শ্রীশ্রী লক্ষ্মীপূজার শুভেচ্ছাবার্তা ~ 101 Bangla Greetings for Laxmi Puja


মহালক্ষ্মীকে হলেন আধ্যাত্মিকতা পবিত্রতা ও অনাশক্তির প্রতীক। অন্তর দিয়ে লক্ষ্মীদেবীর প্রার্থনা করলে তিনি সকলের মঙ্গল বিধান করেন। শুভ গ্রহ বৃহস্পতিবার কে তাই লক্ষ্মীবার হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিবার ছাড়াও শরৎকালে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে দেবী থাকেন জাগ্রত। সেই বিশেষ দিনটিতে তাঁর পুজো ও দ্বাদশ নাম পাঠ করলে মা লক্ষ্মীর আশীর্বাদধন্য হওয়া যায় ।

ধনী হোক বা মধ্যবিত্ত; গ্রাম হোক বা শহর ,প্রতিটি বাঙালি পরিবারে লক্ষ্মীপূজা একটি চিরপরিচিত প্রথা। এই পুণ্য তিথিতে মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সুখ ও সমৃদ্ধি বাড়িয়ে তোলে।

নিম্নে উল্লেখিত হলো লক্ষ্মীপূজার জন্যে কিছু বিশেষ শুভেচ্ছাবার্তা যা আপনাদের নজর কাড়বেই ।

লক্ষ্মীপূজার শুভেচ্ছাবার্তা ~ Laxmipujar Suvecha o Ukti

  • ওঁ মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রীয়ৈ ধীমহি তন্নোঃ শ্রী প্রচোদয়াৎ। মা লক্ষ্মীর আশীর্বাদে সব অশান্তি দূর হয়ে যাক
    সকলের মনে লাগুক ভালোবাসাও উৎসবের রঙ,
    সকলের জীবন সেজে উঠুক সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে।
    সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মীপুজোর আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ।
  • ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদে যেন প্রতিটি ঘরে সমৃদ্ধির জোয়ার আসে ,
    আনন্দ বিরাজ করুক নিত্যদিন,
    মা লক্ষ্মীর কাছে সবার জন্য করি এই প্রার্থনা।
  • এসো মা লক্ষ্মী
    বসো ঘরে
    আমারে ঘরে থাকো
    আলো করে
    মা লক্ষ্মী তাঁর কৃপাদৃষ্টি বর্ষণ করুক আপনার ও আপনার পরিবারের সকলের উপরে। সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন ।শুভ হোক লক্ষ্মীপূজা।
  • আল্পনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
    আমের পল্লব দিলাম জলভরা ঘট
    পান-সুপারী সিঁদুর দিলাম দু′হাত ভরে
    ধনধান্যে ভরো আমার এ ঘরে
    ঘরে
    লক্ষ্মীপুজোর এই পুণ্য তিথিতে মা লক্ষ্মী যেন সকলের ঘরে সুখ ,সমৃদ্ধি আনন্দ ও শান্তি দিয়ে ভরিয়ে তোলেন।
    মা যেন বিরাজ করে প্রতিটা ঘরে ঘরে!! শুভ লক্ষ্মীপূজা
    kajagori laxmipujar massage
  • লক্ষ্মীপুজোর এই পুণ্যলগ্নে ,
    মায়ের কাছে করজোড়ে প্রার্থনা তোমার করুণা থেকে মাগো
    আমাদের বঞ্চিত কোরো না !
    লক্ষ্মীপুজো সবার শুভ হোক; আনন্দের হোক ।
  • লক্ষ্মী পূজার এই শুভ দিনটিতে ,মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক । সমৃদ্ধি বিরাজ করুক ঘরে ঘরে ; আনন্দ এবং সুখ যেন কম না পড়ে।
  • কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে মা লক্ষ্মী যেন সকলের উপর কৃপা বর্ষণ করেন; ধনে জনে পূর্ণ হোক সবার সংসার!!
  • লক্ষ্মীপুজোর পুণ্যতিথিতে সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা ।
    ঘর হোক অর্থ এবং শস্যে পূর্ণ ;
    ব্যবসায় সর্বদা থাকুক মা লক্ষ্মীর আশীর্বাদ।
  • শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
    সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
    শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
    সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
    প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
    আমার এ ঘরে থাকো আলো করে
    মাগো, তোমার কৃপাদৃষ্টি যেন পড়ে সকলের ঘরে ঘরে।
    ধন সম্পদে পূর্ণ হোক সবার ভবন,
    আশীর্বাদ করো মোদের এই পুণ্যলগ্নে !!
  • লক্ষ্মীপূজার শুভদিনটিতে এই প্রার্থনা করি,
    আপনার বাড়িতে যেন মায়ের আগমন ঘটে,
    ধনসম্পদের বর্ষণ হোক,
    জীবনের সকল বিপত্তি মুক্ত হোক
    পরিবার আলোকিত হোক খুশির আলোয়ে!!
    ॥শুভ লক্ষ্মীপূজা ॥
  • কোজাগরী লক্ষ্মীপুজোর এই পুণ্য তিথিতে সকলকে জানাই লক্ষ্মীপুজোর শুভকামনা , প্রীতি এবং শুভেচ্ছা ।
    আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন মা লক্ষ্মী।

দূর্গা পূজার সেরা শুভেচ্ছা ও উক্তিগুলি বাংলাতে ~ Bengali Durga Puja Greetings

lokkhipujar-subhecha-bangla-te

Bengali Maa Laxmi Whatsapp Status, Facebook Photos for Laxmi Puja ~ শুভ মা লক্ষী পুজো মেসেজ collection

  • মায়ের পুণ্য আগমন ঘটুক প্রতিটি ঘরে ঘরে
    প্রতিটি ঘর -বাড়ি সুখ সমৃদ্ধিতে উঠুক ভরে ।
    লক্ষ্মীপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।
  • লক্ষ্মীর কৃপায় হোক অগণিত সুখ
    ঘুচে যাক সব গ্লানি যত কিছু দুখ,
    পৃথিবী হোক রোগমুক্ত,
    সকল কালিমা যাক মুছে ।
    লক্ষ্মীপুজোর আন্তরিক প্রীতি ও অভিনন্দন।
  • নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে
    যা গতিস্ত্বৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ ত্বদর্চনাৎ —
    লক্ষ্মীপুজোর পুণ্য তিথিতে মা লক্ষ্মীকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ! যারা তোমার শরণাগত হয়, তাদের যে গতি, তোমার পূজার ফলে আমাদের সকলের ও যেন সেই গতি ই হয় । তোমার কৃপা দৃষ্টি থেকে যেন কেউ বঞ্চিত না হয় !!
  • মা লক্ষ্মীর পবিত্র পদযুগল
    পড়ুক সবার ঘরে ঘরে
    সুস্থতা ,সমৃদ্ধি ,সুখ থাকুক সবার ঘরে এই প্রার্থনা করি মাকে করজোড়ে!
    কোজাগরী লক্ষ্মীপুজোয় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।
  • আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই লক্ষ্মীপুজোর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা।
    laxmi pujar bangla sms, picture
  • কোজাগরী পূর্ণিমার আলোকে সকলের ঘর আলোকিত হোক,
    প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের সমৃদ্ধি ,
    সুখ শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি !!
  • মা লক্ষ্মীর আশীর্বাদে সবার জীবনে হোক নতুন ভাবে শুভসূচনা , আনন্দ ও সফলতা আসুক ,
    প্রত্যেকের জীবন ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে !!
  • ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।প্রণাম জানাই মা লক্ষ্মীর চরণে!!
    সকলকে সুখে রেখো মা, আনন্দে রেখো; সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন ।
    ॥ শুভ লক্ষ্মীপূজা॥
  • পৃথিবী হোক রোগমুক্ত;
    তোমার আশিসে শুচি হোক ধরা ,
    মা তোমার কৃপাদৃষ্টি সরিয়ো না আমাদের থেকে;
    তোমার করুণা ধন্য যেন হতে পারি চিরকাল!!
    লক্ষ্মীপূজার শুভকামনা সকলকে !!
  • মাতা মহালক্ষ্মী দেবীর আশীর্বাদে সকলের মঙ্গল হোক সবাই সুস্থ থাকুন !!

সরস্বতী পূজার উক্তি ও শুভেচ্ছা ~ Saraswati Puja Quotes, Status, Wishes, Messages in Bangla

