ধাঁধা যেমন জ্ঞান বৃদ্ধিতে সহায়ক তেমনি এটি রসিকতাও একটি আবেশ সৃষ্টি করে থাকে জনগণের মধ্যে। এককথায় বলা যায় জ্ঞান ও রসের মিশ্রণ হল ধাঁধা। নিচে উল্লেখ করা হল তেমনই কিছু মজাদার এবং বুদ্ধিদীপ্ত ধাঁধা যার উত্তর বের করতে পারলে আপনার উপস্থিত বুদ্ধির সঠিক পরিচয় পাওয়া যাবে। প্রত্যেকটি ধাঁধার উত্তর নিচে দেওয়া রয়েছে আপনাদের মুশকিল আসানের কথা চিন্তা করে। তাহলে আর দেরি কেন?? বুদ্ধির লড়াই হয়ে যাক !!
সমগ্র বাংলা ধাঁধা উত্তর সহ ছবি | Bangla Dhadha Collection | মজার ধাঁধা PDF
লোকসাহিত্যের অন্যতম একটি উল্লেখযোগ্য অধ্যায় হল ধাঁধা বা হেঁয়ালি। ইংরেজিতে যাকে আমরা বলে থাকি Puzzle বা riddle। মূলত এই ধাঁধার মাধ্যমে পল্লী জনগণের অর্জিত অভিজ্ঞতাকে প্রশ্নের আকারে লিপিবদ্ধ করা হয়ে থাকে এবং সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে তার উত্তরটি। ধাঁধা মূলত একপ্রকার বুদ্ধি গ্রাহ্য বিষয় যা রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয়ে থাকে। প্রশ্ন এবং উত্তর উভয় মিলেই পাওয়া যায় একটি ধাঁধার পূর্ণাঙ্গ পরিচয়।
- 1.হাত আছে পা নেই,
বুক তার ফাটা।
মানুষ গিলে খায়,
নাই তার মাথা।’ - 2. হাত দিয়ে সাজিয়ে
কাছে দেই থালায়,
বরযাত্রী বুড়াবুড়ি
মজা করে খায়। - 3. হাত নেই পা নেই
কোন সে জনার,
অনায়াসে পার হয়
অকূল সাগর?’ - 4.হাতুড়ি বাটালি বাইশটা,
চোরে নিল বাইশটা।
বাকি থাকে কয়টা?’ - 5.তিন বর্ণে নাম আমার
বিদ্বানের সাথী,
মাথাটা কেটে ফেললে
হই মাপকাঠি।’ - 6.তিন বর্ণে নাম মোর
নাচতে পারি ভালো,
শেষের বর্ণ বাদ দিলে
মারতেও পারি ভালো।’ - 7.প্রথমে পাখি পরে ফল,
মধ্যখানে ‘পা’ রাখি,
আমি সেবায় রত থাকি।’ - 8.অজগরের মত এঁকেবেঁকে চলে,
চুরমার করে পথে কিছু পেলে।’ - 9.আশ্চর্য সুন্দরী নারী
স্বর্গে বাস করে,
নাম করিলে অর্থ
কলা হয়ে পড়ে।’ - 10.আকাশের বড় উঠান,
ঝাড়ু দেওয়ার নেই।
এই যে ফুল ফুটে আছে
ধরবার কেউ নেই।’ - 11.মাটির বুকে জন্ম তার
পরে সাদা শাড়ি,
তরকারির স্বাদ বাড়ানো
তার বাহাদুরি।’ - 12.লেজ কাটা কাজ যার,
পেট কেটে বাস তার।
মাথা মুছে ফেলা জল,
চোখে দিলে ভালো ফল।’ - 13.লেজের দিকে চাপ দিলে
মাথা উঁচু করে,
যতো বার ছেড়ে দাও
মাথা কুটে মরে।’ - 14.সব কথার মানে
সেইখানে আছে,
শেষের দুটি দেখ
মাঠেতেই পাবে।’ - 15.স্বামী-স্ত্রীর প্রথম মিলন দিনে,
রাতের শেষে স্ত্রী হারালো
তার প্রিয়জনে।’ - 16.উল্টে যদি দাও আমারে
হয়ে যাব লতা,
কে আমি ভেবে-চিন্তে
বলে ফেলো তা।’ - 17.তিন বর্ণে নাম আছে এক দেশ,
মাঝের বর্ণ বাদ দিলে
খেতে লাগে বেশ।’ - 18.থাকে না চোখে,
রয় না আকাশে।
ফুল বাগানে ফুল হয়ে
মিটি মিটি হাসে।’ - 19.দুটি ছাড়া কাঁচা নই,
চরণ ধরে পড়ে রই।’ - 20.ছোট বেলায় লম্বা, বড় হলে খাটো, বোলো আমি কে ?
