বড়দিনের শুভেচ্ছা বার্তা | Bengali Christmas Day Wishes | Merry Christmas messages in Bangla


বছরের যে দিনটিকে কেন্দ্র করে সারা বিশ্বজুড়ে ছোট-বড় সব মানুষের প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তা হল ২৫ ডিসেম্বর, যিশু খ্রিষ্টের শুভ আবির্ভাব দিবস । বাঙালিদের কাছে এই দিনটি ‘বড়দিন’ বলেই বেশি পরিচিত ।

Bengali Christmas Day Wishes

বর্তমানকালে বড়দিন বা ক্রিসমাসের এই বিশেষ শুভলগ্নে আপনজনদের মধ্যে শুভেচ্ছা বার্তা আদান প্রদান একটি সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে । আধুনিক যুগে গ্রিটিংস কার্ডের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই শুভেচ্ছা বিনিময় এখন প্রতিনিয়ত লেগেই রয়েছে আর একটি মনোজ্ঞ শুভেচ্ছাবার্তা মানুষের মনকে করে তোলে প্রফুল্ল। তাই জনগণের সেই আনন্দ ও চাহিদার কথা মাথায় রেখে নিচে উল্লেখ করা হল সুন্দর কিছু শুভেচ্ছাবার্তা যা আপনার বড়দিনের সুন্দর মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলবে ।

বাংলায় লেখা বড়দিনের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছাবার্তা | Borodiner Suvechcha Bani o Line

শোনা যায় যে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের জন্ম হয়েছিল অলৌকিকভাবে। খ্রিষ্টানদের বিশ্বাস অনুসারে এই ধরিত্রী থেকে সকল পাপ ও কলুষতা মুক্ত করতে যিশু খ্রিষ্ট মানুষের অবতার ধারণ করে জন্ম গ্রহণ করেন যাতে মানুষে~ মানুষে বন্ধনকে আরও সুসংহত করা যায়।

  • আপনাকে/তোমাকে এবং আপনার/ তোমার পরিবারের সকলকে জানাই শুভ বড়দিনের এবং নতুন বছরের জন্য সুখের এবং শান্তিপূর্ণ শুভকামনা।
    পঁচিশে ডিসেম্বরের এই পবিত্র দিনে সকলকে জানাই সমৃদ্ধি এবং সুস্থতা । ঈশ্বর সকলের মঙ্গল করুন ! হ্যাপি ক্রিসমাস ডে !
  • বড়দিনের এই আনন্দঘন মুহূর্তে সকলের ঘরে জ্বলে উঠুক ভালোবাসার বাতি; অন্ধকার মুছে গিয়েসারা পৃথিবী হয়ে উঠুক আলোকোজ্জ্বল! বড়দিনের আন্তরিক শুভেচ্ছা রইল তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য ।
    Merry Christmas messages in Bangla
  • “অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোসেই তো তোমার আলো।সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো।”বড়দিনের এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনাবিল আনন্দ , সুস্থতা ও শান্তি। অন্ধকার মুছে গিয়ে, পৃথিবীতে অাসুক এক নতুন ভোর !!
  • বড়দিন সবার কাটুক খুব মজায়, আনন্দে আর হাসিখুশিতে। সুস্থতা থাকুক তার নিত্যসঙ্গী। প্রভু যিশুর আশীর্বাদ পড়ুক প্রতিটি ঘরে ঘরে; এই কামনাই করি সর্বান্তকরণে !!
  • আশা করি বড়দিনের শুভ মুহূর্তটি আপনার এবং আপনার পরিবারের জন্য সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসুক । হাসিখুশি, মজাও আনন্দে কাটুক বড়দিন ।স্যান্টা ক্লজ করুক সকল স্বপ্নপূরণ। হ্যাপি ক্রিসমাস ডে!!!
  • আনন্দ, খুশি ,মজা ও হইচই করে কাটুক বড়দিনের আনন্দঘন মুহূর্তটি। স্যান্টা ক্লজ মনের সব বাসনা পূর্ণ করুক ; প্রতিটি স্বপ্ন পাক পরিপূর্ণতা । সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে।
  • ক্রিসমাস উপলক্ষে আপনার ও আপনার পরিবারের জন্য কামনা করি একটি সুন্দর সময়ের এবং তার সাথে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনগুলি আপনার সকলের জীবনে বয়ে নিয়ে আসুক অসংখ্য সাফল্য এবং গৌরব । শুভ বড়দিন“।
  • বড়দিন শুধুমাত্র একটি উৎসবই নয়; এটি একটি এক অনন্য অনুভূতি। আসুন আমরা সকলে মিলে সেই অনুভূতি ভাগ করে নিয়ে সবাই মিলে আনন্দ করি । শুভ বড়দিন।
  • সকলের উদ্দেশ্যে এই কামনা করি যেন বড়দিনের এই পবিত্র দিনটি সেজে ওঠে সুখময় স্মৃতিতে। প্রভু যিশুর আশীর্বাদে সকলের জীবন যেন হয়ে ওঠে রঙিন। শুভ বড়দিন“।
  • “বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধুতোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু “প্রভু যিশুর কৃপায় ধন্য হোক সকল মানবজাতি ; আনন্দময় হোক আজ ও আগামীর দিনগুলি। শুভ বড়দিন !!!
    মেরি ক্রিসমাস শুভেচ্ছা বার্তা
  • বড়দিনের এই শুভক্ষণে সবকিছু হোক শুভ ;আনন্দ বিরাজ করুক ঘরে ঘরে ; খুশি তে কাটুক আগামী দিনগুলি, সুস্থতা বজায় থাকুক, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী ।হ্যাপি ক্রিসমাস ডে !!
  • পবিত্র বড়দিন সবার কাটুক শান্তি ও আনন্দে !!মেরি ক্রিসমাস ডে!!
  • বড়দিনের মোমবাতির আলোর মতো তোমার প্রত্যেকটা দিন ই হয়ে উঠুক আলোকময়; বড়দিনের কেকের মতোই মিষ্টি হয়ে উঠুক তোমার প্রত্যেকটি মুহূর্ত ! প্রভুর আশিস থাকুক তোমার ও তোমার পরিবারের সকলের ওপর ! বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানাই।

