আগামী দু দিন উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হলেও বর্তমানে আর দুর্যোগের সম্ভাবনা নেই।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে যা শুক্রবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়ে জানানো হয়েছে কোনও কোনও স্থানে অতি বৃষ্টির ফলে নদীর জল বেড়ে বন্যা হতে পারে, ধস নামার সম্ভাবনা আছে পাহাড়ি এলাকায়।
জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপাসগর থেকে উত্তরবঙ্গে গেছে, এরপর পাহাড়ে ধাক্কা খাওয়ার ফলে শুরু হবে বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।বুধবার তিনি আরও জানান বেশ কিছু স্থানে বৃষ্টি শুরু হয়েছে যা আগামী দুদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী মাত্রায় হওয়ার সম্ভাবনা আছে।নিম্নচাপ অক্ষরেখা সিকিম পর্যন্ত আছে যা বিস্তৃত উত্তরবঙ্গের উপর দিয়ে। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ ও কোচবিহারে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা বুধবার, যা চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরের প্রায় সব জেলাগুলিতেই অতি ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে। ধস নামার সম্ভাবনা থাকছে দার্জিলিং ও কালিম্পঙে। এইসব এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ বর্তমানে ছত্তীসগড়ে অবস্থান করলেও দুদিন তা অবস্থান বদলে সরে যাবে উত্তরপ্রদেশের দিকে। নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্তর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ভূ-খণ্ডে ঢোকার ফলে দুর্যোগের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গে, জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, অসম, মেঘালয় ইত্যাদি ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্য এবং বিহার ও উত্তর প্রদেশ আগামী কয়েকদিন থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা ।