মাঘ বিহু বা ভোগালি বিহুর শুভেচ্ছা বাণী, Magh Bihu or Bhogali Bihu Wishes in Bengali


বিহু মূলত ভারতের আসাম রাজ্যে উদযাপিত এক কৃষি ভিত্তিক উৎসব। আসামে তিন প্রকার বিহু উৎসব পালিত হয়, এগুলি হল ব’হাগ বিহু বা রঙ্গালী বিহু, কাতি বিহু বা কঙ্গালী বিহু এবং মাঘ বিহু বা ভোগালী বিহু। বাংলা মাঘ মাসে মকর সংক্রান্তিতে পালিত হয় মাঘ বিহু বা ভোগালি বিহু।

ভোগালী’ শব্দটির অর্থ হল ভোগ বা ভোজন, আর এই উৎসব মূলত নতুন ফসল দিয়ে তৈরি ভোজনের উপর ভিত্তি করে উদযাপিত হয় বলেই এটি ভোগালি বিহু হিসেবে পরিচিত। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মাঘ বিহু বা ভোগালী বিহু নিয়ে লেখা কিছু স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা ইত্যাদি তুলে ধরব।

মাঘ বিহু বা ভোগালি বিহুর শুভেচ্ছা বাণী

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

মাঘ বিহুর শুভেচ্ছা, Best bangla wishes on Magh bihu

  • এসো সবাই আনন্দে মেতে উঠি, নতুন ফসল দিয়ে তৈরি খাবার দিয়ে ভোজন করি, একসাথে মিলে অনেক আনন্দ করি। শুভ মাঘ বিহু জানাই সকলকে। 
  • বিহুরে লগন মধুরে লগন,
    অকাশে বাতাসে লাগিল রে
    সকলকে জানাই মাঘ বিহুর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
  • শুনছো সবাই, এসো এসো আমার বাড়ি, পিঠে বানিয়েছি সবার জন্য, সকলে মিলে একটা করবো উৎসব উৎযাপন। ভোগালি বিহুর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।
  • বিহু-র আনন্দময় পরিবেশে আপনাকে ও আপনার পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
  • মাঘ বিহুর এই উৎসবমুখর মুহূর্ত নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, নতুন আরম্ভ, নতুন আশাকে অভিনন্দিত করছে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এই আশা রাখি যাতে বিহু নিয়ে আসে সকলের ঘরে ঘরে আনন্দ ও সুখের সমাহার!! 
  • কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত এই আনন্দময় উৎসব মাঘ বিহু যেমন প্রকৃতিকে স্বচ্ছলতা এবং শস্যের সমাহারে ভরিয়ে তোলে তেমনি সমাজে ও প্রাচুর্য্য এবং সৌন্দর্যের উদযাপন হোক প্রতিটি ঘরে ঘরে ! সবাইকে জানাই মাঘ বিহুর আন্তরিক শুভেচ্ছা।
  • সকলকে জানাই মাঘ বিহুর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমৃদ্ধ ও সুখময় হোক সকলের নতুন বছর !!
  • বিহুর আনন্দে মন নেচে উঠছে ময়ূরের মত, উড়ে উড়ে যাব সবার বাড়ি পিঠে খেতে। শুভ মাঘ বিহুর আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। সবার উৎসব আনন্দে কাটুক।
  • মাঘ বিহুর আন্তরিক অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারকে, সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করুন৷
  • জগত জুড়ি বিহুর পরব খুসি যে ছড়ায়; বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ি যায়। বিহুর আনন্দময় মুহূর্তে সকলের মনে লাগুক সুখের পরশ।
  • মাঘ বিহু-র মতো আনন্দমুখর একটি উৎসব হল যথার্থই কল্যাণ এবং মিলনের উৎসব। মাঘ বিহু র আন্তরিক অভিনন্দন আপনাকে ও আপনার পরিবারকে।
  • ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়” বিহুর নেশা লাগুক সবার অন্তরে. ভালোবাসায় ভরে উঠুক প্রতিটা মুহূর্ত। বিহুর পরবে সবাই মিলে খুব আনন্দ করুন। সকলকে জানাই ভোগালি বিহুর আন্তরিক শুভেচ্ছা।
  • অসমের জাতীয় উৎসব মাঘ বিহু, সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী এই বিশেষ দিনের শুভেচ্ছা রইলো সকলের জন্য। ভোগালি বিহু খুব ভালো কাটুক সবার, এটাই কামনা করি।
  • শস্য শ্যামলা ধরিত্রীতে লাগুক পরিপূর্ণতার ছোঁয়া … মাঘ বিহু উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।

মাঘ বিহু বা ভোগালি বিহু নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পৌষ পার্বণ নিয়ে সুন্দর কিছু লাইন, কবিতা ও শুভেচ্ছাবার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মাঘ বিহুর শুভেচ্ছা

মাঘ বিহুতে আপনজনকে শুভেচ্ছা বার্তা, Magh Bihu greetings in Bengali

  • মাঘ বিহুর ঊরুকা দিনে সবাই একসাথে কোন নির্দিষ্ট পুকুর, খাল, দীঘি অথবা কোন জলাশয় থেকে মাছ ধরেন। জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মাছ ধরে আনন্দ উপভোগ করেন। মাঘ বিহুর সবচেয়ে বেশি আনন্দ তো এই কাজেই হয়। শুভ ভোগালি বিহুর আন্তরিক অভিনন্দন।
  • জিলাপিঠা, সুতুলি পিঠা, চুঙ্গা পিঠা, হেঁচা পিঠা, ডেকা পিঠা, ভুরভুরি পিঠা, আরো বিভিন্ন রকমের পিঠা খাওয়ার দিন যে এসে গেলো, ভোগালি বিহুর আয়োজনে মাতোয়ারা সর্বদিক। শুভ মাঘ বিহুর শুভেচ্ছা জানাই সবাইকে।
  • মাঘ বিহু পালনের অন্যতম আকর্ষণ হল বেলাঘর তৈরি করে এক রাতের পিকনিক। বাঁশ এবং খড় দিয়ে তৈরি অস্থায়ী ঘর মাঘ বিহুর দিন পুড়িয়ে দেয়া হয়, তারপর নানা রকমের খাবার তৈরি করে সকলের সাথে সেগুলো ভাগ করে নিতে উৎযাপন করা হয় বিহু। সকলকে জানাই শুভ মাঘ বিহুর শুভেচ্ছা।
  • চারপাশ মেতে উঠেছে বিহু উৎসবের আনন্দ নিয়ে। ফসল কাটার জন্য প্রস্তুত হচ্ছে সকলে, আনন্দঘন এই উৎসবকে চলো সকলে একসাথে মিলে উৎযাপন করি। শুভ মাঘ বিহুর শুভেচ্ছা।
  • প্রিয় বন্ধু আমার, তোমায় জানাই বিহুর আন্তরিক শুভেচ্ছা। পিঠে বানিয়েছো তো!! আজ আসবো তোমার বাড়িতে বিহু খেতে।
  • ভোগালি বিহু উৎসবের আমেজ বিরাজ করছে চারদিকে, আনন্দে ভরে আছে সকলের মন। তাই আমিও সবাইকে বিহুর শুভেচ্ছা জানাতে চাই। মাঘ বিহু সবার ভালো কাটুক।
  • প্রত্যেক জাতিরই আনন্দ উপভােগ করবার এক একটি উৎসব আছে যার মধ্যদিয়ে সেই জাতির জীবনের একটি সামগ্রিক পরিচয় পাওয়া যায়, যে উৎসবে জাতি-ধর্ম-বর্ণ-ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে, তাকেই জাতীয় উৎসব বলে। তাই তো বিহু প্রকৃতভাবেই আসামের জাতীয় উৎসব হিসেবে পরিচিত। সকলকে জানাই শুভ মাঘ বিহুর শুভেচ্ছা।

মাঘ বিহু বা ভোগালি বিহু নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পোঙ্গল এর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

মাঘ বিহুতে আপনজনকে শুভেচ্ছা বার্তা

মাঘ বিহুর আন্তরিক অভিনন্দন সম্পর্কিত স্ট্যাটাস, Magh Bihu best wishes/ Magh Bihu status in Bangla

  • ঘরে ঘরে প্রস্তুত হয়ে গেছে সুস্বাদু আহার – পিঠা, সন্দেশ, নাড়ু, পরমান্ন। নিজে খেয়ে অন্যদেরকেও খাওয়ানোর মাধ্যমে অমনি তৃপ্তি লাভ হয়। সবাইকে জানাই ভোগালি বিহুর আন্তরিক শুভেচ্ছা। 
  • মাঘ বিহু’ চিন্তাহীনতার উৎসব, কারণ এসময়ে কৃষকের ঘরে ঘরে পূর্ণ থাকে শস্য ভাণ্ডার, তাই ‘ভােগালী বিহু’তে আহারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন সকলে। তাও এই ব্যস্ততার মধ্যে সবাইকে জানাই শুভ মাঘ বিহুর আন্তরিক অভিনন্দন। পার্বণটি সকলের যেন আনন্দের সহিত কাটে।
  • বিহু একা নয়, বরং আশে পাশের সকলের সাথে আন্তরিকতার সাথে উৎযাপন করার উৎসব, তাই পিঠে বানাও, নিজেও খাও, অন্যদেরকেও খাওয়াও। শুভ ভোগালি বিহুর শুভেচ্ছা।
  • মকর সংক্রান্তির দিনটি অগ্নি দেবতাকে উৎসর্গ করেন আসামবাসী, নতুন ফসল কেটে বাড়িতে জমিয়ে রাখা হয়, সেই ফসল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন খাবার, মাঘ বিহু মাঠে আগুন জ্বালিয়ে নাচ গানের রীতি পালনের উৎসব, জনপ্রিয় বিহু নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন সকলে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যোগ দেন এই আনন্দঘন উৎসবে। শুভ ভোগালি বিহুর শুভেচ্ছা।
মাঘ বিহুর আন্তরিক অভিনন্দন

শেষ কথা, Conclusion 

আজকাল সবাই নিজেদের কাজে ব্যস্ত, তাই উৎসব একসাথে পালন করা তো দূরের থাকে, হয়তো মাসে একবারও ঠিক ভাবে দেখাও হয়না, তবে যেকোনো পার্বণে একে অপরের কথা মনে করে শুভেচ্ছা বার্তা অবশ্যই পাঠানো যায়।

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা মাঘ বিহু বা ভোগালি বিহু নিয়ে লেখা কিছু স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা বার্তা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts