বিদায় শব্দটি মনে যেনো দুঃখ অনুভব করিয়ে দেয়। তাছাড়া বিদায়ের কারণে অনেক কাছের মানুষ একে অপরকে থেকে দূরে চলে যায়, তখন নিজেকে যেনো অনেকটা অসম্পূর্ণ বলে মনে হয়।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “বিদায়” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
বিদায় নিয়ে ক্যাপশন, Best Good bye sayings in Bangla
- কিছুর অস্তিত্ব নেই যেনো আজ, নেই আজ কোনো মান অভিমান সময় হলো অনেক এবার তাহলে বিদায় নেওয়া যাক |
- আমার অসম্পূর্ণতার মাঝেও সম্পূর্ণ তুমি, করজোড়ে জানাই তোমায় বিদায় রজনী।
- নিজেকে নিজের কাছেই বোঝা বলে মনে হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে বিদায় নেবো এই পৃথিবী থেকে ।
- যা জানার ছিল জেনে গেছি, এবার তবে বিদায়ের পালা।
- সেই বসন্তে যতটা ভেঙেচুরে ভালোবেসেছিলে, বিদায় বেলায় ঠিক ততটাই অভিশাপ দিয়ে যেও।
- বিদায় বেলায় অশ্রু ঝরে, মুক্তি! বিদায় বন্ধু !!
- বিদায়ের ডাক ডাকো তোমার নিজ দোষে , টান না রেখেই বিদায় দাও স্তব্ধ হয়ে ।
- কাছের মানুষটাও আজ দুরত্ব রাখছে, বুঝতে পারছি অবহেলিত জীবনের সমাপ্তি ঘটছে! চোখের জলে বিদায় বন্ধু, ক্ষমা করিস আমায়..!!
- হঠাৎ করে বললি ” বিদায়!”, ক্রমশঃ নষ্ট হচ্ছি স্বভাবে… ‘ভালোই আছি!’, বলি, “দ্বিধায়”, সৎ সাহসের অভাবে!!
বিদায় নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ব্রেক আপ নিয়ে লেখা উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বিদায় নিয়ে স্ট্যাটাস, Biday niye status
- এমন করে হারিয়ে যেতে নেই, সুখের বাতি জ্বালায় উঠানে ফেরার কথা ভুলে যেতে নেই ৷ চলে যাওয়ার ভাবনায় জড়ায়ে মোরে ; আলিঙ্গনে বিদায় দিতে নেই তোমায় আঁকড়ে বেঁচে থাকা মোর, সবকিছু ছাড়িয়া এইভাবে চলে যেতে নেই ৷
- এই ‘পোড়া কলিজা’ অবুঝ আজ, দেখতে চাইনা তোর মুখের হাঁসি । অভিনয়ে জয়ী তুই আজ, আমায় এবার মুক্তি দে বিদায় সর্বনাশী।।
- কান্না পুড়িয়েছি আমি একাকীত্বের আগুনে, নেভানো বড়ই দায়, যদি ভেসে আসে ভালোবাসা হারানো সুরে, বলে দিও তাকে, বিদায়।
- বিদায় হলেও জেনো প্রিয় হয়না বিদায়, বিদায় কইও না প্রিয়, বিদায় লিখোনা, যাবার বেলায় ভুলেও বলোনা বিদায় দূরত্ব বাড়লেও প্রিয় হাত ছেড়ে যেওনা।
- সময়ের কিছু হাতছানি…. তারই মাঝে বন্ধু শব্দে, কয়েক পদক্ষেপের অঙ্গীকার…. বিদায় পর্বে মিলায়ে মোরা জীবন সূচনার পর্বে হই, চলো বাস্তবের রূপকার ।
- প্রথম আলোতে লেখা ছিল গোধূলির কথা বুঝেছি যখন আজ ঘনিয়েছে বেলা, সমুদ্র হয়েছে বিরামহীন মায়া বেড়ে কি করে থামাব এ বিদায়ের তোলপাড় দোলা ৷
- আমাদের দেখা হয়েছিল রঙিন ধুলো কুড়োতে গিয়ে, অনেক বেলা কেটেছে পুতুল খেলে, জীবনের ছুটি ফুরিয়ে যাবার পরে…বিদায় নিতে আমার কাছে এলে!
- তোকে আজি বিদায় দিলেম ভালোবাসার ছুটি… নিজের মতো ভালো থাকিস বাঁধন দিলেম টুটি… তোর ভালোবাসার ছুটি।
- ভালো থাকতে দিলো না আমায় মিথ্যের ছলনা অপেক্ষাপ্রহর বিদায় দিল অশ্রু বিন্দু মোহনা ভালোবাসা ছুটি চাইলো তোমায় ঘেন্না করে মন্দির মন বন্ধ দুয়ার অস্তগামী পরে।
- একবার ভেবেছিলাম তোমাকে ছেড়ে যাব‘ বিদায় প্রিয় ‘ বলে পথ হারাবো….তখনই তোমার মিষ্টি ঠোঁটের ওঠা নামার কথা মনে পড়ে….তাই বারবার ফিরে আসি তোমার বাহুডোরে
বিদায় নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্ল্যাপ দিবস বা থাপ্পড় দিবস সম্পর্কিত উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বিদায় নিয়ে মেসেজ, Best goodbye messages
- মনে আছে সে বিদায় বেলার কথা? উঠোন ভর্তি মানুষ, পড়ছে কোরান সেথা কেউ কেউ কাঁদছে তখন কিন্তু ভুলে গেছে এখন৷
- জীবনের এই শেষ পৃষ্ঠা ত্যাগ করে, বিদায় নেব আমি নীরবে বৈশ্বানর পৃথিবীর বুক থেকে।
- তুমি কি বিদায় নিলে..নাকি বাহানা খুঁজছিলে? আমি খুবই বোকা ছিলাম শুধু ভালোবাসতে চেয়েছিলাম।
- খুবই বিষন্ন এক বিকেলে আমি বিদায় নিবো . হঠাৎ শালিকের সাথে দেখা হলে গান শোনাবো, কেউ দেখুক বা না দেখুক, আমি চলে যাবো . আড়াল থেকে তোমার শুধু ভালবাসবো।
- শেষমেশ হেরফের হলো আমাদের সবকিছু, শুধু ঠিক থাকলো বিদায় নেওয়ার পালা…আমার বিদায়ে তুমি নেই, তোমার বিদায়ে আমি নেই।এমন তো কথা ছিল না বলা।
- মন চায় না দিতে বিদায়, কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়…সময় চলে যাচ্ছে সময়ের মত..মনে করে দেখো স্মৃতি আছে কত!
