রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত হলেন রোহিত শর্মা


ভারতীয় ওপেনার রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত হয়ে আনন্দিত পাশাপাশি তিনি দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরষ্কারটি উৎসর্গ করলেন তার ভক্তদেরকে।

রোহিত শর্মা চতুর্থ ভারতীয় ক্রিকেটের যিনি রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পেয়েছেন। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি এই সম্মান পেয়েছেন।

রোহিত শর্মা

গতবছর রোহিত শর্মা ভীষণ ভালো খেলেছেন, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের ঝুলি ছিল তার কাছেই। ক্রিকেটে তার অবদানের জন্য বিসিসিঅাই তাকে খেলরত্ন সম্মানে মনোনিত করে। তাতে সম্মতি জানায় স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি।

সম্প্রতি এক ভিডিও পোস্ট করে রোহিত শর্মা ভক্তদের শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেলে সকলেই খুশি হয়, তিনিও আনন্দিত, তিনি বলেন ভক্তরা পাশে না থাকলে এই সম্মান পাওয়া সম্ভব ছিল না, তাই
এই সম্মান তিনি ভক্তদেরকেই উৎসর্গ করছেন। ভক্তদের উদ্দেশ্যে ভার্চুয়াল হাগ জানিয়ে তিনি সকলের সঙ্গে এও আনন্দ ভাগ করে নিয়েছেন।

রোহিত শর্মা

মোট পাঁচ জন ক্রীড়াবিদ এবার খেলরত্ন সম্মান পাচ্ছেন। যার মধ্যে রোহিত শর্মা ছাড়া আছে এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগত, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপাল, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, প্যারাঅলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থঙ্গভেলু।

Recent Posts