শারদীয়া ১৪২৭ এর সেরা পূজাবার্ষিকীগুলি এবং সেগুলো কিভাবে অনলাইনে পড়বেন বা কিনবেন



বাঙালির কাছে পুজো মানেই পূজাবার্ষিকী, তবে অতীতে পূজাবার্ষিকীর জন্য মানুষের মনে যে অধির আগ্রহ ছিল, এক অপেক্ষা ছিল বর্তমান সময়ে পূজাবার্ষিকী গুলো কে ঘিরে সেই আকুলতা তেমন নেই। কিন্তু আজও অনেক বইপ্রেমী বইপোকা আছেন যারা পুজো শুরু হওয়ার আগে থেকেই শপিং নয় বরং পূজাবার্ষিকীর খোঁজ নেওয়া শুরু করে দেয়। কোন পত্রিকায় কে লিখছেন, কোথায় ক’টা উপন্যাস প্রকাশিত হচ্ছে, কোনটির প্রচ্ছদ বেশি সুন্দর এখনও কিন্তু কিছু মানুষ আছে যারা এসব নিয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়ে ওঠে পুজো শুরুর আগে থেকেই।

শারদীয়া ১৪২৭ এর জনপ্রিয় পূজাবার্ষিকী  - Bengali Magazines Durgapuja Editions

পূজাবার্ষিকীর ইতিহাস

শুধুমাত্র নামীদামী পত্রিকাই নয় বর্তমান যুগে দাড়িয়ে অনেক অনামী পত্রিকাও নিজেদের জায়গা গড়ে তুলতে সফল হচ্ছে। আবার শুধুমাত্র প্রিন্টেড পূজাবার্ষিকীই নয়, অনলাইন ই- পূজাবার্ষিকী গুলোরও চাহিদা বাড়ছে।
প্রত্যেক বছরই সূচিপত্রের নিরিখে বইপোকারা আগে থেকেই লিস্ট বানিয়ে রাখেন এবছর কোন কোন পূজাবার্ষিকী গুলো কেনা হবে।

কলকাতায় প্রথম পূজাসংখ্যার আত্মপ্রকাশ ১৮৭৩ সালে, ব্রাহ্ম কুলপতি কেশব সেন একটি পত্রিকা প্রকাশ করতেন, যার নাম ছিল ‘সুলভ সমাচার’। ১২৮০ বঙ্গাব্দে শারদোৎসবের সময় এই পত্রিকার সাথে ‘ছুটির ক্রোড়পত্র’ নামে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয় যা বাংলার প্রথম পূজাবার্ষিকী ছিল। মাত্র ১ পয়সা ছিল এই পূজাবার্ষিকীর বিনিময় মূল্য।

তবে প্রথম যথার্থ শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯১৩ সালে সাময়িক পত্রিকা ‘ভারতবর্ষে’র সৌজন্যে। সেইসময়কার বিশিষ্ট লেখকদের কলম চলেছিল সেই পূজাসংখ্যায়।

২০২০ এর পূজাবার্ষিকীগুলির লিস্ট ও কোথায় পড়বেন

বর্তমান সময়ের জনপ্রিয় পূজাবার্ষিকী গুলির মধ্যে বিশেষ কয়েকটি পূজাবার্ষিকীর সূচীপত্র থেকে বিনিময় মূল্য দেওয়া হল। দেখে নিন ১৪২৭ এর এইসমস্ত পূজাবার্ষিকী গুলির মধ্যে আপনি কোন কোন পূজাবার্ষিকী গুলো কিনেছেন বা কিনবেন।

নবকল্লোল

শারদীয়া নবকল্লোল ১৪২৭ এ চারটি উপন্যাস আছে।

শারদীয়া নবকল্লোল ১৪২৭
শারদীয়া নবকল্লোল ১৪২৭
  • ১. বিনোদ ঘোষাল- মৃন্ময়ী
  • ২. রূপক সাহা – জিয়ন্ত লাশের খোঁজে
  • ৩. হিমাদ্রিকিশোর দাশগুপ্ত – গণিকা চন্দ্রকলা ও চন্দন পুরুষ
  • ৪. দেবজ্যোতি ভট্টাচার্য – চিতাকাহিনি

