ঝুঁকি নিয়ে উক্তি ও বাণী, Quotes about risk in Bengali language 


ভালো- মন্দ, ঘাত প্রতিঘাতের সংমিশ্রণে তৈরি একটি মানুষের জীবন। একটি মানুষের দীর্ঘ জীবনকালে তার সব চাহিদাই সহজলভ্য হয়ে ওঠে না আর সেই চাহিদা পূরণের স্বার্থে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝুঁকি নিতে হয়। ঝুঁকির মধ্যে থাকে আনেক অনিশ্চয়তা ; আসতে পারে ব্যর্থতা ; কিন্তু তা হলেও ঝুঁকি নেওয়া বন্ধ করা চলবে না । সে মানুষ ই জীবনযুদ্ধে জয়ী যে অনিশ্চয়তার ভয়কে কাটিয়ে , বার বার ঝুঁকি নিতে ও পিছপা হয় না। নিম্নে উল্লেখিত হল ঝুঁকি নিয়ে কিছু অনুপ্রেরণামূলক উক্তি :

ঝুঁকি নিয়ে উক্তি ও বাণী

ঝুঁকি নিয়ে ক্যাপশন, jhuki nie caption

  • যেখানে কোনো ঝুঁকি নেই সেখানে কোন মুনাফা বা লাভ ও নেই। 
  • আপনি যদি জীবনে অস্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না থাকেন তাহলে আপনি অসাধারণ কিছু প্রাপ্তির আশা করবেন না । 
  • জনহিতকর কোনো প্রকল্পই ঝুঁকি ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। 
  • ঝুঁকি হল জীবনের গতি এবং সফলতার সোপান। 
  • যেকোনো গঠনমূলক কাজে প্রতিদ্বন্দ্বিতার সাথে ঝুঁকিও থাকে। সব বাধা তুচ্ছ করে সামনে এগিয়ে যেতে পারাই হল চূড়ান্ত সফলতা অর্জনের একমাত্র পথ। 
  • একজন মানুষের জীবনের সব থেকে বড় ঝুঁকি হলো, সে কি করছ সেটা না জানা। 
  • ঝুঁকি গ্রহণের মধ্যে নিহিত থাকে সক্ষমতার স্বাক্ষর। 
  • সবথেকে বড় ঝুঁকি হচ্ছে, কোনো ধরনের ঝুঁকি না-নেওয়া। 
  • ঝুঁকি নেওয়ার মতো সৎ সাহস থাকলে যে কোন কঠিন কাজও অল্প সময়ের মধ্যে করতে পারা সম্ভব । 
  • যে কখনো জীবনে ঝুঁকি নিতে শেখে নি; তার জীবন একপ্রকার বৃথা । 
  • ঝুঁকি নেওয়া এবং ব্যর্থ হওয়া??” আসলে ব্যর্থতা নয়, প্রকৃতপক্ষে ঝুঁকি নিতে ভয় পাওয়াই হল প্রকৃত ব্যর্থতা। 
  • অসুবিধা, সমস্যা এবং ক্ষতির আশঙ্কা থাকবেই,
  • ব্যক্তিকে তার মধ্যে থেকেই নিতে হবে ঝুঁকি । 
  •  মানুষ ঝুঁকি না নিলে পারবে না নতুন কোনো কিছু শিখতে , পারবেনা নিজেকে বদলাতে, পারবে না সে ভালবাসার সাহস দেখাতে,পারবেনা তার জীবনকে পরিপূর্ণ করতে । 
ঝুঁকি নিয়ে ক্যাপশন