- 21.কি তুমি ভাঙতে পারো, না তুলে না ফেলে ?
- 22.এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, রক্ষা করে ৩২টা সৈনিক, বোলো সেটা কি?
- 23.তিন অক্ষর নাম আমার, মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি, বোলো তো আমি কে?
- 24.আমার শাখা আছে তবে ফল, কাণ্ড বা পাতা নেই। আমি কে?
- 25.কে এমন আছে যে কথা বলতে পারে না তবে কথা বললে উত্তর দেবে?
- 26.আমার উপরে এবং নীচে আমার বাম এবং ডানদিকে এবং মাঝখানে ফুটো রয়েছে। কিন্তু আমি তবুও জল ধরতে পারি। আমি কি?
- 27.আমি একটি খনি থেকে এসেছি এবং সর্বদা কাঠ দ্বারা ঘিরে থাকি। সবাই আমাকে ব্যবহার করে। আমি কে?
- 28.তুমি তোমার ডান হাতে কি ধরে রাখতে পারো, কিন্তু কখনও তোমার বাম হাতে নয় ?
- 29.নদী আছে জল নেই, জঙ্গল আছে গাছ নেই, শহর আছে ঘর নেই, বোলো আমি কে?
- 30.সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহার না করে তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে?
- 31.এই জিনিসটা একান্তই তোমার, কিন্তু অন্যান্য লোকেরা এটি তোমার চেয়ে বেশি ব্যবহার করে?
- 32.ছয়টি মুখ আছে তবে মেকআপ করে না, একুশটি চোখ আছে তবে দেখতে পায় না। বোলো সেটা কি?
- 33.প্রতিটি দিকে কে নির্দেশ করতে পারে তবে নিজে সেই গন্তব্যে পৌঁছাতে পারে না।
- 34.তুমি যখন আমায় কেন আমি তখন কালো, তুমি যখন আমায় ব্যবহার করো আমি তখন লাল, তুমি যখন আমায় ফেলে দাও আমি তখন ধূসর, বোলো আমি কে?
- 35.তোমার কাছে আছি আজ,কাল আরও পাবে আমাকে, যেমন সময় কেটে যায়,আমাকে ধরা সহজ নয়,বেশি জায়গা গ্রহণ করিনা শুধু এক জায়গায় থাকি, তুমি যা দেখেছ আমি তা। তাহলে আমি কে?
- 36.আমি নোংরা হয়ে গেলে আমি সাদা, আমি যখন পরিষ্কার থাকি তখন কালো। আমি কি?
- 37.তার মাংস, পালক, আঁশ বা হাড় নেই। তবুও তার নিজস্ব আঙুল রয়েছে। সে কে বোলো তো?
- 38.হাত নাই পা নাই পিঠ দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায় ।
- 39.এটি পালকের মতো হালকা, তবুও কেউ এটিকে বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারেনা। এটি কি?
- 40.আমার ঘাড় আছে কিন্তু মাথা নেই, আমার দুটি বাহু আছে কিন্তু হাত নেই,বোলো আমি কে?
