স্বদেশপ্রেম নিয়ে উক্তি, Quotes on motherland and patriotism in Bengali 



প্রিয় মাতৃভূমির মাটি ও তার বীর সন্তানদের ভালোবাসা ও শ্রদ্ধা করাই হলো প্রকৃত স্বদেশপ্রেম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা যে কোনো মূল্যে রক্ষা করা তাই প্রত্যেক দেশপ্রেমিকের অবশ্য কর্তব্য।

স্বদেশপ্রেম বা দেশপ্রেম এক একপ্রকার গভীর মানসিক আবেগ ; যে আবেগের সাথে জড়িয়ে থাকে  সেই দেশের  দীর্ঘকালীন সভ্যতার ইতিহাস, জীবন সংগ্রামের ইতিকথা তথা দেশীয় সংস্কৃতির দোত্যনা। মানুষ যে দেশের মাটিতে জন্ম নেয় সেই ভূমির প্রতি তার টান নাড়ির টানের অনুরূপ এবং পর্যায়ক্রমে  সেই ভূমির সংস্কৃতিতেই  গড়ে ওঠে তার রুচিবোধ ও জীবনচর্যা।

তাই এই  সূক্ষ্ম অনুভূতিকে অবজ্ঞা করা পৃথিবীর যেকোন মানুষের পক্ষেই  এক কঠিন কাজ।এই আবেগ ও অনুভূতির সুদৃঢ় বন্ধন মানুষ ও স্বদেশভূমি পরস্পরকে  আবদ্ধ করে রাখে আমৃত্যু । নিম্নে উল্লেখিত হল স্বদেশপ্রেম নিয়ে কিছু উক্তি যা দেশমাতৃকার প্রতি আপনার অনুভূতি জাগ্রত করবেই ।  

