ইস্টার সানডে (Easter Sunday) খ্রিস্টানদের একটি বিশেষ উৎসব। এইদিনে খ্রিস্টধর্মলম্বীরা বেশ কিছুদিন ধরে নানা রকমের ধর্মীয় অনুষ্ঠান ও কার্যসূচি পালন করে। মূলত খ্রিস্ট ধর্মের পুনরুত্থানকে স্মরণ করার জন্যই এইদিনটির নামকরণ করা হয়েছে দেবী ‘ ইয়োস্ত্রে ‘ র নাম অনুযায়ী যেটির উৎপত্তি হয়েছে জার্মান শব্দ ‘ইয়োস্ত্রি’ বা ‘ইয়োস্ত্রে’ শব্দ থেকে।
ইয়োস্ত্রে হলেন প্যাগান দেবী। তিনি নবজন্ম ও উর্বরতার দেবী। তাঁর প্রতীক হলো ডিম। আসলে তাঁরা মনে করেন এই দিনেই যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করেছিলেন অর্থাৎ এইদিনটি পুরোনো জীবন থেকে নতুন জীবনের শুরুর দিন। গুড ফ্রাইডে’তে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এরপর তার মৃত্যুর তিন দিন পর রবিবারে যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে মানুষের মাঝে ফিরে এসেছিলেন।

নিউ টেস্টামেন্ট অনুযায়ী রোমান কর্তৃপক্ষরা প্রভু যীশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিয়েছিল কারণ তিনি দাবি করেছিলেন যে তিনি ‘ইশ্বরের সন্তান’। রোমান রাজ্যপাল পন্টিয়াস পিলাত তাঁর বিরুদ্ধে রাজদ্রোহ, সিজারকে রাজস্বদানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ এনেছিলেন। কিন্তু যীশু মৃত্যুর তিনদিন পর আবারো জীবিত হয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি সত্যিই ভগবানের সন্তান।
এরজন্যই এইদিনটি খ্রিস্ট ধর্মের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। এই দিনটির মূল উদ্দেশ্য হল নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে অগ্রসর হওয়া। এইদিনে খ্রিস্ট ধর্মের মানুষরা গির্জায় প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত করেন।
ইস্টার সানডের কোনো সঠিক সময় বা তারিখ নেই। ২১ মার্চের পর যেদিন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যাবে তারপরের রবিবারকেই ইস্টার বলে পালন করা হয় যেটি গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৪ এপ্রিল থেকে ৮ মে মাসের মধ্যের সময়। এইদিনে ধর্মীয় রীতি অনুযায়ী ‘ইস্টার এগ’ বিতরণ করা হয় যেটি যীশুখ্রিস্টের পুনঃজন্মের।
অনেকে এই এগগুলোতে নানাধরনের কারুকার্যও করে। বাচ্চাদের চকোলেট এগও বিতরণ করা হয়। এই বছর অর্থাৎ ২০২৫ সালে ২০ এপ্রিলে ইস্টার সানডে উদযাপন করা হবে। ইস্টার বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত যেমন স্প্যানিশ ভাষায়, এটিকে “পাসকুয়া” , ফরাসি ভাষায় এটিকে “পাকুয়েস” এবং জার্মান ভাষায় “অস্টার্ন” বলা হয়।
যেকোনো উৎসবই নিজের কাছের মানুষের সাথে উদযাপন করলে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তবে একসাথে উদযাপন করতে না পারলে টেক্সট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা আমাদের প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি। নিচে পরিবেশ করা হল ইস্টার উপলক্ষে কিছু শুভেচ্ছা বার্তা যা আপনাদের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
ইস্টারের শুভেচ্ছা বার্তা, Easter Wishes






