আমাদের আজকের এই পোস্টটিতে আমরা যীশু খ্রীষ্টকে নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
যীশু খ্রীষ্টকে নিয়ে লেখা সেরা উক্তি, Best bangla quotes on Jesus Christ
- এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে
বিশ্ব পিতা তুমি হে প্রভু - যীশুর কাছে প্রার্থনা করো, মন থেকে যা চাইবে যীশু অবশ্যই তোমায় তা পেতে সহায়তা করবে।
- গন্তব্যে পৌঁছানো নিয়ে চিন্তা করো না, যীশু তোমার পাশে আছে, চেষ্টা করতে থাকো, এগিয়ে যাওয়ার পথ ঠিক খুঁজে পাবে।
- আমি ভালো কিছু করার আগে যীশুর নাম নিয়ে থাকি, যেন আমি যা করতে যাচ্ছি তা ভালোভাবে সম্পন্ন হয়।
- বিপদে পড়লে যীশুর নাম করো, যীশু তোমায় বিপদ থেকে উদ্ধারের পথ দেখিয়ে দেবেন।
- তিনি (যীশু খ্রীষ্ট) আমাদের পাপের জন্য মৃত্যুর হতে তুলে দিয়েছিলেন এবং আমাদের ন্যায্যতার জন্য জীবিত হয়েছিলেন।
- পথ ভুলে গেলে ভয় পেও না, যীশু ঠিক তোমাদের পথ দেখিয়ে দেবেন।
- আমরা যীশুকে গ্রহণ করার কথা বলি, তার মানে হল আমরা পাপের ফাঁদে আটকা পড়া থেকে রক্ষা পাচ্ছি, যার ফলস্বরূপ অনন্ত শাস্তি হয়।
যীশু খ্রীষ্টকে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি যীশু খ্রীষ্ট জীবনী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
যীশু খ্রীষ্টকে নিয়ে লেখা সেরা ক্যাপশন, Best caption about Jesus Christ on Christmas in Bangla
- প্রভু যীশু ফিরে এসো, আমাদের ভালবাসো, প্রভু তোমারই হউক জয়।
- বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন।
- কাউকে নিয়ে নালিশ করার হলে যীশুর কাছে করো, তিনিই তোমার সাথে হওয়া অবিচারের বিরুদ্ধে ন্যায় করবেন।
- বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু - বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে চারপাশ, যীশুর জন্মদিন পালিত হবে, সকলে মিলে একসাথে আনন্দ করবো।
- যীশুর উপর ভরসা রেখে জীবনে এগিয়ে যাও, বিশ্বাস রাখো সব ঠিক হবে।
- যীশু আজো দাঁড়িয়ে দেখি, পেরেক ঠুকে তোমার বুকে,/
যন্ত্রনাতে বিদ্ধ হয়েও মাতছো তবু সৃষ্টি সুখে।/
ঝরিয়ে পাতা শীর্ণ হলো পুড়লো হৃদয় শুকনো কাঠে/
যখন তখন রক্ত ঝরায়, যখন তখন তোমায় কাটে!/
ফুলের ডালি ,ফলের ডালি, দিচ্ছো তুমি দুহাত ভরে,/
দিচ্ছো ছায়া রৌদ্রে সেঁকে পুড়ছো শরীর মোদের তরে।/
দূর আকাশের মেঘকে ভেঙে আনছো টেনে সুধার বারি/
শুদ্ধ বাতাস টানছি সুখে, সে কথা কী ভুলতে পারি!
যীশু খ্রীষ্টকে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বড়দিনের শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
যীশু খ্রিস্টের বাণী, Jishur Mohaan baani
- ঈশ্বরের নামে পশুকে হত্যা করো না। মনে রেখো, ঈশ্বরের করুণা পশুকেও স্পর্শ করে।
- প্রতিবেশীকে সব সময় ভালোবাসবে। প্রতিবেশী বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে রাখবে এই পৃথিবীতে আমাদের সকলকে পাশাপাশি বসবাস করতে হবে।
- হে পিতা, তুমি এদের ক্ষমা করো। এরা জানে না এরা কী করছে।
- সব সময় সততার দ্বারা কার্য সাধন করবে। অসৎ উপায়ে হয়তো সহজে কোনো কাজ সাধন হবে, কিন্তু তার ফল হবে মারাত্মক।
- মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বললে আত্মার অবমাননা হয়। সত্য পথে থাকার চেষ্টা করবে। শিশু এবং নারীকে আলাদা শ্রদ্ধা জ্ঞাপন করবে। মনে রাখবে এরাই হচ্ছে জগতসংসারের শ্রেষ্ঠ নিদর্শন।
- বিশ্বপ্রকৃতির সাথে একাত্ম হবার চেষ্টা করবে। নিজেকে বিশ্বপ্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে মনে করবে।
- কখনো বড়মানুষি করবে না। মনে রাখবে, ঈশ্বর সকলকে একই রকম ভাবে ভালোবাসেন।
- সৎ কাজে মনোনিবেশ করবে। প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু দেখবে শেষ পর্যন্ত তোমার মন একেবারে পালটে গেছে।
- ঈশ্বরের করুণাধারা পাহাড় থেকে ছোট বস্তু খন্ডে একই ভাবে ছড়িয়ে আছে। ক্ষুদ্র বস্তু খান্ডের মধ্যে দিয়ে ঈশ্বরের মহত্ত্ব প্রকাশিত হয়।
- অসৎ পথে চললে সাময়িক শান্তি লাভ করা যায় কিন্তু ভবিষ্যতে অনন্ত দুঃখ কষ্টের জগতে প্রবেশ করতে হয়। তাই অসৎ পথ সর্বদা পরিহার করে চলার চেষ্টা করবে।
- জগত-সংসারে সকলের জন্য ভক্তি বিতরণ করবে। একমাত্র ভক্তি দ্বারাই আমরা ঈশ্বরকে স্পর্শ করতে পারি।
- ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরকে বিশ্বাস করবে। তার কাছে নিজেকে সমর্পণ করবে। সহজ সরল ভাষায় ভগবানকে পুজো করবে। যেভাবে তুমি মা-বাবা, ভাই- বোনের সঙ্গে কথা বললা, ঈশ্বরের সঙ্গে সেভাবেই কথা বলবে।
- অতুল ঐশ্বর্য নিয়ে কিছুই হয় না। মৃত্যুর পর এসব কিছু কি তোমার সঙ্গে যাবে?
- তোমাদের শত্রুকেও ভালোবাসো। কাউকে ঘৃণা করো না। তবে তোমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হবে।
যীশু খ্রীষ্টকে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি খ্রিস্টান ধর্মের উৎসব – বড়দিনের উৎসব সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
যীশু খ্রিস্টের মহান উদ্ধৃতি, Great motivational lines of Jesus Christ
- পাপীতাপী মানুষকে দিতে হবে পবিত্রতার আলো। অন্ধকারের পথ থেকে মুক্তি দিতে হবে তাদের।
- তোমরা অন্যের দোষ বিচার করার আগে নিজের দোষ বিচার করবে।
- তোমরা ভেবো না যে, আমার আগে যেসব মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন, আমি তাদের বাণীকে অস্বীকার করছি। আমি এসেছি তাদেরই সেই বাণীকে নতুন রূপ দেব বলে।
- অপরের কাছ থেকে যেরকম ব্যবহার তুমি আশা করছ, ঠিক সেই রকম ব্যবহারই তুমি তাদের সঙ্গে করবে। তবে তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবে।
- আমার কথা শুনে যে কাজ করবে, সেই-ই হবে যথার্থ মানুষ, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না।
- তোমরা মনে ভেবো, যতদিন না স্বর্গ-মর্ত্য ধ্বংস হবে, ততদিন এই শিক্ষা উপদেশ একবিন্দু ধ্বংস হবে না।
- তোমরা দুঃখ করো না। আমার মৃত্যুর পর এই পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে।
- ঈশ্বরকে শুধু পিতা বলে স্বীকার করলে হবে না। মানুষের মধ্যে যেমন পিতা-পুত্রের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গেও তেমনই মধুর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে। মানুষ যখন শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসায় ঈশ্বরকে বাঁধতে পারবে, তখন এই পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি হবে।
- কেউ যদি কোনো পাপ করে, তাহলে তার বিচার করবার ক্ষমতা আমার নেই, কারণ আমাদের মধ্যে এমন কেউ নেই, যে জীবনে কোনোদিন কোনো পাপ করেনি। আমাদের কর্তব্য মানুষকে ভালোবাসা। আমরা যেন পাপকে ঘৃণা করি, পাপীকে নয়।
- ক্ষুদ্র শিশুগুলিকে আমার নিকট আসিতে দাও, তাহাদের নিষেধ করিও না, কারণ এরাই ঈশ্বর রাজ্যের অধিকারী।
- ঈশ্বর চৈতন্য স্বরূপ; এবং যাহারা তাহার উপাসনা করিবে অবশ্যই ভাবে এবং সত্যে করিবে।
- আমরা এই পৃথিবীতে কিছুই লইয়া আসি নাই, এবং আমরা যে কিছুই লইয়া যাইতে পারি না, তাহাও নিশ্চিত। সুতরাং আমরা যেন অন্নবস্ত্রেই সুখে থাকি।
- যত লোক পবিত্রতা দ্বারা পরিচালিত হন তারা ঈশ্বরের সন্তান। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, তুমি আমাকে পরিত্যাগ করলে কেন?
- যে সকল বস্তুতে রাজার অধিকার তাহা রাজাকে সম্প্রদান কর, আর যেসকল বস্তুতে ঈশ্বরের অধিকার তাহা ঈশ্বরকে সমর্পণ কর।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা যীশু খ্রীষ্টকে নিয়ে লেখা কিছু ভালো উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।