স্বদেশপ্রেম নিয়ে উক্তি

স্বদেশপ্রেম নিয়ে বিখ্যাত কিছু উক্তি, Famous sayings about patriotism in bengali   

  • দেশপ্রেমের সারমর্ম হলো জনকল্যাণে ব্যক্তিগত স্বার্থের ত্যাগ করা। 
  • দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাওয়াটাই  শুধুমাত্র  সুশাসন হিসেবে আখ্যা দেওয়া যায় না ।নিজেকে রক্ষা করতে পারা এবং অন্যকে রক্ষা করা ই হলো প্রকৃত  দেশপ্রেম। 
  • দেশকে ভালোবাসার প্রকৃত অর্থ হল দেশবাসীকে ভালোবাসা ও ভালো রাখা। 
  • প্রকৃত দেশপ্রেম হল অন্য কোনও দেশের থেকে  নিজের দেশের অবিচারকে ঘৃণা করে। 
  • দেশপ্রেম হৃদয়ের এক সূক্ষ্ম আবেগ।একজন মানুষ দেশপ্রেমিক তখনই হতে পারে  যদি তার হৃদয়ে দেশের প্রতি সত্যনিষ্ঠা এবং  সৎ ভালোবাসা থাকে। 
  • দেশপ্রেমের মূল কথা হল জনগনের কল্যাণ হেতু ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা। 
  • স্বদেশের উপকারে নাই যাহার মন, ‘কে বলে মানুষ তাহারে ?’- সে যে  পশু একজন। 
  • দেশকে ভালোবাসা বা দেশপ্রেম থেকেই তৈরি হয়  আমাদের দেশের প্রতি দায়িত্ববোধ ,  যা নিজের জীবন দিয়ে ও শেষ করা যায় না। 
  • দেশপ্রেম মানে ধ্বজা ওড়ানো বা পতাকা উত্তোলন করা নয়  ;দেশকে ধার্মিক ও শক্তিশালী করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাওয়া ই হল প্রকৃত দেশপ্রেম । 
  • নিজের দেশ নিয়ে প্রত্যেকটি দেশপ্রেমিকের   অসম্ভব রকম আশাবাদী থাকা উচিত । যদি একশোবার জন্মাবার সুযোগ দেওয়া হয়  তাকে যেন ততবার ই এ দেশের মাটিতে জন্ম নেবার ইচ্ছা তার জাগ্রত থাকে  ৷ এই দেশের বৃষ্টিতে ভেজার অদম্য স্পৃহা , এ দেশের জোছনা কে গভীরভাবে অনুভব করে এই দেশেতেই পুনর্জন্ম নেওয়া অদম্য   আকাঙ্ক্ষাই  হলো দেশপ্রেম । 
  • দেশের প্রতি ভালবাসা এক জন্মগত  ও সাবলীল অনুভূতি ; প্রকৃত দেশপ্রেমের পরিধি কোনো সীমান্তে সীমাবদ্ধ থাকে না । 
  • দেশপ্রেম  হল দেশের  প্রতি  ভালবাসা। কিন্তু নিজের  দেশবাসীকে  ভালবাসতে না পারলে দেশকে ভালবাসা যায় না। আমাদের  সবার মধ্যে  সর্বদা একমত  থাকবে তার দরকার নেই ,তবে আমাদের একে অপরকে শক্তিশালী করতে হবে। আমাদের মধ্যে পার্থক্যগুলো আবিষ্কার করে ভালোবাসার সেতু দিয়ে সেটিকে জুড়তে হবে ।  এতেই হবে সমগ্র দেশের মঙ্গলসাধন । 
  • দেশপ্রেম আর  জাতীয়তাবাদের  তাৎপর্য  এক নয়, কারণ দেশ কে ভালোবাসা  এবং  দেশেকে পূজা করার মধ্যে পার্থক্য আছে। 
  • সমগ্র  পৃথিবী  হল আমার দেশ, সমস্ত মানবজাতি আমার ভাই আর তাই ভাল কাজ করা আমার  ঐকান্তিক ধর্ম । 
  • জন্মভূমির মাটিতে স্বাধীনভাবে বেঁচে থাকার মত প্রশান্তি বিরল। 
স্বদেশপ্রেম নিয়ে বিখ্যাত কিছু উক্তি

স্বদেশপ্রেম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্বদেশপ্রেম নিয়ে লেখা সেরা প্রবন্ধ সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্বদেশ প্রেম নিয়ে কিছু কথা, Thoughtful lines about patriotism explained in Bangla 

  • দেশ কে ভালবাসা  এক সহজাত অনুভূতি  । প্রতিটি মানুষের অন্তরে এ অনুভব উজ্জ্বল আলাের মতাে জাগ্রত  থাকে। 
  • দেশের প্রতি যার  টান ও ভালোবাসা নেই, তার অপরাধ ক্ষমার অযােগ্য। সে একপ্রকার, ‘দেশদ্রোহী’। 
  • আমাদের হৃদয়  ,আমাদের চিন্তায় ও মননে  আমাদের অনুভূতির  প্রতিটি সীমানায় স্বদেশের পতাকা, আমাদের সমগ্র জীবনই আমাদের স্বদেশের দান। 
  • অন্য দেশের কাছে  নিজের দেশের ঐতিহ্য ও সাংস্কৃতি কে পরিচিত করানো  ,  বিশ্বের দরবারে নিজের দেশকে মর্যাদা সম্পন্ন করে তুলে ধরাই  হল প্রকৃত অর্থে দেশকে ভালোবাসা । 
  • প্রকৃত দেশপ্রেম নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে শেখায়  না বরং বৃহত্তর পৃথিবীর মধ্যে নিজেকে ছড়িয়ে মহান আদর্শকে প্রচার করে। 
  • ওগো আমার প্রিয় দেশের মাটি ,তোমার মাঝেই লুকিয়ে আছে আমার আত্মা ; তুমিই  আমার মা  , আমার সকল আসা, আমার সমগ্র জীবন। 
  • স্বাধীনতা  হল এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা নিজের দেশকে অদম্য ভালোবেসে। 
  • স্বাধীনতা বিনা একটি জীবন হল আত্মা ছাড়া শরীর। 
  • যারা নিজেদের কখনো অন্যদের চেয়ে নিচু মনে করে না, তাদের কখনো পরাধীনতার জালে আবদ্ধ করা যায় না 
  • দেশের প্রতি আনুগত্য প্রত্যেক দেশবাসীর  এক অবশ্য কর্তব্য । সরকারের প্রতি তখনই অনুগত থাকা যায় যখন সে তার  প্রকৃত  যোগ্যতা অর্জন করবে। 
  • প্রতিটি জাতির মানুষজন ই নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে যা দেশপ্রেম অথবা যুদ্ধের কারণ। 
  • তুচ্ছাতিতুচ্ছ  কারণে হত্যা করতে এবং নিহত হতে রাজি হওয়াই হল প্রকৃত  দেশপ্রেম। 
  • দেশের জন্য মনের ভেতরে আবেগ যদি না থাকে   তাহলে তার শরীরে রক্ত নয় জল প্রবাহিত হচ্ছে  । 
  • স্বাধীন দেশের নাগরিক হওয়াই  দেশবাসীকে দেয় প্রকৃত গৌরব। 
  • স্বাধীনতা অর্জন করেন জন্য লড়াই করে মৃত্যু বরণ করা  পরাধীনতায় সারাজীবন কাটানোর থেকে অনেক ভালো। 
স্বদেশ প্রেম নিয়ে কিছু কথা