Details about Christmas, How it started and when – Everything in Bengali

মেরি ক্রিসমাস শুভেচ্ছা বার্তা | Bengali Greetings for Christmas | হ্যাপি ক্রিসমাস মেসেজ ও ছবি

প্রভুর এই তাৎপর্যপূর্ণ আগমনের তিথি স্মরণ করে তাঁর অনুসারীরা সমগ্র বিশ্বব্যাপী ধর্মীয় ও সামাজিকভাবে এক জাঁকজমকপূর্ণ উৎসবের মধ্য দিয়ে শুভ বড়দিনের তিথিটি পালন করে থাকেন। পুণ্যময় বড়দিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যেই আজ আর সীমাবদ্ধ রয়ে যায়নি ; খ্রিষ্টানদের সাথে সাথে সকল ধর্ম ,বর্ণ, দেশ, জাতি নির্বিশেষে এই উৎসবের তাৎপর্য ও গুরুত্ব একই রকমভাবে উল্লেখযোগ্য এবং ক্রমাগত ঊর্ধ্বমুখী।

  • পূর্ণ হোক সকল মনোবাসনা ;আনন্দঘন হোক প্রতিটা মুহূর্ত ; সান্তা ক্লজ শুভবার্তা বহন করে নিয়ে আসুক প্রতিটি ঘরে ঘরে। মেরি ক্রিসমাস !!
    এই কুয়াশাবৃত শীতের সকালে; ২৫শে ডিসেম্বরের এই পবিত্র দিনটিতে সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !! সামনের বছরটিও অনেক সুখের বার্তা বয়ে নিয়ে আসুক আপনার জীবনে!!!
  • বড়দিনের এই শুভক্ষণে আমরা যেন সকলে আরও কাছাকাছি আসি একে অপরের ; সকল হিংসা বিদ্বেষ ভেদাভেদ মুছে যাক ; সম্প্রীতিময় এবং রঙিন হয়ে উঠুক সকলের জীবন। মেরি ক্রিসমাস।
    Bengali Greetings for Christmas
  • এই বড়দিনটি তােমার ও তোমার পরিবারের সকলের জীবনেনিয়ে আসুক খুশির বার্তা ; আগামী বছর হোক আনন্দমুখর ।অনেক অনেক শুভেচ্ছা,তুমি ও তােমার পরিবারসদা সুখে থাকো এই কামনা করি ।
  • বিশ্বপিতা প্রভু যিশুর কৃপায় বড়দিনের এই পবিত্র দিনটি হয়ে উঠুক মঙ্গলময়; শান্তি বিরাজ করুক ঘরে ঘরে । পৃথিবী হোক রোগমুক্ত, আগামী বছর বয়ে আনুক সমৃদ্ধি !!মেরি ক্রিসমাস ।
  • প্রভু যিশুর কৃপায় মহামারি থেকে মুক্তি লাভ করুক এ ধরা ।শান্তি ফিরে আসুক এই পৃথিবীতে ; ফিরে আসুক সুস্থতা । আনন্দ বিরাজ করুক প্রতিটি ঘরে ঘরে; ঈশ্বরের কাছে এ প্রার্থনা করি বারে বারে ! বড়দিন শুভ হোক !!
  • বড়দিন মানেই খুশির জোয়ার,হই হই আর ঘুরতে যাওয়া ,কেক খাওয়া আর ভীষণ মজা , খুশির পালে হারিয়ে যাওয়া আলো ঝলমল রাস্তা,আর সান্তা দাদুর উপহারপবিত্র এই বিশেষ দিনেএর থেকে বেশি কী চাই আর?? প্রত্যেক কে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ,ভালোবাসা ও অভিনন্দন !খুব ভাল কাটুক আজকের এই বিশেষ দিনটি।
  • ক্রিসমাসের মতন এক ধর্মনিরপেক্ষ দিনটিতে আসুন সবাই বিদ্বেষ -হিংসা ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি; আলো ঝলমলে দিনটির মতন প্রত্যেকটা মানুষের হৃদয়ে ও জ্বলে উঠুক ভালোবাসার আলো ।বড়দিনের আন্তরিক শুভকামনা জানাই আপনাকে ও আপনার পরিবারের সকলকে।
    হ্যাপি ক্রিসমাস মেসেজ ও ছবি
  • ক্রিসমাস ট্রি , সান্তা ক্লজ ,উপহার আরো কত কিছু প্রভু যিশুর জন্মদিনে ভাল লাগে যেন সবকিছু ।ভালোবাসার রঙে রাঙিয়ে তুলি ,উপহারের রঙিন মোড়ক গুলি, বিবাদ বিদ্বেষ ভুলে গিয়ে মৈত্রীর পথে এগিয়ে চলি !!বড়দিনের আন্তরিক শুভ কামনা সকলকে জানাই !মেরি ক্রিসমাস
  • বড়দিনের পুণ্যময় তিথি কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে আসুন সবাই মিলে আমরা এক হই ;গাই ভালোবাসার গান। নিজে ভালো থাকি এবং সকলকে ভাল রাখি; এই হোক আমাদের পণ । বড়দিনের আন্তরিক শুভকামনা জানাই সকলকে। মেরি ক্রিসমাস!!!
  • জীবন যখন শুকায়ে যায়;করুণা ধারায় এসো “প্রভুর কৃপা-বৃষ্টি পড়ুক সকলের ঘরে ঘরে এই শুভ দিনটিতে ! আনন্দ সমৃদ্ধিও সুস্থতায় ভরে উঠুক বড়দিনের পবিত্র মুহূর্তটি। শুভেচ্ছা রইল।
