হোয়াটসঅ্যাপ ব্যবহারে ছিল নিষেধাজ্ঞা, সুরক্ষিত ম্যাসেজিং অ্যাপ ‘SAI ‘ তৈরী করল ভারতীয় সেনা


হোয়াটসঅ্যাপ এর প্রতিপক্ষ হাজির, ‘আত্মনির্ভর ভারত’ কে আরও মজবুত করতে হোয়াটসঅ্যাপ এর মতোই ম্যাসেজিং অ্যাপ সৃষ্টি করেছে ভারতীয় সেনা। যার নাম সিকিওর অ্যাপলিকেশন ফর ইন্টারনেট (Secure Application for Internet) বা SAI। অতীতে অনেক সময় দেখা গেছে সেনা অফিসররা পাক গুপ্তচরের হানিট্র্যাপে পড়েছিলেন। এছাড়াও সেনার অনেক তথ্য ফাঁস হয়ে গেছে বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে। সেই কারণেই গত বছরই ভারতীয় সেনার তরফে এক নির্দেশিকায় বিভিন্ন অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আরও অনেক অ্যাপ ।


 SAI অ্যাপটি সাধারণ মানুষের জন্য নয়, এই অ্যাপটি তৈরী হয়েছে ভারতীয় সেনাদের ব্যবহারের জন্য। এই ম্যাসেজিং অ্যাপটি অনেক সুরক্ষিত যা তার নাম দেখেই বোঝা যাচ্ছে।এই অ্যাপে তথ্যচুরির কোনো ভয় থাকবে না। এই অ্যাপটি তৈরি করেছেন রাজস্থানের সিগন্যাল ইউনিটের কম্যান্ডিং অফিসার কর্নেল সাই শংকর।  এই অ্যাপটিকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে নথিভুক্ত করার কাজও চলছে।


বৃহস্পতিবার SAI এর উদ্বোধনের পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় এই অ্যাপের মাধ্যমে শুধু ভয়েজ বা টেক্সট ম্যাসেজ ই নয় পাশাপাশি ভিডিও কল ও করা যাবে। এটি এন্ড-টু-এন্ড সিকিওর মেসেজিং অ্যাপ। এই অ্যাপের মডেলটি  WhatsApp, Telegram, SAMVAD এবং GIMS এর মতোই এই অ্যাপের জন্য  প্রয়োজনীয় পরিকাঠামোর জোগান দিচ্ছে NIC,  পাশাপাশি iOS প্ল্যাটফর্মে কাজ চলছে এই অ্যাপটির। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪ জুলাই ঘোষণা করা  ‘আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ’ মেড-ইন-ইন্ডিয়া প্রযুক্তি তৈরিতে অনুপ্রেরণা দিয়েছে।ভারতীয় আর্মির তৈরি এই নতুন অ্যাপটি আত্মনির্ভর ভারতের প্রতি অ্যাপ নির্মাতাদের আরও বেশি করে  অনুপ্রেরণা দেবে বলেই মনে করা হচ্ছে।

Recent Posts