- তোমার আমার প্রণয় শেষ হয়েও তা শেষ নয়, বিদায় ঘণ্টা বাজে নীরব অমোঘ সাজে ৷অভিমানী মন শোনেনা বারণ, নিঃশব্দে ঝরে দু নয়ন ।।
- বিদায় নিওনা হায় দীপ নিভে আসে দেখো প্রহর গুণে। তবে শেষ কথা যাও শুনে কোনদিন আর যদি আমারে না চাও।
- আজ আকাশেরও মন ভাল নেই, সাদা মেঘ গুলো কালো হয়ে উঠেছে, আজ তবে থাক, পরে ভালোবেসো… বিদায় মেঘ, কাল আবার এসো।
- ক্ষমা করো, ধৈর্য ধরো, হউক সুন্দরতর বিদায়ের ক্ষণ।মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়– শুধু সমাপন।শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরী হতে তীর, খেলা হতে খেলাশ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীড়।
- কিছু বন্ধুত্ব শেষ হয়েও শেষ হয় না, মনের গহীনে মিশে থাকে অতল হিয়ায় তাই, আমার হৃৎস্পন্দন ছুঁয়ে থাকা বন্ধুদের বলছি , বিদায়, বন্ধু বিদায়।
বিদায় নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফেয়ারওয়েল জানিয়ে শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বিদায় নিয়ে কবিতা , Best goodbye poems in Bengali
- যতক্ষণ ভাঙা যায় ভেঙ্গেছি, যতটুকু দূরে থাকা যায় থেকেছি, যেখানে হারিয়ে যাওয়া যায় হারিয়েছি, বিদায়টা আজ তবে এভাবেই হোক।
- তোমার ভালোবাসা বুকে নিয়ে বিদায় নেবো চিরতরেদেখা হবে না আর, আমি কোনোদিন আর পাবো না তোমায় কাছে, হারিয়ে যাবো আমি, হারিয়ে যাবো চিরতরে।
- ভাঙ্গে, ভাঙ্গে, সবই ভাঙ্গেবদলে যায় দিন, মাস, বছর কেলেন্ডারের তারিখ পাল্টায়।পাল্টে যায় মানুষ, মানুষের মনের সমীকরণ।এভাবেই বিদায় নেয় আরো একটি বছর৷
- তবু সে তো স্বপ্ন নয়,সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়,সে আমার প্রেম।তারে আমি রাখিয়া এলেমঅপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে।পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসেকালের যাত্রায়।হে বন্ধু, বিদায়।
- আসলেই কি বিদায় নেওয়া যায়? তুমিও কি আজ ভুলে গেছো আমায়? কই আমি তো ভুলতে পারি না, শতবার ফিরে আসে অতীতের ভাবনা৷
- তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না ।ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না ।।
- বিদায়ের ক্ষণ সমুপস্থিত ।প্রায় সাত বছর ধরে যে সম্পর্ক তিলে তিলে গড়ে উঠেছিল,এখন তা শেষ হয়ে যাওয়ার পথে ।কত সুখ, দুঃখ, আনন্দ রাগ অভিমান, হয়তো কোথাও লুকিয়ে ছিল একটু ভালবাসা ।
- ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে…আমায় তারা ডাকে সাথী আয়রে আয়…সজল করুণ নয়ন তোলো দাও বিদায়।।
- বিদায়ের সেহনাই বাজছে…কথাগুলো ফুরিয়ে আসছে…হয়ত এ শহরে গোলাপ ফুলের বড্ড অভাব, একটু ভালবাসা পেলেই হারিয়ে যাওয়া আমার স্বভাব
- আজো তুমি নিজে হয়তো-বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন।ভার তার না রহিবে, না রহিবে দায়।হে বন্ধু, বিদায়।
- দেহকে জানাই চির বিদায়…অনেকেই তো ছিল এ যাত্রায়…আমি এখন বাতাসে ভাসব নির্দ্বিধায়।
- মনে পড়ে আজ সে কোন্ জনমে, বিদায় সন্ধ্যাবেলা-আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা।।সেই সে বিদায় ক্ষণে, শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা।।
- যাবার বেলা তোমায় আমি কোনও বাধা দেব না… জয় করে ফিরবে যখন আমার কথা ভুলো না …
- আমার যাবার বেলায় পিছু ডাকে, ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥ বাদলপ্রাতের উদাস পাখি ওঠে ডাকি। বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে॥
- যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কেন বলো কাঁদালে আমায়।আমার এ মন বুঝি মন নয়।।
- একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।
- মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই..সব নিভিয়ে ফেলেছিলাম….বিদায় দেবার আগে মা তোর গাল দু’খানি ছুঁই, আসছে বছর এই শরতেআবার আসিস তুই
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “বিদায়” সম্পর্কিত রোমান্টিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে।
এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।