- তিনি আবারো পুনরুত্থিত হয়েছেন! আপনাকে এবং আপনার সকল প্রিয়জনকে ইস্টারের শুভেচ্ছা।
আপনার দিনটি আনন্দ এবং শান্তিতে পূর্ণ হোক এই কামনা করছি। - যখন আমি ভাবি যে আমি কতটা ধন্য, তখনই তোমার কথা মনে পড়ে। শুভ ইস্টার!
- আজ এবং পুরো ইস্টার মরশুম জুড়ে আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শুভকামনা!
- সমাধি খালি! শুভ ইস্টার!
- যদিও আমরা শারীরিকভাবে একসাথে নেই, পুনরুত্থানে আমরা একত্রিত হব। আপনার দিনটি শুভ হোক এবং একটি দুর্দান্ত ইস্টার হোক।
- এই বিশেষ দিনে পুনরুত্থিত প্রভু আপনাকে আশীর্বাদ করুক।
- আজ এবং সারা দিন খ্রীষ্টের আশীর্বাদ তোমাদের সাথে থাকুক। শুভ ইস্টার!
- এই বছর, ২০২৫ সালে, যখন আমাদের পৃথিবী এত চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত বলে মনে হচ্ছে, আমি প্রার্থনা করি যে আপনি ইস্টারে ঈশ্বরের শান্তি এবং ভালোবাসা অনুভব করবেন।
- এই ইস্টারে, আমি ঈশ্বরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই তোমাদের মতো মানুষদের জন্য যারা আমার জীবনকে সমৃদ্ধ করে তুলেছে।
- যদিও আমরা খুব বেশি একসাথে থাকিনি, তবুও এই ইস্টারে আমি আপনার কথা সবসময়ই ভাবছি। আপনার দিনটি শুভ হোক।
- একটি সুন্দর ও আশীর্বাদপূর্ণ ইস্টারের শুভেচ্ছা।
- শুভ ইস্টার। এই অন্ধকার পৃথিবীতে খ্রীষ্টের আলো তোমার জীবনকে উজ্জ্বল করে দিক।
- ইস্টার হল আপনার সকল প্রিয়জনদের সাথে উপভোগ করার, ঐশ্বরিকতা ছড়িয়ে দেওয়ার এবং আনন্দ করার একটি বিশেষ সময়, সকলকে শুভ ইস্টারের শুভেচ্ছা।
- বসন্তের রঙ এবং আনন্দ আপনার ঘরকে আলোকিত করে তুলুক। আশা করছি আপনার ২০২৫ সালের ইস্টার উজ্জ্বল এবং আনন্দময় কাটুক!


ইস্টারের শুভেচ্ছা বার্তা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি যীশু খ্রীষ্টকে নিয়ে লেখা উক্তি সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।


