স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য জোড়া সুখবর জেনে নিন বিস্তারিত


ব্যাঙ্ক গ্রাহকদের ক্ষেত্রে একটা বড় সমস্যা নূন্যতম ব্যালান্স রাখা, অনেকেরই সেই ব্যালান্স না থাকার জন্য
জরিমানা দিতে হয়। তবে এবার স্টেট ব্যাঙ্ক ৪৪ কোটি গ্রাহকের জন্য এক সুখবর নিয়ে এসেছে (এসবিআই)।

sbi-no-monthy-maintainence-charge-2020

স্টেট ব্যাঙ্কের তরফে মঙ্গলবার টুইটে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে মিনিমাম ব্যালান্স না থাকলেও চলবে, তার জন্য কোন জরিমানা কাটা হবে না।
এছাড়াও ব্যাঙ্ক থেকে জরুরী কিছু এসএমএস পাঠানো হয় অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন বিষয়ে সেই এসএমএস-এর জন্য আর কোনও টাকা কাটা হবে না প্রত্যেক মাসে।

এসবিআই-তে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সমস্ত গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সুখবর।
এই দুই ধরনের সুবিধা সব রকমের সেভিংস অ্যাকাউন্টেই জন্যই পাওয়া যাবে, যারা ইন্টারনেট ব্যাঙ্কিং এবং চেক বুক ব্যবহার করে সেই সমস্ত গ্রাহকরাও এই সুবিধা পাবে।
কিন্তু স্টেট ব্যাঙ্কের যে সব গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে অনেক বেশি টাকা থাকে যেমন এক লাখ বা দু লাখের বেশি ব্যালান্স থাকে তারা আরও একটি সুবিধা পায়। তারা বিনা কোনো অর্থ ব্যয়ে প্রত্যেক মাসে যত ইচ্ছা এটিএম লেনদেনের সুবিধা পায়।

পূর্ববর্তী নিয়ম অনুযায়ী স্টেট ব্যাঙ্কে মাসিক অ্যাভারে‌জ ব্যালান্স রাখতে হত , এলাকা অনুযায়ী সেটির তিনটি ভাগ ছিল।

  • মেট্রো ও শহরাঞ্চলে অ্যাভারে‌জ ব্যালান্স রাখতে হত ৩ হাজার টাকা, ন্যূনতম এই ব্যালেন্স না থাকলে জরিমানা হত ১০ থেকে ১৫ টাকা।
  • উপশহরাঞ্চলে তার থেকে কম ২ হাজার টাকা অ্যাভারে‌জ ব্যালান্স রাখতে এবং সেই নূন্যতম ব্যালান্স না থাকলে চার্জ এবং জিএসটি বাবদ দিতে হত সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা।
  • গ্রামীন এলাকায় যে সব গ্রাহক আছে সেই শাখায় অ্যাকাউন্টে ১ হাজার টাকা মাসিক ব্যালান্স রাখতে হত।
    সেই ব্যালান্স না থাকলে চার্জ এবং জিএসটি ছিল ৫ টাকা থেকে ১০ টাকা।

তবে এখন থেকে আর কোনও চার্জ কাটা হবে না। স্টেট ব্যাঙ্কের নতুন এই সুবিধার ফলে ৪৪.৫১ কোটি গ্রাহক উপকৃত হবে।

Recent Posts