- 41.বন থেকে বের হলো টিয়ে সোনার টোপোর মাথায় দিয়ে ।
- 42.এই ঘরে ঐ ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই ।
- 43.কোট পেন্ট পরে বাবু আসলো শশুর বাড়ি, কোট পেন্ট খুললে পরে চোখ জ্বালা করে ।
- 44.জলের মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহা-রাণী ।
- 45.চটপট বলে ফেল, ঝাল কোন দেশ ?
- 46.কোন জামা গায় দেয় না ?
- 47.তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয় ।
- 48.এত বড় আঙ্গিনা, ঝাড় দিলেও কুলায় না ।
এত ফুল ফুটে আছে , নাই তার তুলনা । - 49. জলেতে জন্ম যার সবার ঘরে রয়, জলের স্পর্শ পেলে আবার সে মরে যায়।
- 50. আল্লাহর কি কুদরত লাঠির মাঝে সরবত ।
- 51.কোন চা বসতে লাগে?
- 52. কোন সুখে সুখ নেই?
- 53. কোন জিনিস টানলে কমে?
- 54.কোন চুড়ি হাতে পড়ে না ?
- 55.কোন জিনিস দিলে বাড়ে?
- 56.একলা তাকে যায়না দেখা সঙ্গি পেলে বাঁচে , আঁধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে ।
- 57.১ বুড়ির ৩টি মাথা , নিত্য খায় লতা-পাতা ।
লতা-পাতা খেয়ে বুড়ি , চোখে মুখে ধোয়ায় তুড়ি । - 58. এই পাড়ে ঝগড়া ঐ পাড়েও ঝগড়া কখনের মিলে মিশে কখনো বা আবার ঝগড়া ।
- 59.ঝড়ের থেকে এলো সোজা, পেছনে লাঠি মাথায় বোঝা ।
- 60.কোন ডিম দেখা যায় না ।
- 61. বিনা দুধে হয়েছে দই , এমন কুমার পাবো কই ।
- 62.কোন দেশে মাটি নেই?
- 63.কোন দেশে বাঘ নেই?
- 64.ঘরের উপর ১টি পায়রা বসে আছে। তখন এক ঝাঁক পায়রা ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো।
ঘরের উপর বসে থাকা পায়রাটি জিজ্ঞাসা করলো, ‘তোরা কতো জন?’
ঝাঁকের একটি পায়রা উত্তর দিলো, ‘আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।
বলতে পারবেন কতটি পায়রা ছিলো ? - 65. উপর থেকে পড়ল বুড়ি
কাথা-কম্বল লইয়া,
ভাসতে ভাসতে যায় বুড়ি
কানাই নগর দিয়া। - 66.ছোট্ট একটা ঘরের মাঝে ৭ টা বাড়ি,
যে বুঝিয়ে না বলতে পারবে তার সঙ্গে আড়ি। - 67.একটা মাথা তিনটা হাত,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি যায় যায়। - 68.এমন ১টি কাপের নাম বলো দেখি সবাই।
যে কাপেতে চা চিনি দুধ জল কিছুই নাই।’ - 69. একটি শহরের নাম,যা খোলা নয়।
কিন্তু সত্যি তাই নয়,না বলতে পারলে সবাই বোকা কয়। - 70.দুই হাত আছে তার, আরো আছে মুখ, পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?
- 71.জিনিসটার এমন কী গুণ যা টাকা করে দেয় দ্বিগুণ?
- 72.মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ ; বল তো জিনিসটার কী নাম?
- 73. ব্যবহারের আগে ভাঙতে হবে; জিনিসটার উত্তর কে ক’বে?
- 74.ঘাড় আছে, মাথা নেই ,ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?
- 75.তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?
- 76. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?
- 77.লাল গাভি বন খায়,
জল খেলেই মরে যায়।’ - 78.সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?
- 79. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?