  • বড়দিনের এই আনন্দময় মুহূর্তে সান্টাক্লজ তার ঝোলায় বয়ে নিয়ে আসুক তোমার জন্য একটি সর্বোত্তম দিন । প্রার্থনা করি এই উৎসবের দিনটিতে তোমার জীবন হয়ে উঠুক রঙিন , সকল স্বপ্ন পূরণ হোক আর আমাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক । শুভ বড়দিন“।
  • বড়দিনের শুভেচ্ছা , আন্তরিক শুভকামনা ও অনাবিল ভালোবাসা জানাই তোমাকে ও তোমার পরিবারের সকলকে। ভালো কাটুক আজ ও আগামীর দিনগুলো ; ভরে উঠুক পরিপূর্ণতা ও সমৃদ্ধিতে। মেরি ক্রিসমাস !!

Merry Christmas wish messages / greetings in English | ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছাবার্তা | Beautiful Happy Christmas Messages

  • Jingle bells, jingle bells Jingle all the way… May the happy sound of the jingle bells make every moment of this special day precious and memorable! Merry christmas to all of you!!!
  • “Mary’s boy child Jesus Christ was born on Christmas DayAnd man will live for evermore because of Christmas Day”~ Wish you and your family a very happy Christmas and a prosperous new year ahead!
  • May this Christmas be full of light and bring joy and laughter for you and your family !! Heartiest wishes for a merry christmas !!
    Beautiful Happy Christmas Messages
  • May the spirit of Christmas infuse your life with hope, positivity and happiness. Merry Christmas to you and your family and an advance happy new year!
  • Wish you and your family members peace, joy and prosperity in this festive season!May the sparkling colours of Christmas candles illuminate your life with happiness, hope and prosperity !!
  • Merry christmas to all !!May this special day bring you the warmth of love you truly deserve and bestow upon you with showers of success and prosperity all through!!!
  • May laughter ,smiles and happiness fill your home this Christmas day as you enjoy the company of your dear and near ones !!! Merry Christmas to you and your family!
  • Wish you and your family a Christmas that’s merry and bright! Hope you have a safe and relaxing holiday season too.
  • The best Christmas gifts come from the heart … My heartiest good wishes to you and your family on this auspicious day!! Merry Christmas and a Happy New year too!!
  • Peace on earth will come to stay when we live Christmas every day.”~ Wish you a Merry Christmas and lots of love from the bottom of my heart !!
  • Thinking warmly of each of you and heartily wishing your family an extra measure of comfort, joy and happiness this Christmas day!! May you have your best Christmas ever!!
  • May the true spirit of Christmas shine in your heart and illuminate your path with glory!!
  • Wishing you a Christmas that is merry and bright with the light of God’s love. Merry Christmas to you and your family !!!
  • It’s people like you that make Christmas so special, colourful and meaningful. Thank you for being there by my side always! Wish you a Merry Christmas!
  • Wishing you peace, goodwill, and happiness at Christmas and always. May this Christmas bring you the gift of love, joy and peace…Enjoy the festive season wholeheartedly with dear and near ones !!

Recent Posts