স্বদেশপ্রেম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি জন্মভূমি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্বদেশপ্রেম নিয়ে বাণী, swadeshprem nie bani  

  • দেশপ্রেম হল এক দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল বা ভরসাস্থল। 
  • শান্তিতে,শৃঙ্খলাবদ্ধ ,শক্তিশালী এবং  ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার জন্য  আমাদের মনে এক জাতি ,এক পতাকা এবং এক প্রাণের অনুভূতি থাকা প্রয়োজনীয়। 
  • প্রকৃত দেশপ্রেম হলো অসৎ সরকারকে কড়া চ্যালেঞ্জ জানানো। 
  • স্বদেশপ্রেম হলো সেই মানসিক দৃঢ়তা যা  বিশ্বাস করায় যে নিজের দেশ অন্য  যে কোন দেশের থেকে অধিক উন্নততর। 
  • স্বাধীনতা মানব চেতনার অন্যতম গভীর ও মহৎ আকাঙ্ক্ষা 
  • একজন প্রকৃত নায়ক  সে ই যে স্বাধীনতার সাথে দায়বদ্ধতার গুরুত্বটি  ও অনুধাবন করতে পারে। 
  • দায়িত্ব, সম্মান, দেশ -এই তিনটি পবিত্র শব্দের নাম শ্রদ্ধার সাথে  সর্বদা নেওয়া উচিত ;সেটাই হবে এক দেশবাসীর  প্রকৃত দেশপ্রেমের পরিচয়।  
  • জাতির জীবন কেবল তখনই সুরক্ষিত থাকে যখন জাতি সৎ, সত্যবাদী এবং পুণ্যবান হয়। 
  • অসম্ভব প্রতিকূলতার মধ্যে যারা এই দেশকে ভালবাসে তারাই পরিবর্তন আনতে পারে। 
  • দেশপ্রেম  ঘরে বসেই শুরু হয়। 
  • জাতির সেবায় মৃত্যু হলেও তা নিয়ে গর্ববোধ করা উচিত। মানবদেহের  রক্তের প্রতিটি ফোঁটা  জাতির বিকাশে এবং তাকে শক্তিশালী ও গতিশীল করতে এক বিশাল  ভূমিকা রাখে। 
  • একটি চিন্তাশীল মন, যখন এটি একটি জাতির পতাকা দেখে,  তখন সে শুধু পতাকাই দেখে না; দেখে গোটা জাতিকে। 
  • সুজলা-সুফলা শস্য শ্যামলা  দেশ কে করি বন্দনা 
  • তোমাতে মোরা নিয়েছি জন্ম ;তোমার রূপের নেই যে তুলনা । 
  • ‘দেশকে ভালোবাসি’- শুধু কথাতেই নয়  কাজেও তা  করে দেখাতে হবে।প্রত্যেক নাগরিকের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন চেতনা জাগ্রত হলে এই দেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। 
  • আমাদের হৃদয়  ,আমাদের চিন্তায় ও মননে  আমাদের অনুভূতির  প্রতিটি সীমানায় স্বদেশের পতাকা, আমাদের সমগ্র জীবনই আমাদের স্বদেশের জন্য উৎসর্গকৃত। 
  • দেশ মৃন্ময় নয়,দেশ  হল চিন্ময় অর্থাৎ দেশ চিত্তময়।আর এই চিত্তের অধিকারী মানুষের মনের সাথে মনের সংযোগ না থাকলে দেশ প্রেম সেখানে অর্থহীন হয়ে পড়ে। 
  • স্বদেশপ্রেম মানুষের চেতনার অন্তরলোকে কখনও সুপ্ত কখনও বা জাগ্রত অবস্থায় থাকে। 
  • দেশপ্রেমিক ও শহীদের রক্তে লব্ধ  স্বাধীনতার বৃক্ষকে  সময়ে সময়ে সতেজ রাখতে হবে। 
স্বদেশপ্রেম নিয়ে বাণী

