৪৯ রানে কেকেআর কে হারিয়ে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স


বুধবার আইপিএল এ কলকাতার প্রথম ম্যাচ ছিল মুম্বাইয়ের সাথে৷প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হল কেকেআর এর আইপিএল যাত্রা,টসে জিতে কলকাতা বোলিং করার সিদ্ধান্ত নেয় । টসে হেরে মুম্বাই ব্যাট করতে নামলে দ্বিতীয় ওভারেই শিবম মাভি আউট করেন ডি কক কে। তবে রোহিত শর্মা এবং সূর্যাকুমার যাদবের ৯০ রানের পার্টনারশিপ মুম্বাইকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মুম্বাইয়ের সূর্যাকুমার যাদবও এদিন ভালো খেলেন, ২৮ বলে ৪৭ রান করেন। কলকাতার বোলার দের মধ্যে শিবম মাভি ছাড়া আর তেমন কোনো বোলার ভালো পারফরম্যান্স দেয়নি । প্যাট কামিন্সও ৩ ওভারে দেন ৫০ রান। কুড়ি ওভারে মুম্বাইয়ের স্কোর হয় ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান।


১৯৬ রানের বড় টার্গেট মাথায় নিয়ে খেলতে নেমে কেকেআর দুটি উইকেট হারিয়ে ফেলে মাত্র ২৫ রানে।ওপেনার সুনীল নারিন এবং শুভমান দ্রুত আউট হওয়ার পর অধিনায়ক দীনেশ কার্তিক তিন নাম্বারে নেমে ভালো ইনিংস খেলেন, ২৩ বলে ৩০ রান করেন তিনি। একের পর এক উইকেট চলে যেতে থাকে কোলকাতার টিমের। আন্দ্রে রাসেলের উপর সকলের নজর থাকলেও তিনিও ব্যার্থ হন এদিন  ১১ বলে ১১ রান করেন তিনি। বুমরাহ রাসেলকে আউট করার পর ইয়ন মর্গানের উইকেট ও নেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর হাতেই চলে যায় ম্যাচ।

প্যাট কামিন্স এদিন বোলিং ভালো না করলেও ১২ বলে ৩৩ রানের অসম্ভব ভালো ইনিংস খেললেও জেতার আশা থেকে বেরিয়ে গেছিল কেকেআর। বিশ ওভারে ৯ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স এর স্কোর  হয় ১৪৬।৪৯ রানে কলকাতা কে হারিয়ে জিতে যায় মুম্বাই।

ম্যাচের পর কলকাতার অধিনায়ক বলেন টিমকে ব্যাটিং এবং বোলিং উভয় দিকেই নজর দিতে হবে,সকলেই চেষ্টা করেছে এবং সকলেই বুঝেছে কোনদিক আরও ভালো করতে হবে। মর্গান এবং কামিন্স সবে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ফেরায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছুটা সমস্যা হচ্ছিল।  
দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক রোহিত শর্মা।

Viral Telegram Channel 🔥

Recent Posts