- 80.তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে। মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
- 81.তিন বর্ণে নাম তার কে বলিতে পারে, গৃহ ছাড়া থাকে না সে সবে চিনে তারে। আদি বর্ণ ছেড়ে দিলে জল যে গড়ায়, মধ্যম ছাড়িতে তাতে জল রাখা যায়। শেষ বর্ণ ছাড় যদি জ্ঞানের মশাল, ইহা বিনা ধরাতলে সকলি বেতাল।
- 82.তিন বর্ণে নাম যার অনেকেই খায়, পেট কেটে দিলে তার তাক হয়ে যায়। শেষ বর্ণ বিহনে সে যে পিতলেতে রয়, বলো নবীন ভাই-বোনেরা কোন সে বস্তু হয়।
- 83.রজনীতে জম্ম তার দিবসে মরণ, বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ, ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন, হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।
- 84.তিন বর্ণে নাম আমার
বিদ্বানের সাথী
মাথাটা কেটে ফেললে
হই মাপকাঠি। - 85.প্রথমে পাখি পরে ফল,
মধ্যখানে ‘পা’ রাখি,
আমি সেবায় রত থাকি।’ - 86.কোন ব্যাংকে টাকা থাকে না,
ধার কখনো পাওয়া যায় না। - 87.কোন গাছের পাতায় কাঁটা,
মাথায় ঝাঁটা- দেখতে নিরস
কাটলে তার দেহে পাবে মিষ্টি রস।’ - 88.কোমর ধরে শুইয়ে দাও,
কাজ যা করার করে নাও।’ - 89.বলুন তো দেখি,
কোন ফলের বীজ নেই। - 90.বলুন তো দেখি,
কোন পাতার গাছ নাই। - 91.কোন জিনিসটা এগোতে পারে, পেছাতে পারে; কিন্তু কখনোই ঘোরে না?
- 92.কোন বিষয়টি মিনিটে একবার আছে কিন্তু বছরে একবারও নেই?
- 93.কোন মাসে মানুষ কম ঘুমায়?
- 94.কোন বিষয়টির নাম উচ্চারণ করলেই সেই বিষয়টি শেষ হয়ে যায়?
- 95.তিনজন ডাক্তার বলেছেন রহিম তাদের ছোট ভাই। রহিম বলেছেন তার কোনো ভাই নেই। কে মিথ্যে কথা বলেছে?
- 96.দেয়ালের মাঝখান দিয়ে দেখার জন্য কী দরকার?
- 97.কোনো দিন দেখেনি কেউ,
হয় না কখনো।
রেগে গেলে লোকে বলে,
কথাটা জেনো।’ - 98. কোলের মধ্যে কি মিলল
হয়ে গেল পাখি।’ - 99.কেউ বা বসে মাটিতে,
কেউ বা বসে চেয়ারে।
খাচ্ছে যখন গহ্বরে,
আনন্দে তার মন ভরে। - 100.কালো পাথর গলায় দড়ি,
রাত হলেই খোঁজ করি। - 101.কোন টেবিলে পায়া থাকে না?
ঝুলে থাকে দাঁড়ায় না। - 102.কোন জন্তুর পেট কাটলে
জলাভূমি পাওয়া যায়। - 103.কোন ফলের পেট কাটলে
অন্য ফল বের হয়। - 104.কোন শস্য গাছের অংশ ?
