কৃষিতে ভারতের সহযোগিতা পাবে বাংলাদেশ


রীভা গাঙ্গুলী যিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার তিনি বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেন রবিবার এবং ভারত ও বাংলাদেশের কৃষি, প্রাণিসম্পদ এবং ডেইরি ইত্যাদি বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়৷

এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
কৃষিমন্ত্রী জানান বাংলাদেশে একসময় কৃষিখাত কম উৎপাদনশীল হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের একাধিক প্রচেষ্টায় কৃষিখাতে ব্যাপক সাফল্য এসেছে। এখন লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেই কারণে বাড়াতে হবে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ। এক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যৌথভাবে কাজ করার সু্যোগ আছে। এই সময়ে কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহযোগিতা চায় বলে জানায় কৃষিমন্ত্রী।

তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ কৃষি। ভারতের গ্রামীণ অর্থনীতিতের ক্ষেত্রেও কৃষির প্রচুর গুরুত্ব । ভারত ও বাংলাদেশ কৃষিপ্রধান হওয়ায় দ্রুত শিল্পায়নের দিকে যাওয়ার জন্য অভ্যন্তরীণ বাজার বৃদ্ধি জরুরী। সেই কারণে কৃষি ছাড়াও, শিল্পায়ন, সার্ভিস সেক্টরসহ অর্থনীতির সব ক্ষেত্রেই অনেক সুযোগ আছে দু’দেশের নিজেদের মধ্যে সহযোগিতা করার।

ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধুরাষ্ট্র, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক গভীর, এ সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে ভারতের থেকে সহযোগিতা পাবে বলে তার দৃঢ় বিশ্বাস জানান কৃষিমন্ত্রী।

রীভা গাঙ্গুলী বাংলাদেশের কৃষিতে সাফল্যের প্রশংসা করেন, এগ্রো প্রসেসিং, ডেইরি, কৃষি প্রকৌশল এবং লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে দু’দেশের সহযোগিতার সুযোগ রয়েছে এবং এসব বিষয় ছাড়াও কৃষিক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে তিনি আশ্বাস দেন।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...