএমএস, Unique Hug Day sms and picture
- উষ্ণ আলিঙ্গনে জীর্ণ দেহে প্রাণের সঞ্চার, তোমার আলিঙ্গনে শিরা উপশিরায় রক্তের প্রবাহ বহে, ফুসফুসের সাইনোঅট্রিয়াম নোডের স্পার্ক ক্রিয়ায় হৃদ স্পন্দন জাগে, তাই তোমার স্পর্শ, তোমার আলিঙ্গন চায় এ মন বার বার আজীবন ।
- হৃদয় হৃদয়ে স্পর্শ করে , উষ্ণতায় হর্ষ আনে তোমার আলিঙ্গন ! অব্যক্ত কথার আর যাবতীয় ব্যথার হয় পূর্ণ নিরসন ! বার্তা পাই পুরোপুরি স্পন্দনে স্পন্দনে – মনের কথা বুঝতে পারি , তোমার আলিঙ্গনে ! আজকের এই বিশেষ দিনে খুশি হবে মন ; পায় যদি হৃদয়ভরা -খুশির আলিঙ্গন !
- তীব্র ইচ্ছে, তীব্র আশা, একটাই প্রত্যাশা উষ্ণ আলিঙ্গন, শীতল করা প্রাণ যেন তপ্ত রাস্তায় বৃষ্টির আহ্বান ।
- তোর নিদারুণ সব অবহেলায় হৃদয়ের অপমৃত্যু ঘটে ক্ষনে ক্ষন; শেষ হওয়ার আলিঙ্গন-এই পোড়া পৃথিবীতে তুই বাঁচতে চাওয়ার কারণ৷
- হাতে হাত রেখে করো সারাজীবনের প্রতিশ্রুতি দৃঢ় আলিঙ্গনে হোক সমস্ত মান-অভিমানের ইতি।
- নবরাত্রির সেরা উক্তি ও শুভেচ্ছা বার্তা( ২০২৪), Best ever Navratri wishes( 2024) in Bangla
- বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, ছবি ও ক্যাপশন, Best Bijaya Dashmi wishes in Bangla
- মধু পূর্ণিমার তাৎপর্য, মধু পূর্ণিমার শুভেচ্ছা বার্তা, Madhu Purnima wishes in Bengali
- গান্ধী জয়ন্তী 2024 শুভেচ্ছা, ক্যাপশন, উক্তি, Best Gandhi Jayanti wishes in Bangla
- ঈদে মিলাদুন্নবী কি এবং কেন পালিত হয় ? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু শুভেচ্ছা বার্তা। What is Eid-e-Milad-un-Nabi and why is it celebrated? Some greetings on the occasion of Eid-e-Milad-un-Nabi in Bengali
হাগ ডে বা আলিঙ্গন দিবসের প্রতিবেদন সম্পর্কে শেষ কথা :
আলিঙ্গনের বা কাছের মানুষের জড়িয়ে ধরার অনুভূতিই আলাদা, এতে মনে যেনো এক শান্তির বিস্তার হয়। খুশির দিন হোক কিংবা দুঃখের মুহূর্ত প্রিয় মানুষের আলিঙ্গন খুশির পরিমাণ যেনো আরো বাড়িয়ে দেয়, আর দুঃখের বোঝা থাকলে তা যেন হালকা করে দেয়। আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “হাগ ডে বা আলিঙ্গন দিবস” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
পরিশেষে, Conclusion
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।