গতকাল ম্যাচে গুরুতর চোট পান অশ্বিন , ম্যাচ ঘিরে বিতর্ক – জেনে নিন বিস্তারিত


এবছর আইপিএল করোনার কারণে অনেক মাস দেরিতে শুরু হয়েছে। আইপিএল এর ১৩ তম সংস্করণে গতকাল দিল্লির সাথে পাঞ্জাবের খেলা ছিল৷ কিংস ইলেভেন পাঞ্জাবের থেকে নিলামে রবিচন্দ্রন অশ্বিনকে কিনে নিয়েছিল দিল্লি। স্পিন বিভাগকে শক্তিশালী করা ছাড়াও, বোলিং এবং তাঁর অভিজ্ঞতাকে কাজে  লাগানোর জন্য দিল্লির পছন্দ ছিল অশ্বিনকে, প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেন অশ্বিন কিন্তু এক দুর্ঘটনা ঘটে, চোট লাগে অশ্বিন এর। আঘাত গুরুতর হলে এই আইপিএলে খুব সম্ভব আর দেখা যাবে না তাকে।


কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গতকাল ম্যাচে বোলিং এ জাদু দেখিয়ে প্রথম ওভারেই দুটি উইকেট নেন অশ্বিন। পাঞ্জাবের ব্যাটিংয় লাইনঅাপকে প্রথমেই আলগা করে দেন। তবে ওভারের শেষ বলে সিঙ্গল আটকাতে গিয়ে  চোট পান অশ্বিন।ডাইভ দেওয়ার পরেই অশ্বিনকে যন্ত্রণায় ছটফট করতেও দেখা যায়। দ্রুত  ফিজিও প্যাট্রিক ফারহার্ট আসলে অশ্বিনকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।  যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে চোখে জল চলে আসে অশ্বিনের। দলের কোচ রিকি পন্টিংক তাকে সমবেদনা জানায়।  ম্যাচ চলাকালীন পরে অবশ্য তাকে ড্রেসিং রুমে বাঁ’হাতে স্লিং লাগানো অবস্থায় বসে থাকতে দেখা যায়। কাঁধে দেওয়া ছিল আইস ব্যাগ । 


তবে কাঁধের হাড় সরে গিয়েছে অশ্বিনের এমনটাই জানা গেছে। আর যদি সত্যি চোট বেশি থাকে তাহলে  গোটা আইপিএল এ আর দেখা যাবে না তাকে৷ অশ্বিন  যদি খেলতে না পারেন তাহলে দিল্লির জন্য এটা খুবই খারাপ খবর হবে। যদিও দলের ফিজিও চেষ্টা করছেন অশ্বিনকে দ্রুত সুস্থ করে তোলার। দিল্লি টিমের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। 


এই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক ঝড় উঠেছে। যেখানে দিল্লির ১৫৭  রানের জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব একের পর এক উইকেট হারাতে থাকে । তবে  মায়াঙ্ক আগরওয়াল, কৃষ্ণাপ্পা গৌতম ও ক্রিস জর্ডনের ব্যাটিং এ পাঞ্জাব কিছুটা ভালো স্থানে আসে৷  যখন আর ২১ রান বাকি ১০ বলে তখন ক্রিস জর্ডন দু’রান নেওয়ার সময় লেগ আম্পায়ার নীতিন মেনন জানান, শর্ট রান নিয়েছেন তিনি তাই সেই রানকে না করে দেয় আম্পায়ার। যার কারণে জেতার জন্য শেষ ওভারে ১২ নয় ১৩ রান দরকার হয় পাঞ্জাবের।


তবে শেষ ওভারের প্রথম তিন বলে আগরওয়াল ১২ রান তোলেন। তারপরের বলে কোনো রান হয়নি। শেষ দুটি বলে দুই উইকেট হারিয়ে  পাঞ্জাবের সুপার ওভারে  রাবাদার দুরন্ত বোলিংয়ে কারণে হেরে যায় পাঞ্জাব।শর্ট রান ডাকা নিয়েই বিতর্কের শুরু।টিভি রিপ্লেতে জর্ডনের ব্যাট ক্রিজ অতিক্রম করেছে দেখা গেলেও আম্পায়ারের সিদ্ধান্তই বলবত থাকাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছেন কিংস ইলেভেন পাঞ্জাবের কো ওনার প্রীতি জিন্টা। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাকে নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে।

Recent Posts