স্বদেশপ্রেম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্বদেশপ্রেম নিয়ে কবিতা, Poems and shayeri on patriotism 

  • আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় হয়ে কাজে বড় হবে?  
  • তুমি মিশেছ  মোর দেহের সনে ,তুমি মিলেছ মোর প্রাণে মনে ,তোমার  ওই শ্যামলবরণ কোমল মূর্তি মর্মে  গাঁথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। 
  • এই দেশ এই দেশ আমার এই দেশ, এই মাটিতেই জন্মেছি মা ,জীবনমরণ তোমরা স্মরণ ,তোমার চরণ ধুলি দাও মা”  
  • এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,  সকল দেশের রানী সে যে, আমার জন্মভূমি॥ 
  • তোমার উপমা তুমি ই তো মা,তোমার রূপের নাইকো শেষ। 
  • বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান” ॥ 
  • কত না জুগ ধরে ধরে ,ছিলে গো মা শিকল পরে তা কি জানি না ? তোমার লাখো লাখো ছেলে ,দিল জীবন অবহেলে  তারা রক্ত ঢেলে জন্মভূমি ,পুণ্যভূমি করেছে মা ” ! 
  • এ দেশ আমার, এ দেশ তোমার ,বুকের ধন, করো যতন, যেন না কেউ কাড়ে সেই রতন হার,বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে। সেদিন আর কতদুরে, যখন প্রাণের সৌরভে, , সবার গৌরবে ভরেরবে, এ দেশ ধন ধান্যে, শিক্ষায় জ্ঞানে-মান্যে, আনন্দের গানে গানে সুরে?।। 
  • সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,শুধু  জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥ 
  • বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ! কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ৷ 
  • যাঁরা স্বর্গহত তাঁরা এখনো জানে ,স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি ,এসো স্বদেশব্রতে মহা দীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ী দের চরণ চুমি ॥ 
স্বদেশপ্রেম নিয়ে কবিতা

পরিশেষে, Conclusion

দেশবাসীর ঐক্যবদ্ধ জীবনচর্চায় স্বদেশ প্রেমের অনুভূতিটি ঐতিহ্য ও সংস্কৃতিতে পরিস্ফুট হয়ে  অনুপ্রানিত  করে নতুন প্রজন্মকে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের দেশের মানুষের জন্য অবদান রেখে যাওয়া প্রত্যেক দেশপ্রেমী নাগরিকের কর্তব্য স্বরূপ। স্বদেশপ্রেম নিয়ে আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তবে তা অবশ্যই নিজের বন্ধু ও পরিজনদের মধ্যে শেয়ার করে নিতে ভুলবেন না

Recent Posts