২ টি বড় গল্প আছে, ২০ টি গল্প আছে।

  • ১. বুদ্ধদেব গুহ – ঝুমরির কাছে তিন যুগ পরে
  • ২. নবকুমার বসু – হৃদয়ের শব্দ।
  • ৩. অভিজ্ঞান রায়চৌধুরী – লোকটা আগে আগে যাচ্ছিল
  • ৪. অভিজিৎ তরফদার – গজাননের সিদ্ধিলাভ
  • ৫. দীপান্বিতা রায়- শেষবেলার রৌদ্রস্নান
  • ৬. অনির্বাণ ঘোষ -স্মার্ত
  • ৭. সরিৎ চট্টোপাধ্যায়- মিথস্ক্রিয়া
  • ৮. স্বপ্নময় চক্রবর্তী – করোনার করুণা
  • ৯. প্রদীপ কুমার চট্টোপাধ্যায়- এই বেশ আছি
  • ১০ বিনতা রায়চৌধুরী- শুদ্ধিকরণ
  • ১১. গৌতম ভট্টাচার্য -অথ স্নান সমাচার
  • ১২. জয়ন্ত দে – সাবিত্রী উপাখ্যান
  • ১৩. পল্লব বসু- কোথায় খুঁজি তারে
  • ১৪. দেবযানী বসু কুমার- পম্পেইতে নিশির ডাক
  • ১৫. রবীন চক্রবর্তী – খোলা মাঠে ওরা চারজন
  • ১৬. সমীরণ মণ্ডল- শুয়োপোকা
  • ১৭. অমল কুমার মুখোপাধ্যায়-পশুদার ফ্যাসাদ ১৮. রুপক চট্টরাজ চেনা-অচেনা
  • ১৯. বিভা রায়চৌধুরী- রূপান্তর
  • ২০. শ্যামাপ্রসাদ ভট্টাচার্য- ফিরে আসা

কবিতা আছে ২০ ট, ৪ টি নিবন্ধ, দুটি বিশেষ রচনা এছাড়াও শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য, বেশকিছু তারকাদের সাক্ষাৎকার, ভুরিভোজ এবং আরো কিছু বিশেষ আকর্ষণ আছে এই পত্রিকায়। পত্রিকাটির প্রচ্ছদ শিল্পী সৌজন্য চক্রবর্তী।

পত্রিকাটির দাম – ১১০ টাকা

Read Now

এই সময়

এই সময় শারদীয়া ১৪২৭ এ তিনটি উপন্যাস আছে।

এই সময় শারদীয়া ১৪২৭
এই সময় শারদীয়া ১৪২৭
  • ১. বাহিরা – আবুল বাশার
  • ২.মহাপ্রস্থান – পদ্মনাভ দাশগুপ্ত
  • ৩.কে ব্রাহ্মণ?- কমল চক্রবর্তী

গল্প আছে ছয়টি

  • ১.প্রেমের নদী আন্ধার মানিক – সেলিনা হোসেন
  • ২.ফার্স্ট পন্ডিত স্যার – সাত্যকি হালদার
  • ৩.পরিতোষের লেখা- প্রশান্ত মাজী
  • ৪.আদুর -অপরাজিতা দাশগুপ্ত
  • ৫.মোড়ক- শুভময় মণ্ডল ৬. মহিষের চোখের জল – জগন্নাথদেব মন্ডল

এছাড়াও একটি বড় গল্প, একটি অনুগল্প, দুটি প্রবন্ধ ভ্রমণ, স্মৃতি, শতবর্ষ, কবিতা, দীর্ঘ কবিতা, কবিতার উৎস, এবং আরো অনেক কিছু আছে।
একটি নাটক আছে

সৌতির কুকুর -সৌমিত্র চট্টোপাধ্যায়

একটি কাব্যনাট্য আছে মাতৃরূপেণ – শুভাশিস গঙ্গোপাধ্যায়।
প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু চাকী

Read Now

প্রসাদ

প্রসাদ শারদীয়া পূজাবার্ষিকীতে ৮ টি উপন্যাস আছে –

প্রসাদ শারদীয়া পূজাবার্ষিকী ১৪২৭
প্রসাদ শারদীয়া পূজাবার্ষিকী
  • ১. রণক্ষেত্র- প্রফুল্ল রায়
  • ২. শ্রাবণ রজনী আঁধার- ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
  • ৩. প্রেমে সুলতানি নয়নে নর্তকী- সুবীর কুমার মহাপাত্র
  • ৪. অথ কমলিনী কথা – অশোকেশ মিত্র
  • ৫. অন্ধ প্রজাপতি – মণিরত্ন মুখোপাধ্যায়
  • ৬. জারোয়া সুন্দরী – ড.মহাদেব চন্দ্র দাস
  • ৭.সাবাস লালুভুলু – চণ্ডীচরণ দাস
  • ৮.নীড়হারা – অসীম কুন্ডু

এছাড়াও 50 টিরও বেশি গল্প, দশটি অনুগল্প, প্রচুর কবিতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাক্ষাৎকার ছাড়াও খেলা, ভ্রমণ এবং আরো অনেক কিছু আছে এই পত্রিকায়।