ব্যক্তিত্ব নিয়ে উক্তি, Quotes on personality in Bengali

ঝুঁকি নিয়ে বাণী, Meaningful sayings about taking risk 

  •  কখনোই পারবে না তুমি কোনো সাগর আবিষ্কার করতে 
  • যদি থাকে সাহসের অভাব , থাকে তীর বা কূল হারানোর ভয় ।  
  • মানুষের জীবন হল অভিজ্ঞতার সমষ্টি; সাহস ও মনোবল তার লক্ষ্যভেদের সহায়ক । ঝুঁকি গ্রহণ এগুলোকে পুঞ্জীভূত করে। আর ঝুঁকি এড়াতে চাইলে, আপনার যা প্রাপ্য সে সব হারাতে হতে পারে। তাই ঝুঁকি গ্রহণ করাটাই হল ঝুঁকিমুক্ত থাকার উত্তম উপায়। 
  • যদি জানতে চাও জীবন তোমার জন্য কী উপহার সাজিয়ে রেখেছে; তাহলে জীবনে ঝুঁকি নিতে শেখো। 
  • সবথেকে বড় ঝুঁকি সেটাই যা আমরা হৃদয় থেকে নিয়ে থাকি। 
  • প্রত্যেকবার ঝুঁকি নাও আর মনের প্রত্যেকটি ভীতি দূর করো । 
  • যদি সেটি এখনো তোমার মনে বাস করে থাকে ;তাহলে সেটিকে হাসিল করার জন্য ঝুঁকি তো নিতেই হবে !! 
  • ঝুঁকি নিতে গেলে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে । 
  • ঝুঁকি না নিলে অনেক সময় সুযোগ হারাতে হতে পারে। 
  • কোনও বিষয় যদি পর্যাপ্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার কাছে তবে শত প্রতিকূলতা আপনার বিরুদ্ধে এসে দাঁড়ালেও ঝুঁকি নিয়ে আপনার তা সম্পন্ন করা উচিত। 
  • জীবনের সঠিক মূল্য কী তা জানতে আপনাকে একবার একটি ঝুঁকিপূর্ণ কাজ করতেই হবে। 
  • আপনি যা কিছু করতে পারেন বা যা কিছু করার স্বপ্ন দেখেন সেটি বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিভার আর ক্ষমতার যেমন প্রয়োজন আছে তেমনি ঝুঁকি নেওয়ার মতো সাহসিকতাও থাকা দরকার । 
ঝুঁকি নিয়ে বাণী

হতাশা নিয়ে উক্তি, Quotes on frustration and mental exhaustion in Bengali

ঝুঁকি নিয়ে স্ট্যাটাস, Risk quotes in bangla  

  • যাঁরা আশাবাদী তাঁরা ঝুঁকি নিতে সর্বদা প্রস্তুত। 
  • যেখানে কোনো সংগ্রাম নেই, সেখানে কোন অগ্রগতি নেই। তাই ঝুঁকি নিয়ে সেই সংগ্রামে নিজের কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাস প্রমাণ করতে হবে। 
  • জীবন হলো একটি দুঃসাহসিক অভিযান আর ঝুঁকি হলো তার ই সহযাত্রী । 
  • যেদিন আমরা ঝুঁকি নেওয়া ছেড়ে দেব সেদিন আমরা একপ্রকার বাঁচাও ছেড়ে দেব। 
  • যদি সামান্যতম ও সুযোগ থাকে জীবন থেকে আনন্দ সংগ্রহ করার তাহলে সেটি পাওয়ার জন্য ঝুঁকি নিতে শিখুন । 
  • মানুষ যাকে সর্বাধিক ভালোবাসে তার জন্য প্রাণের ঝুঁকি নিতেও সে পিছপা হয় না । 
  • জীবনে হাজার ব্যর্থতার অভিজ্ঞতা লাভ করা সত্ত্বেও যে ঝুঁকি নিতে পারে ও ঝুঁকি নিতে জানে তার সাফল্য দীর্ঘায়িত হলেও তা একদিন নিশ্চয়ই আসবে । 
  • প্রকৃত ভালোবাসা এবং জীবনে বিশাল প্রাপ্তি তখনই লাভ করা যায় যখন মানুষের ঝুঁকি নেওয়ার মতন সৎ সাহস এবং মনের দৃঢ়তা থাকে। 
  • নিজের স্বপ্নগুলি অনুসন্ধান করুন এবং সেটিকে বাস্তবে পরিণত করার জন্য সবরকম ঝুঁকি নিতে বদ্ধপরিকর হন । 
  • ঝুঁকি নেওয়ার প্রবণতা থেকেই শুরু হয় সৃজনশীলতা। 
  • ঝুঁকি নেয়া হল নিজের লক্ষ্য অর্জনের জন্য অনিশ্চয়তা আর ভয়কে মোকাবিলা করার জন্য মানুষের ভেতরকার সৎ সাহস। 
  • মানুষের জীবন হলো একটি রহস্যময় অভিযান আর সেই রহস্যকে উদ্ঘাটন করতে হলে প্রতি মুহূর্তে ঝুঁকি নেওয়া আবশ্যক ; কঠিন জিনিস কখনো সহজে প্রাপ্ত হয় না। 
  • জীবনে যদি ঝুঁকি ই না নিলাম ;তবে সেই জীবনের কি মানে ??? 
  • ফলাফলের কথা চিন্তা না করে জীবনের ঝুঁকি নিন । আমরা কিছু হাসিল করি বা না করি ঝুঁকি নেওয়ার মধ্য দিয়ে আমাদের প্রকৃত বৃদ্ধি ঘটে মানসিকভাবে এবং জীবনে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি। 
  • আপনার মনের ভিতরে কিছু করার জেদ না থাকলে আপনি খুব শীঘ্রই জীবনের পরীক্ষাগুলি থেকে অব্যাহতি প্রাপ্ত করবেন আর যদি আপনি অতি নমনীয় হন, তবে প্রতিনিয়ত প্রাচীরের সাথে ধাক্কা খাবেন এবং সমস্যার সমাধানের পথ সঠিক ভাবে খুঁজে বের করতে পারবেন না। তাই জীবনের ঝুঁকি নিতে শিখুন; সমস্যাগুলির মোকাবিলা করার সৎ সাহস রাখুন । 
  • ঝুঁকি নেবার মতো বলিষ্ঠ মানসিকতা সবার থাকে না আর যাদের থাকে তারাই প্রকৃত সাহসী। 
  • যারা খুব বেশি দূরে যাওয়ার ঝুঁকি নিতে পারে একমাত্র তারাই সম্ভবত অনুধাবন করতে পারে যে তারা কতদূর অবধি যেতে পারে। 
ঝুঁকি নিয়ে স্ট্যাটাস