- 105.কোন কোন গাছ সব দেশে রয়;
ফল কিংবা ফুল কখনো না হয়,
অন্য ভাবে হয় তার বংশ বিস্তার।’ - 106.বলুন তো দেখি,
কোন প্রাণির হাঁটুতে নাক?’ - 107.কোন পাখির ডিম নাই,
বলো তো দেখি।
বলতে না পারলে
বুঝবো বুদ্ধি নাই ঘটে।’ - 108.কোন বিদেশি ভাষা
নাম চার অক্ষরে,
দ্বিতীয় কেটে দেখ
জলে বাস করে। - 109.কোন সে সরস ফল বলো দেখি ভাই,
ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।
টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,
দেশের সস্তা ফল নাম বল এখন।’ - 110.কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’
- 111.কাজ করি শুঁড় দিয়ে
নই আমি হাতি।
পরের উপকার করি
তবু খাই লাথি। - 112.কায়স্ত অস্ত্র ছাড়া,
পাঁঠা ছাড়ল পা।লবঙ্গে বঙ্গ ছাড়া,
এনে দেব তা। - 113.কালো মুখো পুত যার
বুকে আঘাত করে,
কিন্তু মার অভিশাপে
জ্বলে-পুড়ে মরে।’ - 114.অর্ধচন্দ্র সমাকার
দেহের গঠন।
গাছপালা কাটে সে
সদা সর্বক্ষণ।
~ বলুন তো কে সে? - 115.অনেক সাগর দেখলে ভাই
জলে নানা রং।
কোন সাগরে আছে বলো
শুধু লাল রং।’
বলতে হবে কোন সাগরে? - 116.অনেকেই খায় না
কিছু লোকে খায়।
বন্ধুদের না খাওয়ালে
মানহানি হয়। - 117.গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা।’
- 118.একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে।
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে। - 119.আমার মার ফেলে
আমের ফেল আ,
রাখালের খাল ফেলে
লবণ দিয়ে খা।’
120.একটা মাথা তিনটা পা,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়। - 121.উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’
- 122.উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়?’
- 123.আম নয় জাম নয়,
গাছে নাহি ধরে।
সব লোকে ফল বলে,
জানে শুধু তারে। - 124.আশ্চর্য বাদ্যযন্ত্র জুড়ি মেলা ভার
সে যদি বাজ খায় থাকে তার ‘তার’।
তার যদি কেটে যায় তবু নিঃসন্দেহে,
অর্ধেকের বেশি ছাড়াও বিদ্যমান সে। - 125.আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম, মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল।’
- 126.উড়তে পেখম বীর
ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায়
বাঘ সে নয়। - 127.আমি হাসাই আমি কাঁদাই
নই আমি প্রাণি,
দেখতে এসে মোরে সদাই
ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’
– কি দেখে ব্যথা ভোলে? - 128.আমি যাকে মামা বলি
বাবাও বলে তাই,
ছেলেও তাকে মামা বলে
মাও বলে তাই।
– কাকে সবাই মামা বলে? - 129.আমি যারে আনতে গেলাম,
তাকে দেখে ফিরে এলাম।
সে যখন চলে গেলো,
তখন তারে নিয়ে এলাম।’
– কী আনতে গিয়ে কী দেখলো? - 130.উল্টো করে চলবে তুমি,
চালটা তোমার ধরে।
পা কেটে ফল খাইয়ে দেব, ফল কেটে পান করে।’ - 131.উল্টো সোজা একই কথা,
প্রাণি যেথা সেও তথা।
তিন অক্ষরে সবটা,
বল দেখি উত্তরটা।’ - 132.মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়।’
- 133.মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে।’
- 134.আকাশে আছি, বাতাসে আছি,
নাই পৃথিবীতে।
চাঁদ আর তারায় আছি,
নাই কিন্তু সূর্যতে। - 135.রাত্রিকালে আঁধারেতে যার ঘরে আসে,
তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে। - 136.দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ?
- 137.পাখা নেই তবু উড়ে চলে, মুখ নেই তবু ডাকে, বুক চিরে আলো ছোটে , চেনো কি গো তাকে?
- 138.এমন কোন স্থান আছে, দেখতে যেথা পাই, মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে?
- 139.হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
- 140.পেট ভরে না তবু খায় সর্ব প্রাণী , প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
- 141.চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।
- 142.হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।
- 143. অন্ধকার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।
- 144.৩ অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ।
- 145.শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
- 146.হাত নেই পা নেই তবু সে চলে, অনাহরে মরে মানুষ এর অভাব হলে।
- 147.কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?
