প্রত্যেক নতুন দিনের সূত্রপাত যদি একটি ইতিবাচক বা সদর্থক উক্তি পাঠ করার মাধ্যমে হয় তাহলে মনটাও বেশ প্রাণচঞ্চল এবং ফুরফুরে হয়ে ওঠে ।অনুপ্রেরণামূলক শুভেচ্ছাবাণী মানুষের কর্মোদ্যম বাড়াতে একান্তই সহায়ক।আজকে তেমনই সপ্তাহের একটি বিশেষ দিন, শুক্রবার। এই দিনটিকে আরও সুন্দর করে তুলতে আমরা নিয়ে এসেছি Friday quotes in Bengali আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ।শুক্রবারের এই বিশেষ বার্তাগুলি নিজে পড়ুন এবং
প্রিয়জনকে পাঠান ।

শুক্রবারের শুভেচ্ছাবার্তা স্টেটাস, Happy Friday status in Bengali
- সব রসায়ন দেখছে দুচোখ, প্রেমসম যে নাই কিছু,
রতি পরিমাণ দেহে করলে প্রবেশ,
স্বর্ণ হয়ে যায় সর্বাঙ্গ।শুক্রবারের আন্তরিক শুভেচ্ছা!! Happy Friday!! - নামাজ কে আমি ভালবাসি নদীর ঢেউ পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা। শুক্রবারের এই পবিত্র দিনটিতে আমার মুসলিম ভাই- বোনেদের জানাই জুম্মা মোবারক”
- মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম! শুক্রবারের শুভেচ্ছা! জুম্মা মোবারক”
- পুঁথি পাঠ করে কজন হতে পারে পণ্ডিত?
দুই অক্ষর প্রেমের পাঠ করে যে পণ্ডিত হয়, সে-ই যে আসল জ্ঞানী ॥ একটি আলোকোজ্জ্বল দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার!! Happy Friday!! - মোর আঁখির মাঝে এসো তুমি,
চোখ বুজে নি তখনি ,
আর দেখব না কাউকে তার পর
না কাউকে দেখতে দেব তোমায়।
ভালোবাসা থাকা অটুট ;তোমায় জানাই শুভ শুক্রবার!! Happy Friday - শত প্রতিকূলতার মধ্যে থেকেও আশা পরিত্যাগ না করে সামনের দিকে এগিয়ে চলাই হলো সফলতার চাবিকাঠি । শুক্রবারের শুভেচ্ছা ! Happy Friday!!
- বইয়ে থাকা বিদ্যা,
পরের হাতে থাকা ধন একইরকম।
প্রয়োজন কালে তা বিদ্যাই নয়,ধনই নয়।“-
পৃথিবীতে এমন কোনও হতাশা জন্মাইনি যা আশাকে পরাজিত করতে পারে। একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - যতক্ষণ জীবন আছে ;ততক্ষণ ই জীবিত আছে আশা। শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
- যদি আপনার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, আপনি বিচলিত না হয়ে তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করুন~ শুক্রবারের শুভেচ্ছা!! Happy Friday!!
- সবথেকে খারাপটার জন্য প্রস্তুত থাক, কিন্তু সব সময়ে সবচেয়ে ভালোটার জন্যই আশা কোরো।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে ই রাতগুলো সব থেকে অন্ধকারাচ্ছন্ন হয়; তাই আশাহত হওয়া উচিত নয়।জীবনের ভোর আসবেই। ~শুক্রবারের শুভেচ্ছা রইল!! Happy Friday!!
- আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার
আসবে টেলিফোন।
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - হাল ছেড় না বন্ধু
বরং কন্ঠ ছাড় জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - ফেলে আসা কিছু স্মৃতি, কিছু প্রিয় মুখ
ভালোবাসার আবেশ জড়ানো কিছু চেনা সুখ।
কিছু কিছু সম্ভাবনা, আর কিছু কল্পনা
বিস্মৃতির অতলে হারানো কিছু প্রিয় ঠিকানা।
শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!

শুক্রবারের শুভেচ্ছাবার্তার ক্যাপশন, Captions for Happy Friday
- মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে
নাম নেবো মোহাম্মদের..
কেটে যাবে ভয় বিপদের
সবার মাঝে তিনি বিরাজ করেন রে ..
শুক্রবারের শুভেচ্ছা!! Happy Friday!! - আয় আর-একটিবার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়।
শুক্রবারের আন্তরিক শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - আমি আশায় আশায় থাকি।
আমার তৃষিত-আকুল আঁখি॥
ঘুমে-জাগরণে-মেশা
প্রাণে স্বপনের নেশা–
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - মেঘ দেখে কেউ করিস নে ভয়
আড়ালে তার সূর্য হাসে।
হারা শশীর হারা হাসি
অন্ধকারেই ফিরে আসে।
শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - আকাশ খেলে হোলি,
নিয়ে কৃষ্ণচূড়ার আবিব,
প্রকৃতির এ খেলার সাথে আজ আমিও হয়েছি শামিল ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - রঙের পরশ লেগেছে বনে
প্রেমের পরশ জেগেছে মনে
পাখিদের কলতানে আজ সুরেলা বনানী
সেই সুরের তালে মেতে উঠেছে সুদূর দিগন্ত।
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - পাখির কলতানে ,ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন ,
প্রকৃতি যে করেছে এই অপার আয়োজন ।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - আজ এই সুপ্রভাতে
প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে
হৃদয়ে জাগে শিহরণ ।
অপরূপা এ মোহময়ী রূপে ,
করি আমরা নিত্য অবগাহন ।
~শুক্রবারের শুভেচ্ছা !! Happy Friday!!
সূর্যালোকের কোমল পরশে জাগরিত সার্বজনীন,
পাখ-পাখালির কল-কাকলী এলো সোনালী দিন।
ধানের শীষে আছে মিশে সোনালী রঙের দানা,
সবুজ পাতায় শিশির ফোঁটায়, যেন মুক্তা কণা।
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - যারা পরিশ্রমী,তাদের জন্যে কোনকিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোন ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয়~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - বসন্ত যদি পলাশ খোঁজে, খুঁজুক; তুমি শুধু খুঁজো আমায়। ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!

মঙ্গলবারের শুভেচ্ছাবাণী, Tuesday Quotes in Bengali language
শুভ শুক্রবারের শুভেচ্ছাবার্তা কাব্য, Poetic phrases for Happy
Friday
- রঙে রঙে রঙিল আকাশ,
গানে গানে নিখিল উদাস।
যেন চল-চঞ্চল নব পল্লব দল,
যেন চল-চঞ্চল নব পল্লব দল,
মর্মরে মোর মনে মনে। ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - প্রভাতে জাগিয়া আগামীর পথে নতুন স্বপ্ন বুনন;
করো পরিশ্রম সততার সাথে তবেই হবে স্বপ্নপূরণ।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - উৎসবে,বিপদে,দুর্ভিক্ষে,শত্রুর সঙ্গে সংগ্রামকালে,
রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে,সে-ই প্রকৃত বন্ধু।~ শুক্রবারের শুভেচ্ছা রইল!! Happy Friday!! - কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - এ দিন আজি কোন্ ঘরে গো
খুলে দিল দ্বার।
আজি প্রাতে সূর্য ওঠা
সফল হল কার।
~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - কাহার অভিষেকের তরে
সোনার ঘটে আলোক ভরে।
উষা কাহার আশিস বহি
হল আঁধার পার।
~শুক্রবারের শুভেচ্ছা!! Happy Friday!! - রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা,
শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা।
সংসারের সুখে দুখে চলিয়া যেয়ো হাসিমুখে,
ভরিয়া সদা রেখো বুকে তাঁহারি সুধাধারা ॥
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - বহুযুগের উপহারে
বরণ করি নিল কারে।
কার জীবনে প্রভাত আজি
ঘোচায় অন্ধকার।
শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - কী রবে আর কী রবে না
কী হবে আর কী হবে না,ওরে হিসাবি,
এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?
ওরে, নূতন যুগের ভোরে
দিস নে সময় কাটিয়ে বৃথা,
সময় বিচার করে। ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - জীবন মানেই ছুঠতে হবে
থামা মানেব শেষ
দুদিনের এই ভবে থেকে
কেন হিংসা দ্বেষ ?
জীবন থাকুক ভালোবাসায়
বন্ধু থাকুক সাথে
তোমায় জানাই শুভ কামনা
সুন্দর এই প্রাতে!!~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।
আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তোমার ক’রে দেব তখন তারা আমার হবে–
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে
সকালে উঠিয়া এই বলি মনে মনে।
একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!! - মনের জোর’ হলো পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ
যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়ার শক্তি দেয়॥ ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!! - বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় ;যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় ~শুক্রবারের শুভেচ্ছা জানাই!! Happy Friday!!
- শ্রদ্ধা ,ভালোবাসা ,বন্ধুত্ব ~এই তিন মিলিয়েই আমাদের অস্তিত্ব!! ভাল আছি; ভালো থেকো
~একটি সদর্থক দিনের কামনায় তোমায় জানাই শুভ শুক্রবার !
Happy Friday!!
- বন্ধুদের স্মৃতি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best Quotes on the memories of friends in Bengali
- শ্রমের মর্যাদা, Best essay on Dignity of labor in Bengali
- হারিয়ে যাওয়া নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, The Best quotes, captions on getting lost in Bengali
- আপন পর নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, The Best quotes, captions on ‘Apon Por’ in Bengali
- পূর্ণতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quote, captions, write up on Completeness in Bengali

শুক্রবারের সদর্থক ও অনুপ্রেরণামূলক বাণী গুলি আশা করি আপনাদের মন ছুঁয়ে গেছে। Friday Quotes নিয়ে আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের আজকের পোস্টটি থেকে আপনার পছন্দের লাইনগুলি এবং সর্বোপরি আপনার অমূল্য মতামত জানাতে ভুলবেন না।