সম্মান নিয়ে কিছু উক্তি, Quotes on respect in Bengali

ঝুঁকি নিয়ে শায়েরি ও  বিশেষ কিছু উদ্ধৃতি, Thoughtful sayings about taking risks 

  • ঝুঁকি না নেওয়া এবং জীবনযুদ্ধে পরাজিত হওয়া; দুটোই প্রায় সমার্থক । 
  • বাড়িতে বসে সুরক্ষিত থাকা; এবং লড়াই করে ও জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখার মধ্যে অনেকটা পার্থক্য আছে; যার জন্য দরকার আত্মবিশ্বাস ও সৎসাহস । 
  • জীবনের প্রকৃত গৌরব কেবলমাত্র জেতার মধ্যেই নিহিত থাকে না সেটি লুকিয়ে থাকে সেই বাস্তবটির মধ্যে যে ব্যর্থতার মধ্য থেকেও আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন ; কতবার ঝুঁকি নিয়েছেন । 
  • ভাগ্যবান ব্যক্তিরা এবং সফল ব্যক্তিরা হলো তারা যারা সর্বাধিক ঝুঁকি নিতে প্রস্তুত। পরিবর্তন, অগ্রগতি এবং সাফল্যের দরজা খোলার জন্য প্রয়োজনীয় ঝুঁকি নিয়ে আমরা সবাই নিজের ভাগ্য তৈরি করতে পারি।
  • আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
  • আমার ভয়ভাঙা এই নায়ে ।। 
  • তরীখানা বাইতে গেলে  মাঝে মাঝে তুফান মেলে–
  • তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ॥ 
  • আপনার পা পানিতে ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না ”~ওয়ারেন বাফেট 
  • একটা জাহাজ ডকে থাকলে দারুণ লাগে দেখতে। নিশ্চিন্তও থাকা যায়। অন্তত ডুববে না। কিন্তু মাথায় রেখো, জাহাজটা সেইজন্য তৈরি হয়নি। — জন এ সেড 
  • জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি
  • পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে।
  • —স্বামী বিবেকানন্দ 
  • দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেয়া”
  • ——মার্ক জুকারবার্গ 
  • ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না”
  • ——মুহাম্মদ আলী ক্লে 
  • ধর্ম আমার মাথায় রেখে     চলব সিধে রাস্তা দেখে–
  • বিপদ যদি এসে পড়ে  সরব না,   ঘরের কোণে সরব না ॥” 
ঝুঁকি নিয়ে শায়েরি ও  বিশেষ কিছু উদ্ধৃতি

জীবনযুদ্ধে টিকে থাকতে গেলে তাই প্রত্যেক মানুষকে ঝুঁকি গ্রহণ করতে উৎসাহী হতে হবে, সুযোগ হাতছাড়া করলে চলবে না। জীবনের শেষ প্রান্তে এসে যখন পিছনের দিকে তাকাবেন তখন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে, যে সুযোগগুলো আপনি হাতছাড়া করেছিলেন, সেগুলিকে নিয়েই আপনার মনে অনুতাপ ও আফসোসের শেষ থাকবে না। 

ঝুঁকি নিয়ে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের মনোগ্রাহী হলে তা অবশ্যই বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না

Recent Posts