অভিনেত্রী শ্রাবন্তীর বৈবাহিক জীবনে যে সবকিছু ঠিক নেই সেই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। তবে এই গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং, সম্প্রতি ইনস্টাগ্রামে রোশন একটি মিম পোস্ট করেন যেখানে লেখা এক প্রেমিক হাটু গেড়ে বসে প্রেমিকাকে জিজ্ঞেস করছেন তুমি কি আমার জীবন ধ্বংস করে দেবে? যার উত্তরে প্রেমিকা বলছেন ও এম জি, হ্যাঁ।
টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছে শ্রাবন্তী-রোশনের দাম্পত্য সম্পর্কে ফাটল নিয়ে, তৃতীয় বিবাহ বিচ্ছেদ হতে চলেছে নায়িকার, এই খবর বেশ কয়েকদিন ধরেই উঠে আসছে। এব্যাপারে প্রকাশ্যে শ্রাবন্তী কিছু না বললেও নানা রকম পোস্টে ধরা দিচ্ছে শ্রাবন্তীর মনের কথা। নতুন জিম নিয়েই আজকাল ব্যস্ত শ্রাবন্তী। সম্প্রতি রোশনের ওই পোস্টের পরেই শ্রাবন্তী ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন যেখানে একটি কোটেশন পোস্ট করেন শ্রাবন্তী, যেখানে লেখা একজন নারী সাময়িকভাবে ভেঙে পড়লেও ভাঙা টুকরোগুলো আবার জুড়ে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতেও পারে।
কেউই প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য না করলেও ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আবার শুরু হয়ে গেছে চাঞ্চল্য। নেটিজেনরা মনে করছেন মজার ছলে দিলেও রোশনের পোস্ট অন্য ইঙ্গিত বাহী, হয়তো রোশন তার জীবন ধ্বংস করার জন্য শ্রাবন্তীকেই দায়ি করছেন। আবার শ্রাবন্তী যে কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না, বরং আরও শক্ত হবেন সেটাই এই কোটেশন পোস্ট করে বুঝিয়ে দিলেন রোশনকে।তবে দুজনের মধ্যে যাই হোক শ্রাবন্তীর অনুরাগীরা চাইছেন যাতে আবার দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায