নিত্য নতুন সৃষ্টির সাথে আজও তাল মিলিয়ে চলছে রবীন্দ্র সৃষ্টি, তবে প্রাচীন সঙ্গীতধারাও মিশে আছে তাঁর গানগুলোতে। বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম একটি গান হল ‘ অনেক কথা যাও যে বলে ‘। আপনারা খুব সহজেই লিরিক্স সংগ্রহ করে নিতে পারবেন। লিরিক্স পড়ে তা কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
অনেক কথা যাও যে বলে – লিরিক্স বাংলা হরফে।
অনেক কথা যাও যে ব’লে
অনেক কথা যাও যে ব’লে
কোনো কথা না বলি ।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।।
যে আছে মম গভীর প্রাণে
ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী ।
তোমারে তাই এড়াতে চাই,ফিরিয়া যাই চলি ।।
আমার চোখে যে চাওয়াখানি
ধোওয়া সে আঁখিলোরে-
তোমারে আমি দেখিতে পাই,
তুমি না পাও মোরে ।
তোমার মনে কুয়াশা আছে,
আপনি ঢাকা আপন-কাছে-
নিজের অগোচরেই পাছে
আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই,
ফিরিয়া যাই চলি ।।
Onek kotha jao je bole lyrics in English transcription
Anek katha jaao je bole
kono katha na boli.
Tomar bhaasa bojhar aasha
diyechhi jalanjali
Je aachhe mamo gobhir praane
bhedibe taare haasir baane,
Chokite chaaho mukher paane
tumi je kutuholi.
Tomare taai eraate chaai,
phiriya jaai choli.
Aamar chokhe je chaawakhani
dhoya se aakhilore –
Tomare aami dekhite paai,
tumi na paao more.
Tomar mone kuwasha aachhe,
aapni dhaaka aapon-kaachhe
-Nijer agocharei paachhe
aamare jaao chholi
Tomare taai eraate chaai,
phiriya jaai choli.
অনেক কথা যাও যে বলে – গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Onek kotha jao je bole song video.
অনেক কথা যাও যে বলে – গানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।Onek kotha jao je bole song informtion
পর্যায়: প্রেম
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্রা
তাল: দাদরা
রাগ: ভৈরবী
লিখিত: ১৯২৬
স্বরবিতান: 5
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর
‘অনেক কথা যাও যে বলে’ গানটি কবি উৎসর্গ করেছিলেন কথাবাজ শিশু নন্দিনী কে, যে ছিল কবিগুরুর দত্তক কন্যা। তিনি তাকে গল্প বলতেন এবং তার আপাত অর্থহীন বকবক শুনতেন। তিনি তার বকবক খুব উপভোগ করতেন। ১৯২৬ সালে শান্তিনিকেতনে বসে গান টি লিখেছিলেন গুরুদেব।
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।