- 148. দুই অক্ষরের নাম যার সব যায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
- 149.ফল হয় আমার ফুল হয়,
এমন জিনিস কারে কয়? - 150.অতি ক্ষুদ্র- যায় না দেখা
যন্ত্রে কিংবা চোখে,
করছে ক্ষতি- সাধ্য কার
মারে কিংবা রোখে।’ - 151.ঘরের ভিতর ঘর ,তার মধ্যে শুয়ে আছে আস্ত কলেবর
ঢেউ নিয়ে উক্তি, Quotes on Waves in Bengali language
ধাঁধার উত্তরগুলো নিচে দেওয়া হলো, 100 টি মজার ধাঁধা Answers |
সহজ বাংলা ধাঁধা উত্তর সহ
- উত্তর~ শার্ট
- উত্তর ~ পান
- উত্তর~ সাপ
- উত্তর~ দুইটা
- উত্তর~ কাগজ
- উত্তর~ লাটিম
- উত্তর~ হাসপাতাল
- উত্তর~ নদী
- উত্তর~ রম্ভা (অপ্সরা)
- উত্তর~ তারা
- উত্তর~ রসুন
- উত্তর~ কাজল
- উত্তর~ ঢেঁকি
- উত্তর~ অভিধান
- উত্তর~ বেহুলা
- উত্তর~ তাল
- উত্তর~ ভারত
- উত্তর~ নয়নতারা
- উত্তর~ পাদুকা
- উত্তর~ মোমবাতি
- উত্তর~ প্রতিজ্ঞা
- উত্তর~ মুখ
- উত্তর~ চিরুনি
- উত্তর~ ব্যাংক/ নদী
- উত্তর~ প্রতিধ্বনি
- উত্তর~ স্পঞ্জ
- উত্তর~ পেনসিল সীস
- উত্তর~ বাম হাত
- উত্তর~ নকশা
- উত্তর~ গতকাল, আজ এবং আগামিকাল
- উত্তর~ তোমার নাম
- উত্তর~ পাশা (লুডো খেলার ঘুঁটি )
- উত্তর~ আঙুল
- উত্তর~ কাঠ কয়লা
- উত্তর~ স্মৃতি
- উত্তর~ব্ল্যাকবোর্ড
- উত্তর~হাতমোজা
- উত্তর~নৌকা
- উত্তর~ আপনার নিঃশ্বাস
- উত্তর~ জামা
- উত্তর~আনারস
- উত্তর~ঝাড়ু
- উত্তর~পেঁয়াজ
- উত্তর~মাছ
- উত্তর~ শ্রীলঙ্কা
- উত্তর~পায়জামা
- উত্তর~বিছানা
- উত্তর~ আকাশ ও তারা
- উত্তর~ লবণ
- উত্তর~ আখ
- উত্তর~ মাচা
- উত্তর~অসুখ
- উত্তর ~সিগারেট
- উত্তর~খিচুড়ি
- উত্তর~বিদ্যা বা জ্ঞান
- উত্তর~ছায়া
- উত্তর~মাটির চুলা
- উত্তর~চোখের পাতা
- উত্তর~আনারস
- উত্তর~ঘোড়ার ডিম
- উত্তর~চুন
- উত্তর~সন্দেশ
- উত্তর~সন্দেশ
- উত্তর~ষাট টি পায়রা
- উত্তর~তাল
- উত্তর~চালতা
- উত্তর~সিলিং ফ্যান
- উত্তর~বিশ্বকাপ
- উত্তর~খুলনা
- উত্তর~ঘড়ি
- উত্তর~আয়নার সামনে টাকা ধরুন
- উত্তর~দস্তানা
- উত্তর~ডিম
- উত্তর~ বোতল
- উত্তর~গামছা
- উত্তর~মানুষের বয়স
- উত্তর~ আগুন
- উত্তর~তোমার ছায়া
- উত্তর~চাঁদ
- উত্তর~বিছানা
- উত্তর~জানালা
- উত্তর~তামাক
- উত্তর~তারা
- উত্তর~কাগজ
- উত্তর~হাসপাতাল
- উত্তর~ব্লাডব্যাংক
- উত্তর~খেজুর গাছ
- উত্তর~শিলনোড়া
- উত্তর~নারিকেল
- উত্তর~বইয়ের পাতা বা খাতার পাতা
- উত্তর~রাস্তা
- উত্তর~ইংরেজি শব্দ ‘এম’
- উত্তর~ফেব্রুয়ারি
- উত্তর~নীরবতা
- উত্তর~কেউই নয় তিন ডাক্তার হলেন রহিমের তিন বোন
- উত্তর~জানালা
- উত্তর~ঘোড়ার ডিম
- উত্তর~কোকিল
- উত্তর~ভাত
- উত্তর~কেরোসিনের বোতল
- উত্তর~টাইমটেবিল
- উত্তর~বিড়াল
- উত্তর~কমলা
- উত্তর ~ডাল
- উত্তর~কলাগাছ
- উত্তর~ফড়িং
- উত্তর~বাদুড়
- উত্তর~ইংলিশ
- উত্তর~আনারস
- উত্তর~পুকুর
- উত্তর~ঢেঁকি
- উত্তর~কাঁঠাল
- উত্তর~দেশলাই
- উত্তর~কাস্তে
- উত্তর~লোহিত সাগর
- উত্তর~সিগারেট
- উত্তর~বই
- উত্তর~শিশির
- উত্তর~আমড়া
- উত্তর~সিলিং ফ্যান
- উত্তর~বাঁশপাতা
- উত্তর~চামচিকা
- উত্তর~পরীক্ষার ফল
- উত্তর~সেতার
- উত্তর~ন্যাশপাতি
- উত্তর~মশা
- মাতা
- চাঁদ
- উত্তর~বৃষ্টিও জল
- উত্তর~বেলচা
- উত্তর~নয়ন
- উত্তর~রোজা
- উত্তর~ঘড়ি
- উত্তর~ অা-কার
- উত্তর ~চোর
- উত্তর~সময়
- উত্তর~উড়োজাহাজ
- উত্তর~অভিনয় মঞ্চ
- উত্তর~লজ্জাবতী লতা
- উত্তর~বাতাস
- উত্তর~ পালকি
- উত্তর~মুড়ি
- উত্তর~জিহ্বা
- উত্তর~আসাম
- উত্তর~পাখা
- উত্তর~টাকা
- উত্তর~জবা
- উত্তর~মাটি
- উত্তর~বেল
- উত্তর~ভাইরাস
- উত্তর~মশারি
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
ধাঁধা এমনই এক বস্তু যার সমাধান করতে পারলে মানুষ যারপরনাই চরিতার্থ বোধ করে এবং পরবর্তী পর্যায়ে আরও ধাঁধা সমাধানের ইচ্ছা মনে জাগ্রত হয়। সেই কথা মাথায় রেখেই আমরা আপনাদের কাছে একগুচ্ছ নির্বাচিত ও বুদ্ধিদীপ্ত ধাঁধা পরিবেশন করলাম, যা আশা করি আপনাদের মন জয় করতে পেরেছে।
উপরে উল্লিখিত 150+ বাংলা ধাঁধা কেবলমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য পরিবেশন করা হল। এর মধ্যে রয়েছে প্রত্যেকটি ধাঁধার উত্তরসহ হরেক রকমের মজার ধাঁধা, হাসির ধাঁধা, বুদ্ধির ধাঁধা এবং আরও বাছাই করা ধাঁধা। আমাদের আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের ও পরিজনদের সাথে শেয়ার করে নেবেন এই মজার উপকরণ অর্থাৎ বাংলা ধাঁধা সমগ্র এবং হেঁয়ালি সমূহ।