পরিবারের জন্য শুভ ইস্টার শুভেচ্ছা বার্তা, Easter Wishes for Family




- আপনাদের সাথে যীশুর পুনরুত্থান উদযাপন করতে পেরে আমি সত্যিই ধন্য। শুভ ইস্টার!
- যখন আমি ইস্টার এবং ঈশ্বরের অসংখ্য আশীর্বাদের কথা ভাবি, তখন আমি বুঝতে পারি যে আমার পরিবারের চেয়ে বড় আশীর্বাদ আর কিছু নেই। এই ইস্টার মরশুমে অনেক অনেক ভালোবাসা।
- খ্রিস্টের সমাধিটি খালি হলেও আমাদের ঘর ভালোবাসায় ভরে আছে। আমাদের সকলের পক্ষ থেকে শুভ ইস্টার।
- ইস্টারের সমস্ত এগ যেন আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসার ছোট ছোট স্মারক হয়ে উঠুক। আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভ ইস্টারের শুভেচ্ছা।
- রোদ আর হাসিতে ভরা আনন্দময় ইস্টার! বসন্তের আবহাওয়ার মতোই আপনার দিনটি উষ্ণ ও আনন্দময় হয়ে উঠুক।
- এই ইস্টার আপনার জন্য সুখ, শান্তি এবং সমস্ত ঋতুর আশীর্বাদ বয়ে আনুক।
- এই ইস্টার তোমার মতোই মজাদার, মিষ্টি এবং সুন্দর হোক।
- এই ইস্টারে আপনার স্বাস্থ্য, সম্পদ এবং সুখ সমৃদ্ধ হোক।
ইস্টার আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরে সর্বদা আলো থাকে। - বন্ধুত্ব, ভালোবাসা এবং বসন্তের আনন্দে ভরা আনন্দময় ইস্টারের শুভেচ্ছা।
- ইস্টার সানডে প্রত্যেক মানুষের জীবনে বয়ে আনবে শান্তি, ক্ষমা, ভালবাসা, পারস্পরিক মিলন, আনন্দ ও ভ্রাতৃত্ববোধ। শুভ ইস্টার সানডে!
- নতুন শুরুর জন্য শুভেচ্ছা। শুভ ইস্টার!
- নতুন জীবন এবং আশার প্রতিশ্রুতিতে পরিপূর্ণ একটি দুর্দান্ত ইস্টারের আন্তরিক শুভেচ্ছা।
- তোমার ইস্টার রবিবার উষ্ণতা এবং আলোয় ভরে উঠুক। এই ইস্টারে তোমার জীবন সমৃদ্ধ হোক এই কামনা করছি।



- পিসেমশাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা | Best Birthday Wishes for Pisemosai in Bengali
- ক্লায়েন্টের জন্মদিনের শুভেচ্ছা বার্তা, Best Birthday Wishes for Client in Bengali
- জামাইবাবুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা, Birthday Wishes for Brother-in-law in Bengali
- প্রতিবেশীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা | Best Birthday Wishes for Neighbour in Bengali
- প্রকৌশলী দিবসের শুভেচ্ছা, উদ্ধৃতি, Engineer’s Day Greetings in Bengali




পরিশেষে
ইস্টারে মূলত যীশুখ্রিস্টের মানুষের প্রতি আত্মত্যাগের কথাই স্মরণ করা হয়। এইদিনে সকলের উচিত শত্রুদের ক্ষমা করে সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়া কারণ প্রভু যীশুও তাই করেছিলেন। এইদিনে অসহায় মানুষের সাহায্য করা ও কৃতজ্ঞতা জানানোর দিন। এই উৎসবটি শুরু হয় অ্যাশ ওয়েডনেসডে দিয়ে ও শেষ হয় ইস্টার সানডের আগের দিন। যেই সপ্তাহে এই উৎসবটি শেষ হয় তাকে পবিত্র অথবা পূণ্য সপ্তাহ বলা হয়। সেই সপ্তাহের বৃহস্পতিবার জল মন্ডি থার্সডে অর্থাৎ যেইদিন ভগবান যীশু লাস্ট সাপার করেছিলেন।
অন্যদিকে গুড ফ্রাইডে হল যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন। এই উৎসবটি একটি রবিবার পালন করা হলেও আরও কয়েকটি রবিবার পর্যন্তও সেটি উদযাপন করা হয়।ইস্টারের দিনে নানা জায়গায় নানারকমের খাবার খাওয়া হয়। কিছু কিছু জায়গায় হ্যাম, হট ক্রস বান (যেটি প্রভু যীশুর ক্রুশবিদ্ধের প্রতীক) খাওয়া হয় তো কিছু কিছু জায়গায় নানারকমের মিষ্টি যেমন ইস্টার কেক ও ক্যান্ডি খাওয়া হয়।
ইস্টার কিন্তু বিভিন্নভাবে পালন করা হয় যেমন নিউ ইয়র্ক সিটিতে ইস্টার প্যারেড, ইউরোপীয় দেশে ইস্টার বনফায়ার, আবার কিছু কিছু জায়গায় পাহাড়ের নীচে ইস্টারের এগও গড়ানো হয়। আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের পছন্দ হবে । যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।