রহস্যজনক মৃত্যু জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের



শর্বরী দত্ত, যিনি পুরুষদের  পোশাকের ক্ষেত্রকে এক নতুন রুপ দান করেছিলেন, বাঙালির ধুতিকে নানা রকম কৌশলে সাজিয়ে গোটা দেশের নজরেএনেছিলেন,রঙিন ধুতির চল যার হাত ধরেই শুরু হয়েছিল, সেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছে গতকাল।

বাড়ির বাথরুমে রাত ১২.১৫ নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ। এখনও পর্যন্ত অস্পষ্ট তার মৃত্যুর কারণ। 
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রিসেপশনের পোশাকও তিনি ডিজাইন করেছিলেন, মাত্র ৬৩ তেই চলে গেলেন তিনি। 


 গতকাল সকাল থেকে তাঁকে দেখা যায়নি তাই পরিবারের লোকেরা ভেবেছিলেন তিনি কাজে বেরিয়েছেন , রাতে বাথরুম থেকে দেহ উদ্ধার হওয়ায় পরিবারের লোকেরা  চিকিৎসককে খবর দেন, এবং পরে কড়েয়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঠিক কি কারণে এই মৃত্যু তদন্ত করছে পুলিশ।

Viral Telegram Channel 🔥

Recent Posts