সিংহ, ভাল্লুক এবং চালাক শেয়াল – ঈশপ এর গল্প | The Lion, the Bear, and the Fox Story in Bengali


The story of Lion Bear and clever Fox teaches us how the quarrel among ourselves is keeping us from growing. This great story is also known as Bagh, Bhalluk o Chalak Sheyal er kahini in Bengali.

Read the story below.

সিংহ, ভাল্লুক এবং চালাক শেয়াল

সিংহ ও ভালুক একই সময়ে একটা বাছুর দেখতে পেলো। ভালুক বললো- ‘আমি এটাকে আগে দেখেছি, সুতরাং এইটা আমার।’ সিংহ বললো-‘না, আমি আগে দেখেছি তাই এটা আমার।’দুজনে মিলে শুরু করে দিলো মারামারি।

দূর থেকে চুপ করে ওদের এই মারামারি দেখছিলো একটা শেয়াল। মারামারি করে যখন সিংহ ও ভালুক দুজনেই যখন নিস্তেজ হয়ে পড়লো, তখন শেয়াল বাছুরটা নিয়ে দৌড় দিলো। ভালুক আর সিংহ তাকিয়ে তাকিয়ে দেখলো। ওদের গায়ে তখন আর কোন শক্তি ছিলোনা।

‘কত বোকা আমরা। নিজেরা মারামারি না করে যদি আমরা ভাগাভাগি করে খেতাম, তাহলে আজ শেয়ালের কপালে জুটতোনা বাছুরখানা’- দুঃখ করে বললো তারা।

উপদেশঃ সব পরিশ্রম শেষ করে ফেললেই সবসময় মুনাফা পাওয়া যায়না।

Source of English story

Next Story
শেয়াল ও টক আঙুর – ঈশপ এর গল্প | The Fox and the Grapes Story in Bengali

Previous Story
লোভী কুকুর ও তার ছায়া – ঈশপ এর গল্প | The Dog and The Shadow Story in Bengali


Recent Posts