লক্ষীপূজোর স্টেটাস উক্তি ও মেসেজ ~ Best Bengali Messages for Happy Laxmi Puja

  • অনেক দুঃখ আছে হেথায়
    এ জগৎ যে দুঃখে ভরা
    তোমার দুটি আঁখির সুধায়
    জুড়িয়ে গেল নিখিল ধরা
    লক্ষ্মীপুজোর এই পবিত্র দিনটিতে তোমার আশিস বর্ষণ কোরো এই ধরিত্রীর বুকে ; সুখ সমৃদ্ধি ধনসম্পদে ভরিয়ে দিও সকলের গৃহ; রোগমুক্ত কোরো এ বিশ্ব।
  • লক্ষ্মীঃ শ্রীঃ কমলা বিদ্যা মাতা বিষ্ণুপ্রিয়া সতী ।!
    পদ্মালয়া পদ্মহস্তা পদ্মাক্ষী পদ্মসুন্দরী
    শ্রী শ্রী লক্ষ্মীপূজার পবিত্র দিনটিতে সকলের ঘরে বিরাজ করুক সুখ সমৃদ্ধি ;সকলের মঙ্গল হোক; আনন্দ আর সুখে ভরে উঠুক সবার জীবন।
  • সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীমাতা সকলের ঘরেই পরিপূর্ণতা ,সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসুক এই কামনা করি !!
  • লক্ষ্মীপুজোর এই বিশেষ দিনটিতে সুখ সমৃদ্ধির সাথে সাথে আনন্দ ও শান্তি বিরাজ করুক প্রত্যেকটি ঘরের কোনায় ! মা লক্ষ্মীর সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন।।
    laxmi maa greetings bangla
  • রক্ত কমলে আঁকা ওগো তোমার পা তুমিই যে স্নেহময়ী ওগো লক্ষ্মী মা
    কৃপা বর্ষণ কোরো সবার ওপরে.. তোমার করুণার নেই কোনো তুলনা,
    ভুল ত্রুটি কিছু হলে কোরো মার্জনা,
    তোমার আশিস থেকে কখনো বঞ্চিত কোরো না।
    শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজায় সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
  • কোজাগরী লক্ষ্মীপুজোর পুণ্য তিথিতে ধনসম্পদ ও সৌভাগ্যদেবীর কৃপায় জগৎ সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি চিরঅটুট থাকুক – এই কামনা করি ও প্রার্থনা জানাই। সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
  • মা লক্ষ্মী এসেছেন তোমার দুয়ারে ,
    সুখের আলো এনেছেন যে সঙ্গে করে,
    উলু দিয়ে বরণ কর মাকে,
    মা করবেন আশীর্বাদ দু হাত ভরে।
    সুখ সমৃদ্ধি ফিরে আসুক ঘরে ঘরে,
    এই প্রার্থনা করি মাকে করজোড়ে।
  • মা লক্ষ্মীর আগমন ঘটুক তোমার ভবনে ,
    ধন সমৃদ্ধির বৃষ্টি হোক অঝোর ধারে,
    সকল বিপদ থেকে ঘটুক মুক্তি ,
    খুশির আলোয়ে ভরে উঠুক পরিবার মাকে ডাকো নিয়ে অন্তরের ভক্তি!
    লক্ষ্মী পূর্ণিমার পুণ্য তিথিতে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
  • লক্ষ্মীপুজোর এই শুভক্ষণে কামনা করি মায়ের আশীর্বাদ সর্বদা থাকুক আপনার এবং আপনার পরিবারের উপর!!!
  • মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকুক আপনার ও আপনার পরিবারের ওপর এই প্রার্থনা করি প্রতিনিয়ত! শুভ হোক লক্ষ্মীপূজা !
  • সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার পৃথিবী ; সুস্থতা ও শান্তি বিরাজ করুক আপনার শরীর ও মনে। কোজাগরী পূর্ণিমা চাঁদের মতো আপনার জীবন ও যেন আলোকিত হয়ে ওঠে, এই কামনা করি ! লক্ষ্মীপুজোর হার্দিক অভিনন্দন ও শুভকামনা ।
  • অন্তর থেকে প্রার্থনা করলে সে প্রার্থনা কখনো বিফলে যায় না !!
    মা লক্ষ্মী আপনার সকল প্রার্থনা পূর্ণ করুন, সকল মনোবাঞ্ছা সফল করুন।
    লক্ষ্মীপুজোর এই পবিত্র তিথিতে শুভ হোক সবকিছু !!!
  • মা লক্ষ্মীর পবিত্র চরণযুগল
    যেন আপনার গৃহে চিরকাল অটুট থাকে ; তার সাথে যেন অমলিন থাকে থাকে সমৃদ্ধি ,সুখ ও চির শান্তি।
    লক্ষ্মীপূজার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।

মহালয়ার শুভেচ্ছা মেসেজ ও স্টেটাস ~ Bengali Greetings for Mahalaya

শুধু পূজার মন্ত্রই নয় ;আন্তরিকতা ও ভক্তি দিয়ে মা লক্ষ্মীকে কাতর হৃদয় ডাকলেই উনি ভক্তদের ডাকে সাড়া দেন। ওপরে উল্লিখিত শুভেচ্ছা বার্তাগুলির মধ্যে এমনই কিছু আন্তরিকতা ও ভালোবাসার স্পর্শ আছে যা প্রত্যেকটি মানুষের মনে ভালো লাগার আবেশ জাগাবে এই আশা রাখি।

Viral Telegram Channel 🔥

Recent Posts