পত্রিকাটির মূল্য ১০০ টাকা।

Read Now

শুকতারা

শারদীয়া শুকতারা ১৪২৭ এ ৫টি সম্পূর্ণ উপন্যাস আছে।

শারদীয়া শুকতারা ১৪২৭
শারদীয়া শুকতারা ১৪২৭
  • ১. মিসেস মরিসনের বিপদ – প্রফুল্ল রায়
  • ২.প্রথম বিশ্বযুদ্ধে অভি- অভিজ্ঞান রায়চৌধুরী
  • ৩.ভূতুড়ে গাছের জঙ্গলে –
  • হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
  • ৪.আতঙ্কের নাম রাইমণি- শিশির বিশ্বাস
  • ৫.মরু পিরানহা -সৈকত মুখোপাধ্যায়

এছাড়াও ১৪ টি ছোটগল্প, কবিতা ও ছড়া, ছবিতে গল্প, ক্রীড়াঙ্গন আছে।
পত্রিকাটির প্রচ্ছদ শিল্পী -রঞ্জন দত্ত

পত্রিকাটির দাম – ১০০ টাকা

Read Now

বর্তমান

শারদীয়া বর্তমান ১৪২৭ এ চারটি উপন্যাস আছে।

শারদীয়া বর্তমান ১৪২৭
শারদীয়া বর্তমান ১৪২৭
  • ১. বুদ্ধদেব গুহ – ঋজুদা কাহিনী: অষ্টম রিপু
  • ২. প্রফুল্ল রায় -এক অনন্ত সফর
  • ৩.স্বপ্নময় চক্রবর্তী – খিদের পুতুল
  • ৪. ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় – পান্ডব গোয়েন্দা

বড় গল্প আছে একটি
তপন বন্দ্যোপাধ্যায়ের -‘দি ভেনাস’ অন্তর্ধান রহস্য।
গল্প আছে সাতটি।

  • ১. সমরেশ মজুমদার – রণকৌশল
  • ২.বাণী বসু- পায়রা
  • ৩.অমর মিত্র – বাবুইবাসা
  • ৪.ভগীরথ মিশ্র- বকুল ফুলের মধু
  • ৫.নলিনী বেরা – হাওয়া মোরগ
  • ৬.জয়ন্ত দে – মা
  • ৭. হিমাদ্রিকিশোর দাশগুপ্ত – মোরগা গুনিনের মোরগ

এছাড়াও আছে ভ্রমণ, খেলা খাওয়া দাওয়া, সিনেমা, পৌরাণিক কাহিনী, এবং আরও অনেক কিছু।

প্রচ্ছদ শিল্পী – রৌণক মুখোপাধ্যায়।
পত্রিকাটির মূল্য – ৬০ টাকা

Read Now

আনন্দবাজার পত্রিকা

উপন্যাস আছে পাঁচটি

  • ১. শীর্ষেন্দু মুখোপাধ্যায় – আমাকে বিয়ে করবেন?
  • ২. কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় -প্রতিপক্ষ
  • ৩. শেখর মুখোপাধ্যায় – অনল অন্তরাল
  • ৪. সিজার বাগচী- বৃষ্টির ঘ্রাণ
  • ৫. সুবর্ণ বসু- ছায়াপ্রহর

প্রবন্ধ লিখেছেন

  • ১. অনির্বাণ চট্টোপাধ্যায় – আমারে তার অর্থ শেখা
  • ২. পথিক গুহ – এক নোবেল প্রাইজের জটিল কাহিনি
  • ৩. দেবাশিস ভট্টাচার্য – তফাত যাও
  • ৪. সেমন্তী ঘোষ – দেশনায়ক দেশবন্ধু

গল্প আছে তিনটি, লিখেছেন –

  • হাত – সমরেশ মজুমদার
  • টাকার গাছ -প্রচেত গুপ্ত
  • লাল রঙ্গের বাড়িগুলো – স্মরনজিৎ চক্রবর্তী
  • ভিন্ন – সৌরভ মুখোপাধ্যায়
  • ঘাতক – উল্লাস মল্লিক

কবিতা লিখেছেন – জয় গোস্বামী, সুবোধ সরকার এবং আরও অনেকে।

এছাড়া ভ্রমণ এবং আরও অনেক কিছু আছে।
আনন্দবাজার পূজাবার্ষিকী ১৪২৭ এর প্রচ্ছদ শিল্পী পরেশ মাইতি।

বইটির মূল্য ২৮০ টাকা।

Read Now

দেশ

দেশ শারদীয়া ১৪২৭ উপন্যাস আছে ৫টি

দেশ শারদীয়া ১৪২৭ - Desh pujabarshiki 2020
দেশ শারদীয়া ১৪২৭


১. সমরেশ মজুমদার – অবগুণ্ঠন
২.জয় গোস্বামী – এক পৌঢ়ের জবানবন্দি
৩. স্মরণজিৎ চক্রবর্তী – বাবুই
৪. তমাল বন্দ্যোপাধ্যায় – ফেরা
৫.অভিনন্দন সরকার – এক যে ছিল মেঘ

গল্প আছে ৬ টি
১. শীর্ষেন্দু মুখোপাধ্যায়- ফুটপাথের দোকান
২.কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় – আইসক্রিম
৩. সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় – মায়ার খেলা
৪.শেখর মুখোপাধ্যায় -রবিলালের হাল বকেয়া

৫. ইন্দ্রনীল সান্যাল- ইরা ও ফাইটার ট্রেনি

৬.শীর্ষ বন্দ্যোপাধ্যায় – পঙ্গপাল।

এছাড়া চারটি প্রবন্ধ, বহু কবির কবিতা স্থান পেয়েছে এই পত্রিকায়৷

পত্রিকাটর প্রচ্ছদ শিল্পী সুবত্র চৌধুরী।

Read Now

আনন্দলোক

পূজাবার্ষিকী আনন্দলোক ১৪২৭ এ উপন্যাস আছে তিনটে।

পূজাবার্ষিকী আনন্দলোক ১৪২৭ - anandalok 2020 sharodiya
পূজাবার্ষিকী আনন্দলোক ১৪২৭


১.কুয়াশানগরীর উপাখ্যান – শ্রীজাত
২.পরমাদ- কৌশিক সেন
৩.ঘূর্ণি – ইন্দ্রনীল সান্যাল

একটি নাটক আছে,
মাৎসান্যায় – ব্রাত্য বসু

এছাড়াও আছে তারকাদের আনন্দসাজ, ভিকি কৌশলের সাক্ষাৎকার, টলি নায়িকাদের ফিটনেস মন্ত্র, অসামান্য ফটোফিচার, র‍্যাপ কিং বাদশার বর্ণময় জীবন
এছাড়াও আরও অনেক কিছু থাকছে।
পত্রিকাটির প্রচ্ছদে আছে কিয়ারা আডবানীর ছবি , ফটো -ডব্বু রতনানি

পত্রিকাটির মূল্য – ১৮০ টাকা

Read Now

সানন্দা

সানন্দা পূজাবার্ষিকী তে আছে ৪ টি উপন্যাস

পূজাবার্ষিকী সানন্দা ১৪২৭
সানন্দা


১. বিনায়ক বন্দ্যোপাধ্যায় – ডার্বি
২. ছন্দসী বন্দ্যোপাধ্যায় – আশ্রয়
৩.কৌশিক পাল – প্লাবন

৪.বিষযাপনের মেঘরোদ্দুর- সমীরণ বন্দ্যোপাধ্যায়

গল্প আছে দুটি
১. তিলোত্তমা মজুমদার – মৃত্যুঞ্জয়

২.তমাল বন্দ্যোপাধ্যায় – শোধ

এছাড়াও নানারকমের রান্না, ফ্যাশন, ফিটনেস, পুজোর আড্ডা সেলিব্রিটি দের সাথে, ভ্রমণ, এবং আরও অনেক কিছু আছে।

প্রচ্ছদ – ইশা সাহা
ছবি – সোমনাথ রায়

সানন্দা ১৪২৭ এর মূল্য – ১৮০ টাকা

Read Now

কিশোর ভারতী

শারদীয়া কিশোর ভারতী ১৪২৭ এ আছে

শারদীয়া কিশোর ভারতী ১৪২৭
শারদীয়া কিশোর ভারতী ১৪২৭

৫ টি দুষ্প্রাপ্য গল্প।

১. বনবিবির বন – লীলা মজুমদার

২. ভুতুড়ে ভেলকি – শিবরাম চক্রবর্তী

৩. চিরস্মরণীয়া পোস্তমণি – দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

৪.টেলিফোন – হেমেন্দ্রকুমার রায়

৫. মায়ের স্বপ্ন – সুনীল গঙ্গোপাধ্যায়ের

৬ টি উপন্যাস –

১. গুটুলের কীর্তি – প্রফুল্ল রায়
২.মামাম্মৃত – সঞ্জীব চট্টোপাধ্যায়
৩.আমি সিরিয়াল কিলার বলছি – অনীশ দেব
৪. কালোয় কালোয় কক্সবাজার – ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়

৫.বারুদ -হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
৬.নিতাইচরণের ঘড়ি – অভীক সরকার।

এছাড়াও আছে দুষ্প্রাপ্য সাক্ষাৎকার, পাঁচটি বড় গল্প, জাদু কবিতা,দুষ্প্রাপ্য ছড়া-কবিতা , ৩৯ টি গল্প, ভ্রমণ, রঙিন কমিকস এবং আরও অনেক কিছু।

প্রচ্ছদ শিল্পী – সুবত্র গঙ্গোপাধ্যায়।

শারদীয়া কিশোর ভারতীর মূল্য – ১৩০ টাকা

Read Now

অন্যান্য পূজাবার্ষিকীগুলি

Recent Posts